ফেসবুকের সাহায্যে আমরা আমাদের মনের কথা গুলো আমাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারি। আবেগ মিশ্রিত একটি সুন্দর রোমান্টিক স্ট্যাটাসে মনের কথা গুলো প্রকাশ করতে পারি। কিন্তু হঠাৎ কোন বিষয়ে লেখা সহজ কথা নয়। সাজিয়ে কোন কিছুর লিখতে হলে সময় নিয়ে চিন্তা করে লিখতে হয়। যা সবার পক্ষে সম্ভব হয় না। এজন্য আমরা আমাদের Sahajjobd.com ওয়েবসাইটে সুন্দর সুন্দর রোমান্টিক ফেশবুক স্ট্যাটাস সাজিয়ে রেখেছি যা আপনি শুধু কপি করে ফেসবুক পোস্টে পেস্ট করে পোস্ট করতে পারবেন।
তাই যারা রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কথা ভাবছেন, তারা আর চিন্তা করবেন না, আমাদের ওয়েবসাইটে দেওয়া রোমান্টিক স্ট্যাটাস গুলো গুলো থেকে আপনার পছন্দের স্ট্যাটাস কপি করুন। আর তাতে কিছু পরিবর্তন এনে হৃদয়ের মাধুরী মিশিয়ে রোমান্টিক স্ট্যাটাস লিখে ফেলুন চমকে দিন আপনার বন্ধু মহলকে। সর্বোপরি, স্নিগ্ধতা ও কোমলতায় সকলের হৃদয় উজ্জীবিত হবে এটাই আমাদের প্রত্যাশা। তাহলে চলুন স্ট্যাটাস গুলো দেখে নেই।
দুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়
মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়।
আবেগ গুলো বুকে পুষে স্বপ্ন দেখি রোজ
হইতো কোন রাজকুমারী নেবে আমার খোজ।
চাদঁ সুন্দর, তারা সুন্দর আরও সুন্দর তুমি,
তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি।
প্রেম করেছি তোর সাথে মন দিয়েছি হায়।
এখন বুঝি প্রাণ পাখি, যায় হারিয়ে যায়।
তুমি আমার প্রাণ,
তুমিই আমার জান।
তোকে কাছে পাওয়ার আর তোর কাছে যাওয়া,
আমার খুবই পছন্দের বিষয়।
আমার জীবনের প্রতিটা ক্ষণ
তোর জন্যই শুধু কাঁদে মন।
ভালোবাসা স্ট্যাটাস দিয়ে হয় না
ভালোবাসা হ্নদয়ের গহীনে থাকে।
দু-চোখে যা কিছু দেখি,
তুমি ছাড়া সব কিছু মিছে।
প্রেম হলো সুদুর আকাশের তারা গুলি
প্রেম হলো আমাবাস্যার রাতে জোসনা পাওয়া,
প্রেম হলো অন্ধবিশ্বাসে তোমার কাছে জাওয়া
প্রেম হলো অভিমানি হয়ে একটু বসে থাকা।।
তোমার মন দোয়ারে তাকাই বারে বারে
দেখি স্বপ্নরা ফিরে ফিরে আসে।
সুখ-দুঃকের নায়ে আজ পাল উড়িয়ে
মন দুলে যায় অনন্দ বিলাসে। ।
পাষান দুনিয়ার পাষান মানুষ
স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ,
তোমার প্রেমের পরশ
ঠান্ডা বরফকেও হার মানায়।
নতুন প্রেমের ভাবলাগাইলি আমার নরম অন্তরে।
তোর জন্য দিবানিশী প্রাণ ,কান্দেঁ আমার সোনা বন্ধুরে।
নতুন প্রেমের হাওয়া লাগলো যার গায়,
গাইবে গান সবসময় তাকে কে ঠেকায়।
নতুন প্রেম আর নতুন সাথী
আন্ধার ঘরে চাঁন্দের বাতি।
তুমি যাকে ভালোবাস, দিও নাকো কষ্ট,
তোমার দেওয়া কষ্ট পেয়ে হতে পারে নষ্ট।
আকাশ সুন্দর চন্দ্র তারায়,
বাগান সুন্দর ফুলে।
আমি সুন্দর তোমার প্রেমে,,,
যদি না যাও ভুলে।
ভালোবাসা হল এমন একটি শ্বাস,,
যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস
এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো
এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
আরও পড়ুনঃ
তিন লাইনের রোমান্টিক স্ট্যাটাস
চোখের আড়াল হলে বন্ধু
আমার মন ভেঙ্গো না।
তোমার মনের আড়াল হলে বন্ধু
করো প্রেমে পড়ো না।
একটু খানি দুঃখ পেলে
আমায় ভুল বুঝো না।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
আমায় তুমি জড়িয়ে নিলে,
কষ্ট আর পারবে নাকো
তোমায় অকারণে কষ্ট দিতে।।
দেখা যদি না হয় ওগো
ভেবোনা দূরে আছি,
কথা যদি না হয় ওগো
ভেবোনা ভূলে গেছি।
যদি কোন দিন না হাসি
ভেবোনা রাগ করেছি,
যদি ফোন না করি
ভেবোনা আমি হারিয়ে গেছি।
শুধু মনে রেখো আমি তোমায়
অনেক অনেক বেশি ভালোবাসি।
লাভ ইউ জানু।
স্বপ্নের রানী, রূপের রানী
কোথায় তুমি যাও?
তোমার সাথে সঙ্গী করে
আমায় নিয়ে যাও.
কি সুন্দর হাসি তোমার
যেন মায়া ভরা,
তোমায় পেলে সত্যি আমি
হব দিশেহারা।
কখনও কখনও মনে হয়
তুমি আমার সব।
তোমাকে একদিন না দেখিলে
কষ্ট হয় অনুভব ।
স্বপ্ন বুনি রাশি রাশি
তোমায় নিয়ে দিবানিশি।
আই লাভ ইউ।💔
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি ঝরে কানের দুলে
রোদ মাখানো সকাল জমে
তুমি আমায় বাসো ভালো ।।
একটু একটু প্রেম আর
একটু একটু সুখ,
তোমর এই ভালোবাসা পেয়ে
ভরে গেছে আমার বুক ।
হৃদয়টা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো।
তোমার হৃদয় মাঝে ছুট্ট করে
আমার ছবি একো।।
স্বপ্ন গুলো দিলাম তাতে
দিলাম ভালোবাসা
স্বপ্নের সাজে সাজিয়ে নিও
আমার সকল আশা।
নীল আকাশে তারার মেলা
মধ্য রাতে চাদের খেলা।
মিষ্টি সকাল শিশির ভেজা
পরে দেখো আমার প্রেমে
আছে কতোই না মজা।।
হারিয়ে যেতে মন চায় যেখানে রয়েছে
তোমার ভালোবাসার নীড়।
আর সেই নীড়ে কাটিয়ে
দিতে চাই সারাটা জীবন।
চোখেতে কথা মুখেতে হাসি
মন বলে শুধু তোমায় ভালোবাসি।
অনেক কষ্টের পরে পেয়েছি তোমায়
তাই, আর হারাতে চাইনা তোমাকে
কোন এক অবেলায় ।
স্বপ্ন দিয়ে আকিঁ
আমি সুখের সিমানা
হৃদয় দিয়ে খুজি আমি
তোমার মনের ঠিকানা।
আরও পড়ুনঃ
- স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
- জীবন নিয়ে উক্তি – জীবন নিয়ে কিছু কথা
- মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
- মাকে নিয়ে সেরা উক্তি
- বন্ধু নিয়ে স্ট্যাটাস
ছায়ার মত থাকব আমি শুধু তার পাশে
সে যদি বলে আমায় সত্যি ভালবাসে।
চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা
আমায় ছেড়ে যেন দুরে যেওনা!!
তুমি আছো আমার হৃদয়ের
একদম গহীন বনে,
তোমায় ছাড়া বেচে থাকা দায় এই ভুবনে।
আমি মেলবোনা আর
স্বপ্ন ডানা ওই নিল সীমানায়,
খুজবো না আর কোন দিনও
তোমায় কষ্ট সৃতির পাতায়-
বলবনা আর কোন দিন
ভালোবাসো আমায়
এভাবেই কষ্ট নিয়ে একদিন
ভুলে যাব তোমায়।
তুমি ভেবনা যে,
তুমি ভালোবাসবেনা বলে
আমি নিশ্য হয়ে গেছি।
মোটেই না——-
ঐ নিশ্য হব যেই দিন,
আমার হৃদয়ে তোমার জন্য
আর কোনো ভালোবাসা থাকবেনা।
আমি প্রেম কি জানিনা
আমি প্রেম কি বুঝিনা!
মন কেন তোমার জন্য শুধু জ্বলে।
কি জানি হায় কোন আগুনে
মরিবো একদিন এই ফাগুনে।।
বন্ধু মানে সুখের সাথী
বন্ধু মনে রাগ,
বন্ধু মানে সুখ-দুঃখের
সমান সমান ভাগ।
বন্ধু হলো হালকা হেসে
চোখের কোনের জল
বন্ধু হলো মনে পরলে
ছোট বেলার কাল।
ভালোবাসি তোমায় এই অন্তর জুড়েজুড়ে
তুমি ছাড়া বলতো থাকি কি করে।
অন্তরে আমার জন্মানো তোমায় পাওয়ার আশা।
তুমি যে আমার ১ম ও শেষ ভালোবাসা।
জোনাকি হলো রাতের বাতি
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হলো একটা মায়াবী পাখি
বন্ধু নাকি সুখ দুখের সাথী।
FAQs
রোমান্টিক স্ট্যাটাস হল একজন প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কের প্রকাশ, যেখানে প্রেমিক বা প্রেমিকার প্রতি ভালবাসার অনুভূতি এবং সাধারণত একটি রোমান্টিক চিন্তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এই স্ট্যাটাসগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়। অন্য লোকেদের জানাতে যে কে কার সাথে সম্পর্কযুক্ত। এছাড়াও, এই অবস্থা একটি প্রতিক্রিয়া যা আমরা প্রকাশ করতে পারি যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ভালবাসা অনুভব করি।
তুমি যাকে ভালোবাস, দিও নাকো কষ্ট,
তোমার দেওয়া কষ্ট পেয়ে হতে পারে নষ্ট।
ফেসবুকে সুন্দর ক্যাপশন একটি ছবি বা পোস্ট সহ যে লিখা থাকে সেটি হল সুন্দর ক্যাপশন। সাধারণত এই ক্যাপশনগুলি সেই ছবি বা পোস্টের বিষয় সম্পর্কে কিছু বলে দেয়। এই ক্যাপশনগুলি অনেকটা আপনার পোস্টের অংশ হিসাবে কাজ করে এবং একটি প্রতিক্রিয়া হিসাবে অন্যান্য ব্যবহারকারীদের মনে পোস্ট দেখার আগ্রহ বাড়িয়ে তুলে।