গর্ভাবস্থার ৮ম মাসে শারীরিক পরিবর্তন কেমন হয় দেখে নিন।

গর্ভাবস্থার অষ্টম মাসের মধ্যে শরীরে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সাধারণ কিছু পরিবর্তণের ব্যাপারে এখানে ধাপে ধাপে আলোচনা করা হলো –

পোস্ট বিভাগস্বাস্থ্য
বিষয়বস্তুগর্ভাবস্থা

গর্ভাবস্থার অষ্টম মাসে শারীরিক পরিবর্তন

১- গর্ভধারনের অষ্টম মাসে পেটের স্ফীতি স্পষ্ট হয়ে ওঠে। এই সময় থেকেই গর্ভস্থ শিশুটির মাথা নীচের দিকে নেমে আসে।

২- হরমোনের পরিবর্তনজনিত কারণে চুল ওঠা অনেকটাই কমে যায় এই সময়। যার ফলে মাথায় চুল কম এমনটা মনে হয়না।

৩- এই সময় স্তন থেকে কোলোস্ট্রাম নামক একটি হলুদ বর্ণের তরল পদার্থ নির্গত হয়। এই দুধই মা প্রথম তার শিশুকে পান করায়।

৪- হরমোনের পরিবর্তনজনিত কারণে পিগমেন্টেশান হয় যার ফলে স্তন বৃন্ত গাঢ় রঙের হয়ে যায়।

৫- জরায়ুর স্ফীতির ফলে ত্বকে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগের সৃষ্টি হয়।

৬- তলপেটের নিম্নাংশ থেকে পিউবিক হেয়ার লাইন (যোনীকেশ রেখা) এর মধ্যেকার কালো রেখা আরো গাঢ় বর্ণের হয়ে যায়।

  1. চোখ  –  খোলা এবং বন্ধ করা শুরু হয়
  2. ফুসফুস-    গঠন সম্পূর্ণ রূপে না হলেও শ্বাস প্রশ্বাস ক্রিয়া শুরু হয়ে যায়।
  3. চুল-    গজাতে শুরু করে
  4. হাড়-    গঠন সম্পূর্ণ হলেও নরম থাকে
  5. কিডনি / বৃক্ক-     সম্পূর্ণ ভাবে গঠিত হয়ে যায়
  6. ত্বক-    কম কোঁচযুক্ত
  7. নখ –   হাত এবং পায়ের আঙুলের তালু পর্যন্ত বিস্তৃত হয়।
  8. পাচন তন্ত্র-    গঠন প্রক্রিয়া চলতে থাকে।
  9. কান-    শব্দ শুনতে সক্ষম। তবে অন্য সকলের আওয়াজের থেকে মায়ের আওয়াজ বা মহিলাদের আওয়াজ শুনতে পছন্দ করে।
  10. স্নায়ুতন্ত্র-    গঠন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে ওঠে এবং শরীরের অন্যান্য অঙ্গের কাজকর্ম পরিচালনা করতে শুরু করে।


পোস্ট সবার মাঝে শেয়ার করুন

আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সব সময় চেস্ট করি মানুষের উপকারে আসে এমন পোস্ট করার জন্য। দয়া করে স্পাম করবেন না, অগ্রিম ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আরও পড়ুন – 

Sharing Is Caring:

আমি জিয়ারুল কবির লিটন, একজন বহুমুখী ব্লগার, স্বাস্থ্য, খেলাধুলা, জীবনধারা এবং ইসলামিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির প্রতি অনুরাগী। আমি কঠোর অন্বেষণ, অনুসন্ধান, তত্ত্বানুসন্ধান ও অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমার আকর্ষক লেখার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ২০১৫ সাল থেকে ব্লগের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা এবং ইতিবাচকতা দিক গুলো নির্ভুল ভাবে সবার সাথে ভাগ করে চলার চেষ্ট করছি।

1 thought on “গর্ভাবস্থার ৮ম মাসে শারীরিক পরিবর্তন কেমন হয় দেখে নিন।”

Leave a Comment