ভালোবাসার ছন্দ ফেসবুক স্ট্যাটাস

আজকে বাংলা ভাষাভাষী সকল প্রেমিক প্রেমিকাদের জন্য আমাদের এই পোস্ট- ভালবাসা অনুভূতি একটি সুন্দর অনুভূতি যা কথায় সহজে প্রকাশ করা অসম্ভববেই নয় দুরসাধ্য বটে। আর তাই ভালোবাসার অনুভূতি প্রকাশ করার জন্য অনেক লোক প্রেমের কবিতা এবং রোমান্টিক ভালোবার ছন্দের সন্ধান করে থাকেন।

যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ উক্তি স্ট্যাটাস বিভাগের এই পোস্টে আপনি রোমান্টিক প্রেমের কবিতা থেকে শুরু করে মিষ্টি প্রেমের ছন্দ ও ছড়াসহ সব ধরণের সুন্দর প্রেমের কবিতা বা লিখনি পাবেন যা আপনি অনায়াসে আপনার ফেসবুক স্ট্যাটাস বা ম্যাসেনজারে ব্যবহার করতে পারবেন।

ফেসবুক স্ট্যাটাস । ভালোবাসার ছন্দ
ফেসবুক স্ট্যাটাস । ভালোবাসার ছন্দ

ফেসবুক ব্যবহারকারীদের জন্য, ফেসবুক স্ট্যাটাস ফেসবুকের একটি বড় অংশ। আপনি যদি আপনার ফেসবুক স্ট্যাটাসে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার  পেতে চান তবে আপনাকে এমন পোস্ট করতে হবে যা দেখেতে বা পড়ে মানুষের ভালো গালে তাই আমরা আজ এই ফেসবুক স্ট্যাটাস ও এসএমএস ভালোবাসার ছন্দ পোস্টটি এমন সাজিয়েছি যা দেখে সবার ভালো লাগবে ।  আর একটা বিষয় হলো ফেসবুক যে  যত বেশি সুন্দরভাবে তার ফেসবুক স্ট্যাটাস লিখতে পারবেন সে তত ফেসবুকে বেশি জনপ্রিয় হয়ে উঠে ।

ফেসবুক স্ট্যাটাস ও এসএমএস ভালোবাসার ছন্দ

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

“দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”

“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”

“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”

ভালোবাসার কবিতা

“জাপটে রাখো নিজের করে
হাতটা ছাড়া বারণ,
সব অভিমান কাটিয়ে দিতে
ভালোবাসাই কারণ।”

“কতদিন পরে এলে
মধুকর মধুর বনে
মধু আছে রাখা ঠিকই
নেবে মধু সাহস কি আছে।”

“তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শত শত ঝুঁকি।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।”

“হাতের উপর হাত রাখিলে
মনটা খুশি হয়
দেহের পরশ পেলে আবার
বিজলি হেনে যায়।”

“তুমি যদি পাখি হও আমি হবো খর।
দুই জন মিলে এক সাথে
থাকবো জীবন ভর।
তুমি যদি চাঁদ হও, আমি হবো তারা।
তোমায় দেখে আমি হবো দিশাহারা।
তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো,
দুইজন মিলে সব সময়
এক সাথে পথ চলবো।”

“মিটে যাবে জ্বালা তোমার
আমি পাশে গেলে
আরো একটু সবুর করো
ঠান্ডা জল দেবো ঢেলে।”

“ফুল মানে পবিত্রতা,
প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা,
সুভাস আছে যার;
ফুলের পানে মোহ জাগে,
অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান
সকল শুদ্ধতা।”

“ফুলের মাঝেই নিদর্শিত
ভালোবাসার রূপ
তার মাঝেই আকৃষ্টতা,
চতুর্দিক চুপ;
ফুলের অনেক গুনের সাথে
উপাচারও আছে
তাইতো তার হয় না তুলনা
সকল ভালোর কাছে।”

“বাদলা দিনে কদম এনে
চলবো দশকদম
অভিমানে নিজের সাথে
পলাশ বনে রোদন,
ডুব সাতারে আনবো তুলে
শাপলা শালুক যতো
নাম না জানা পাহাড়ি ফুলে
তোমায় দেখার ব্রত।”

“পুষ্পবৃষ্টি দেখতে সবার
বড্ড ভালো লাগে
ফুলের পানে দৃষ্টি মেলতেই
পূর্নতা যে জাগে,
ফুলের সাথে তুলতে ছবি
সবাই বড় ব্যস্ত
সাজটা এদিক ওদিক হলেও
সবাই বড় ত্রস্ত।”

“উৎসব মানেই চতুর্দিকে
ফুলের ছড়াছড়ি
সৌন্দর্যতে খাদ হবে না
ভীষণ কড়াকড়ি,
শোকের দিনেও ফুলের
ডালি সাজিয়ে রাখা চাই
ফুল ছাড়া কোথাও যেন
যাওয়ার উপায় নাই।”

“কুঞ্জবনে প্রতিক্ষাতে
কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের
ভাব হবেনা ঠাওর,
পুষ্পসাজে মান ভাঙাবে
প্রিয়দর্শিনী
পুষ্পবানের আঘাত এমন
করবে বুঝিনি।”

“পুষ্পরথ সাজাবো সখী,
হবো তোমার কৃষ্ণ
সপ্তরঙের পদ্ম পানে
হৃদয় হবে উষ্ণ,
প্রেমের অঞ্জলি যতো
লুটাবো চরনে
পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো
তোমায় বরনে।”

“কাঠ গোলাপের সাদার মায়ায়
আমরা যাবো ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে
নীলকমলের দেশে,
কৃষ্ণচূড়ার থরে থরে
সাজাবো স্মৃতির থালি
শেষ বিদায়ে সন্ধ্যাতারায়
সাজিও পুষ্প ডালি।”

“ফুলের সজ্জা রমনীদের
বড়ই কামনীয়
ফুলের গুনেই তারা বুঝি
এমন নমনীয়
তাইতো প্রেমের আবেদনেও
ফুলের চল চলে
ফুল যেন বিনা ভাষায়
হাজার কথা বলে।”

“পরিস্ফুটন হবে প্রেমের
পুষ্পরেণুর মতো
ধীরেধীরে মিলিয়ে যাবে
পুষ্পশরের ক্ষত,
পদ্মাবতী রূপে তুমি,
আমি হবো কানাই
পদ্মপাতায় পুষ্পরসে
প্রনয়কাব্য বানাই।”

“ভ্রমর আসে মধু পানে,
সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন
তাকে দেখতে লাগে বেশ;
সৌন্দর্যতার প্রতীক সে তো,
যেন তেজস্বী
তার পানে হার মানবে
সকল উর্বশী।”

“হিজলফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,
রাতের বেলায় হাস্নাহেনার সুবাস
জুই-বেলির সৌরভমাখা আবাস।”

আমাদের আরও পোস্টঃ

“যদি বৃষ্টি হতাম,
তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু,
এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে,
তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না,
তোমাকে অকারণে কষ্ট দিতে।”

“ভালোবাসে এই মন,
তোমাকে চায় সারাক্ষন.!
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঁঝে,
কিভাবে ভুলব তোকে,
তুই যে আমার জীবন।”

“আমার জীবনে কেউ
নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন সপ্ন
নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছুই দেখেনা
তুমি ছাড়া,
আমার মন কিছু ভাবতে পারেনা
তুমি ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা
তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা
তুমি ছাড়া।”

“তুমি কি জানো
তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা
এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে
একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে
থেকে উপলব্ধি করার।”

“তোমার সুখের জন্য যদি
তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি…
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার
অভিনয় করতে পারবো!”

“যদি বলো আমায় মনে
পরে কত বার?
বলবো, আমার চোখের
পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো,
ওই আকাশে তাাঁরা আছে যত!”

“জীবনে এমন একটা সম্পর্ক করা উচিৎ।
যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,
রাগ করা যায়,
অভিমান করা যায়,
ঝগড়া করা যায়।
কিন্তু তাকে কখনোই
ভুলে থাকা যায় না।”

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

“ফুল লাল, পাতা সবুজ,
মন কেন এতো অবুজ।
কথা কম, কাজ বেশি,
মন চায় তোমার কাছে আসি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।”

“দিন ফুরাবে, রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”

“আজকের এই দিনগুলো,
কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় ডাইরীর
পাতায় লেখা হয়ে রবে,
কালকের এই পাতা গুলো
একটু উল্টে দেখ,
আবছা সব সৃতির মাঝে,
আমায় খুুঁজে পাবে।”

“জীবন আমার ধন্য হলো,
তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো,
ভালোবাসার নৌকা বেয়ে।”

“এক জীবনে এতো ভালোবাসা
কোথায় পাবে তুমি,
তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ
এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা,
আমার প্রেমের ছবি,
খুব যতনে, আদর করে
তোমায় বুকের মাঝে রাখি।”

“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”

“তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,
তোমাকে পাবোনা একথা মন মানে না।
সহজে তোমাকে পাওয়া সাজেনা,
হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,
না হলে ভালোবাসা পাওয়া যাবে না।”

“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”

“তুম আছো
আমার হৃদয় জুড়ে,
তুমি আছো
আমার স্বপ্নের মাঝে
তুমি আছো
আমার কাজে কর্মে,
তুমি আছো মনে
তুমি আছো যে মোর কাব্যগ্রন্থে!”

“তুমি দূরে দূরে থেকো না,
আমার কাছে এসে বলো ভালোবাসি.!
ভালোবাসি বললে তুমি,
করবো আদর কষ্ট দেবো না।
হৃদয়ের গহীনে রাখবো তোরে,
হারিয়ে যেতে দেব না।”

“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা,
তুমি আসলেই ডাউনলোডে দেবো
আনলিমিটেড ভালোবাসা।”

“রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে, আমাকে ছাড়া ?”

“তোমায় ভবি সারাক্ষন,
দিলাম তোমায় আমার মন…
যদি কাছে আসো,
যদি না দাও ব্যাথা,
দিলাম তোমায় কথা
হারাবো না কোনদিন,
পাশে থাকবো চিরদিন।”

“ফুলের ভিতর মধু থাকে,
তোমার বুকে ঢেউ
তুমি ছাড়া এই জীবনে,
নেই যে আমার কেউ,
আকাশের বুকে চাঁদ থাকে,
চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া এই জীবনে
কেমনে থাকি আমি ভালো।”

“পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির
মত জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি ?”

“তুমি সেই স্বপ্ন পরী,
যাকে নিয়ে স্বপ্ন দেখি,
তুমি সেই অনুভুতি,
যাকে নিয়ে আমি অনুভব করি,
তুমি সেই প্রেমিকা যার ভালোবাসার
ছন্দ প্রেমিক আমি।”

“আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে
ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা।”

“সখি তোরে ভালোবেসে
রেখেছি আমার মনের মাঝে,
তাই বলে কি কষ্ট দিবি
বাসবিনা মোরে ভালো ?
তোর ভালোবাসা,
তোর আদর পেতে
ইচ্ছে করে অনেক…
সখি কাছে এসে বলো মিষ্টি করে,
আমায় একটু খানি আদর করে।
I LOVE YOU”

“ভালো আছো, ভালে থেকো,
আমার জন্য ভালোবাসা
গুলো জমিয়ে রেখো…
আমি আসলে তোমার
হৃদয়ে থাকা প্রেম
ভালোবাসা উজার করে দিও।”

“শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই”

ফেসবুক স্ট্যাটাস বাংলা

“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো

“রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে আমাকে ছাড়া ?”

“পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি ?”

স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার Name..

ফেসবুক স্ট্যাটাস রোমান্টিক প্রেমের কবিতা

আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই

ভালোবাসার ছন্দ কষ্টের

আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
আমার হৃদয় canvus জুড়ে,
তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি

তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল…

“ভালবাসা সপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”

“তুমি যদি না বুঝো
বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে
আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে …!”

“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”

“মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে…
ভালোবাসি বলতে চাই!
নৈঃশব্দের কোলাহলে..
শব্দ নিয়ে খেলতে চাই!”

“নীল আকাশে তারার মেলা।
মধ্য রাতে চাঁদের খেলা।
স্নিগ্ধ সকাল শিশির ভেজা।
শুধু দেখো,
আমার প্রেমে কত মজা!!”

“ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷”

সূখের জন্য স্বপ্ন,
দুখের জন্য হাঁসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রহিল
আমার অন্তরের ভালোবাসা।

তোমার ভালবাসা মন
খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে
তোমায় প্রয়োজন,
শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম
তোমার ভালবাসা।

ভুলিনিত আমি
তোমার মুখের হাসি,
আমার গাওয়া গানে
তোমাকে ভালবাসি।
আসো আবার পাশে,
হাতটা ধরে চলো আবার
সেই নদী তীরে।

হৃদয় কেটে বানিয়েছি
ছোট্টো একটি খাম,
সে খামেরী ভেতরে লিখেছি
তোমার নাম,
সে খামটি কিনে নিও
ভালোবাসার দামে,
কোনদিনও ছিড়ে ফেলনা
নিরব অভিমানে!!

একটু দূরে সরলেই তুমি
মেজাজটা যায় চড়ে,
ইচ্ছে করে এই পৃথিবী
ভষ্ম করি পুড়ে।
আমার কাছে তুচ্ছ সবই
কেবল তুমি ছাড়া,
তোমার জন্য প্রধানমন্ত্রীকেও
করতে পারি তাড়া।

প্রখর রোদে ঘামছি আমি
ভাবছি এ যে বৃষ্টি,
মন্দের মাঝেও ভালো থাকি
পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন
মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায়
ভাবছি অবিরত।

“মনেতে আকাশ হয়ে
রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি
তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে
শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে
দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি
শুধু-ই তোমাকে।”

“সারাক্ষন ভাল থেকো,
ভালবাসা মনে রেখো।
দিনের বেলা হাঁসি মুখে,
রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখো,
স্বপ্নের মাঝে আমায় রেখো।”

“খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।”

“লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দিবো দেখা…
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ…
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে..!!”

“একটা আকাশ হেরে গেলো,
হারিয়ে তার মন..
অন্য আকাশ হটাৎ হল
চাঁদের প্রিয়জন..
তবুও তার ভালবাসা
চাঁদের ভালো চায়,
নতুন আকাশ চাঁদকে
যেন সুখের ছোঁয়া দেয়..!!”

“চোখে আছে কাজল
কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
মুখে মিষ্টি হাঁসি,
এমন একজন মেয়েকে
সত্যি আমি ভালোবাসি।”

“সবার থেকে ছােটোশব্দটা হলাে
‘আমি’!
সবার থেকে মিষ্টিশব্দটা হলাে
‘ভালােবাসা’!
এবং আমার প্রিয় বন্ধুদের মধ্যে
যাকে আমি কখনাে ভুলতে
পারবাে না, সেইজন হলে
‘তুমি’।”

মন যদি আকাশ হত তুমি
হতে চাঁদ।
ভালোবেসে যেতাম শুধু
হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয়ে হত,
তুমি হতে খুসি।
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে
বলতাম তোমায় ভালোবাসি।

স্বপ্ন দিয়ে আঁকব আমি
সুখের আল্পনা।
হৃদয় দিয়ে খুঁজব আমি
মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি
শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও
বেশি ভালবাসে।

মিষ্টি প্রেমের সাইরি
তুমি আমার ভালবাসা,
আমি তোমার জান।
ভালবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।

“দূর আকাশের তারা তুমি,
তুমি প্রানের পাখি…
কি করে বলবো আমি,
তোমায় ছাড়া থাকি.!”

“জীবন আমার ধন্য হলো,
তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো
ভালোবাসার নৌকা বেয়ে।”

“আকাশ দিয়ে পাখি উড়ে,
নিচে পড়ে ছায়া.!
তোমার জন্য সারাদিন
লাগে আমার মায়া.!”

“মন চেয়েছে আজ
হারিয়ে যাবো তোমার সাথে,
অঙ্গীকারের আংটি পরিয়ে দিলাম
তাই তোমার হাতে।”

“স্কুল লাইফে তোমায় দেখি,
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার Name..”

“বাগানে ফোটে ফুল,
দেখতে অনেক লাল.!
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”

“তোমার জন্য রইলো
আমার স্বপ্ন ভেজা ঘুম,,,
একলা থাকা শান্ত দুপুর,
রাত্রি নিঝুম…”

“যেই দিন আমি থাকবো না,
সেই দিন তুমি বুঝবে..
ভালবেসে আমাকে,
একদিন তুমি খুঁজবে।”

“তুমি আমার সকাল দুপুর,
তুমি সারা বেলা…
কেন তুমি আমাকে কর অবহেলা.!”

“সকাল দুপুর সারাবেলা
তোমার ছবি আঁকি,
তুমি আমার ভালোবাসার
পোষা ময়না পাখি।”

“আকাশ পানে চেয়ে দেখ
জ্বলছে কতো তাঁরা,
তুমি ছাড়া এই জীবনে
আমি দিশাহারা।”

“যতদূরে যাইনা কেন,
তুমি থাকবে কাছে
তুমি ছাড়া এই জীবনে
কে থাকবে আর পাশে।”

“যতদূরে যাইনা কেন,
তুমি থাকলে কাছে
তুমি ছাড়া এই জীবনে,
কে থাকবে আর পাশে।”

“বাতাসের মধ্যেই জড়িয়ে থেকো
মিশিয়ে নেব প্রশ্বাসে,
আমি ভাবতে চাই তুমি চুপিসারে
আছো আমারই পাশে।”

ভালোবাসার ছন্দ

“তুমি রাজি থাকলে
প্রেম করবো,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব
কষ্ট পাবো…!!”

“তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেবো আলো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তোমার ই আমি
তোমার উপমা।”

“দুর নিলিমায় রয়েছি
তোমার পাশে।
খুঁজে দেখো আমায়
পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,
গাইব শুধু গান।
যে গানে খুঁজে পাবে
ভালবাসার টান।”

“পৃথিবীটা তোমারি থাক,
পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক,
পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক,
শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও

“এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন জন ।
মনের মত চাই তারে,
চাই তার মন,
হবে কি তুমি আমার
কাছের একজন।”

আমাদের কথা

নতুন সেরা প্রেমের কবিতা এবং প্রেমের ছড়া পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এই নিবন্ধটি পছন্দ করেন তবে এটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এরকম আরও সুন্দর পোস্ট পেতে নিয়মিত ভিজিট করুন।

Sharing Is Caring:

আমি জিয়ারুল কবির লিটন, একজন বহুমুখী ব্লগার, স্বাস্থ্য, খেলাধুলা, জীবনধারা এবং ইসলামিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির প্রতি অনুরাগী। আমি কঠোর অন্বেষণ, অনুসন্ধান, তত্ত্বানুসন্ধান ও অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমার আকর্ষক লেখার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ২০১৫ সাল থেকে ব্লগের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা এবং ইতিবাচকতা দিক গুলো নির্ভুল ভাবে সবার সাথে ভাগ করে চলার চেষ্ট করছি।

Leave a Comment