ফেইসবুক বন্ধদের দেওয়া মজার মজার স্ট্যাটাস অবাক হয়ে যান। নিজেও এমন পোস্ট দিতে চান কিন্তু কি লিখবেন খুজে পান না তাইতো? আর চিন্ত নেই আমাদের উক্তি স্ট্যাটাস বিভাগের এই পোস্ট থেকে কপি করে এখন থেকে আপনি ও মজার মজার ফেশবুক স্ট্যাটাস দিতে পারবেন আবাক করে দিতে পারবেন বন্ধুদের।
এই পোস্টে লেখা সকল স্ট্যাটাস কপি করে আপনি আপনার ফেশবুকে পোস্ট অথবা আপনি চাইলে স্ক্রিনসট দিয়ে সামান্য ইডিট করে শেয়ার করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। আমাদের পোস্টে মেয়ে ও ছেলেদের নিয়ে মজার মজার পোস্ট পেয়ে যাবেন। সম্পুর্ন পোস্টটি আস্তে আস্তে পড়ুন আমাদের সমস্ত লেখা আপনার ভালো লাগবে আশা করি।
মজার মজার ফেসবুক স্ট্যাটাস
“সারাদিন অনলাইনে থেকে
যা বুজতে পারলাম
দুনিয়াতে সবাই প্রেম করছে
আর আমি শুধু তাদের
স্ট্যাটাস দেখসি !! “
” চিক চিক করে বালি
কোথাউ নেই কাদা
ফেইসবুক ঢুকে দেখি
কালো মেয়ে গুলো হয়ে আছে সাদা 😄😄😄”
কিছু মেয়েদের কষ্টের পোস্ট দেখলে মনে চায়
I loVe YoU বলে সান্তনা দি!
সবার সাথে তাল মিলিয়ে
চলা সম্ভব নয়
কারণ আমি মানুষ
তবলা নয় ।
বর্তমানে একটা রিলেশনের চেয়ে
একটা প্লাস্টিকের বালটি বেশি দিন টিকে।
তিতা হয়ে গেছি সবার কাছে
এখন আর আগের মতো।
সবার কাছে মিঠা লাগি না!
আমারও একটা ছোট্ট সংসার আছে।
ফোন, চার্জার, হেডফোন,
প্রতিদিন তাদেরকে গুছিয়ে রাখি।
কিছু কিছু মেয়েদের
মেকাপ ছাড়াই সুন্দর লাগে।
যেমন আমাদের মা!!
একদিন স্যারে কইছিল
তোরে দিয়া কিচ্ছু হবে না।
সেই আমি আজ ফেসবুক
একাউন্টের মালিক।
ভাবছি যৌতুক হিসাবে বউয়ের
ফেসবুকের পাসওয়ার্ড চাইবো!!
পড়তে বসলে ঘুম ধরে!
ঘুমাতে গেলে মোবাইলে ডাকে;
কি একটা অবস্থা!!
শুয়ে শুয়ে কেঁদেও শান্তি নাই।
কান দিয়ে পানি ঢুকে যায়।
দিনের শুরুতে প্রিয় মানুষেরর
একটা Text বা Call সারাদিন
ভাল থাকার ক্ষমতা রাখে!
ভাবছি লেখাপড়া ছেড়েই দেবো!
কারন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ!
আমি ঘাড়ত্যাড়া না তবে,
যেটা বলবো সেটা করবো!
আমিও এক দিন প্রেম করমু।
রাতে খেয়ে বলমু বাবু তুমি
রাতে না খেলে আমিও খাবো না।
Je MeYe Der Bf Nei!
সেই মেয়েদের জন্য আমি আছি।
কারণ, মানুষ তো মানুষেরই জন্য।
চিকন মেয়ে গুলারে দেখলে অনেক কষ্ট হয়।
মন চায় রেষ্টুরেন্টে নিয়ে ভালো কিছু খেতে দি।
আম্মু যেতে দেবে না জেনেও
ফ্রেন্ডদের সাথে টুর এ যাওয়ার
প্লান করতে ভাল্লাগে।
হতাশ হইয়ো না কোথাও না
কোথাও কেউনা কেউ হয়তো।
তোমার ছবিতে ক্রাশ খেয়ে
সেভ করে রেখেছে।
দোষ বাড়ির যেই করুক না কেন
বকা সবসময়ই ছোট গুলাই খায়।
ডিয়ার হবু বউ রান্নাটা অন্তত শিখে নিও।
শুধু লিপস্টিক খেয়ে বেঁচে থাকা যায় না।
লোক লজ্জার ভয়ে বলতে পারি না
পাঙ্গাশ মাছ আমার অনেক পছন্দ।
বালিকা দেখতে কালো হও আফসোস নাই
মাগার চুল বাতাসে উড়তে হবে।
Mobile: আমার জন্য তুমি এতো বকা খাও
তবুও কেন আমায় ভুলনা?
Me: True Love করি যে তাই!
আব্বু আম্মু বকা দিলে বিরক্ত লাগে!
আর gf bf বকা দিলে কেয়ারিং?
বলি ঝাঁটা চিনস?
ছোট বেলাটাই বেষ্ট ছিল।
তবে বড় হলে একটা সুবিধা
আছে বিয়ে করা যায়।
কোল বালিশ জড়িয়ে
ঘুমাতে আর ভালো লাগে নাহ!
ভালো রাখার মালিক একমাত্র উপরওয়ালা!
যেমন আছি আলহামদুলিল্লাহ।
প্রেমে পড়া বারণ!
আম্মু জানলে জুতা দিয়ে
মারবে এটাই তার কারণ!
মনটা খালি ফুসকা
ফুসকা করে রে!
I hate late Reply
কিন্তু আমি দিলে অন্য হিসাব।
মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস
টিচারের উপর ক্রাশ না খেলে
তুমি স্টুডেন্ট হওয়ার যোগ্য না।
শুনবে অল্প বানাবে বেশি।
এরি নাম বন্ধু-বান্ধব প্রতিবেশি।
হাজারো গান গেয়ে
রিকশা চালক অপেক্ষা করে আছে।
SSC ফেইল করা মেয়েকে বিয়ে করবে বলে।
বিয়ে করলে Gf কেই করবো।
এটা নিজের হোক বা অন্যের।
ভাগ্যিস কপাল ভালো স্বপ্ন সত্যি হয় নাহ।
নয়তো কত সন্তানের বাবা হয়ে যেতাম।
আম্মু: বাবা এত ফুটবল
খেলিছ না জ্বর আসবো।
ME: আম্মু ডাক্তার আছে কিল্লিগা।
আমার এলাকায় আমিই ফিটফাট
আর বাকিসব সদরঘাট!
সুখে থাকলে ভূতে কিল্লায়।
আর বেশি ঘুমাইলে আম্মু কিল্লায়।
ওগো শুনছো! বিয়ের পর
বউকে এভাবে ডাক দিবো।
পুরুষ মানেই ধর্ষণকারী নয়
একজন পুরুষের বুকেই একজন
নারীর সবচেয়ে নিরাপদ স্থান।
যদি সেই পুরুষটি চরিত্রবান হয়।
চিকন একটা মেয়ে Phone Number চাইছিলো
কলিকাতা হারবালের Number দিয়ে দিছি।
যা এবার মোটা হগা।
বুকের বাম পাশ্বে একটা।
ফ্লাট খালি আছে একটা বিশ্বস্ত
ভাড়াটি চাই আছ নি কেউ?
থাক কষ্ট করে লাইক
কমেন্ট করা লাগবে না।
ভাইয়ারা বাচ্চা কোনটা বেশি
জ্বালাচ্ছে নিজের টা নাকি শাশুড়ীরটা?
মজা করে ২ লাইন বলে
যান আমার তো একটাও নাই!
তারপর বলো স্কুলের বেঞ্চের
নিজের নামের সাথে প্লাস +
দিয়ে কার নাম লিখতা
আমার টা A + S
নিষ্পাপ বান্দা গুলো কারা
যাদের মোবাইলে Tiktok
আর pubg নেই আমার
তো একটাও নাই মামা
I love you! অবাক হওয়ার কিছু নেই!
তোমাকেই বলছি,
Reply দাও তারাতাড়ি।
কি দিবা না দাও না?
মিয়া খলিফার নাম প্রথম যেদিন
শুনেছিলাম ভেবেছিলাম হয়তো বড় কোনো মাওলানা হবে।
পরে দেখি বারোভাতারি।
I Wish কেউ আমাকে সারাজীবন
পাগলের মত ভালোবাসুক
আছে নাকি এমন কেউ।
গভীর টেনশন!
আচ্ছা বিয়ের ফুল
কোন গাছে ফোটে?
জানার খুব ইচ্ছা!!
ছেলেদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস
ছোটবেলায় ভাবতাম বিয়ের পর বাচ্চা
কিনে আনতে হয় এখন বুঝি
অন্য কিছু তোমরা ও কি এমন ভাবছো।
চ্যাটিং করার মত স্পেশাল কেউ নেই
হুদাই ঘোরাঘুরি করি FB তে
হ্যাঁ এটাই আমি। জীবনটা বেদনা!!
বিয়ের পর আমি আমার বউকে
ফ্রিজে রেখে দিবো।
যাতে নষ্ট হতে না পারে বেশি
দিন যেনো টাটকা থাকে।
Dear চুল জীবনে কেউ থাকতাছে না
at least তুই তো থাক প্লিজ।
থাকলি না টাক হয়া গেলাম।
লাভ দিও হাহা দিও লাইক দিও না।
আস্তে আস্তে ব্লক দিবো টেরও পাইবা নাহ!!
হুম মনে থাকে জেনো।
বিয়ের আগে নিজের জামাকাপড় ধুয়ে অভ্যাস করো।
বিয়ের পর বউয়ের গুলো সহ ধুতে হবে।
জীবনটা বেদনা!
আচ্ছা!! আমার কাছে যদি
চাওয়ার কিছু সুযোগ পাও?
তাহলে কি চাইবে?
সত্য করে বলো।
আমার সারাদিন বকবক করতে ইচ্ছা করে।
কিন্তু, শোনার মত কেউ নাই
আছে নাকি এমন কেউ।
আরও পড়ুনঃ
আমার ফোন মনে হয় নষ্ট হয়ে গেছে
Airplane Mode করছি তাও উড়ে না।
কি করবো বলে তো।
আম্মুকে পাঠালাম তার বাপের বাড়ী!
আব্বুকে পাঠালাম ওনার শশুর বাড়ী!
আমি গেলাম আমার নানার বাড়ী!
ওমা গিয়ে দেখি সবাই এক বাড়িতে!
বাবা তোমার দরবারে পাগলের খেলা।
শয়তান যখন একটু বিশ্রাম নিতে চায়
তখন দুজন মানুষের মধ্যে
প্রেমের ব্যবস্থা করে দেয়।
হা এটাই মজার বিষয়।
আগের প্রেম সাক্ষী থাকতো আকাশ বাতাস
এখন সাক্ষী থাকে স্ক্রিনশট।
ডিজিটাল দেশ বলে কথা।
তুমি চাইলে গোসলের পর
তোমার চুলের পানি দিয়ে চা বানাবো
মনে যা চায় তাই করবো।
এতদিনে বুঝলাম BF মানে Biscuits Factory!
GF মানে Garments Factory!
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
জীবনে যত ড্রেস ই পড়িনা কেনো
সব থেকে সুন্দর ড্রেসটা ছিলো স্কুল ড্রেস।
সত্য কথা দিন গুলো অনেক মিস করি।
আম্মু চা বানাচ্ছি উঠ!
আমি কি কাপের ভিতর শুয়ে আছি নাকি!!
আম্মুঃ কিচ্ছু বলার নাই।
কষ্ট কাকে বলে জানেন?
যখন ফোনটাকে রাতে চার্জে দিয়ে সকালে
উঠে দেখি সুইচ দিতেই ভুলে গেছি!
জীবনটা বেদনা !!!
সিগারেট না খাওয়া ছেলেগুলো।
একটু বেশিই Cute হয়!
যেমন আমাকে দেখো।
আমি সিঙ্গেল সেটা বড়ো কথা না!
আমাকে কেউ পটাতে পারে না!
সেটা বড়ো কথা হুম মামা বুঝতে হবে।
অধিকাংশ মেয়েই আম্মুর চিল্লানি শুনলে
সবার আগে তার ফোন লুকায়।
কি সত্য বললাম তো?
সিগারেট খাই না!
মেয়েদের পিছে ঘুরি না গ্যাঞ্জাম করি না!
হ্যাঁ আমি এগুলো সবই করি
কি মামা মজা পাই লা নাকি?
১৯৭১ আমি গর্বিত আমি।
বাঙালি ২০২২ আমি লজ্জিত আমি বাঙালি।
জীবনটা বেদনা
রাগ উঠলেই বিনা কারণে
আমার ইজ্জতের ভর্তা ভাজি
ভুনা করে ফেলা আমার আম্মু!
কখন সবচেয়ে বেশি ভালো লাগে জানেন?
যখন দেখি আব্বু আম্মু একসাথে হাসছে।
অনেক ভালো লাগে।
খুব খুশি লাগে যখন শুনি
কারো Relationship এ আগুন লাগছে।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
সবাই শুধু জিজ্ঞেস করে প্রেম করো?
কিন্তু কেউ জিজ্ঞেস করে না প্রেম করবা?
আছো নাকি এমন কেউ।
শুধু গ্যালারিতে রাখি না
আমি তোমায় আমার মোনাজাতে ও রাখি।
হুম মনে থাকে যেন।
৪৫টা গুলি খাওয়ার পরও
প্রেমিকার ডাকে জীবিত হওয়ার নামই বাংলা ছায়াছবি।
হুম জিবটা বেদনা!
পাগলা কুত্তার থেকেও বেশি চিলায়
pubg free fire খেলোয়াড় গুলো।
কি মামা কথাটা ঠিক বললাম তো?
ছ্যাঁকা খাওয়া গান শুনে
২ ঘন্টা কাঁদার পর মনে পড়লো!
আমি তো Single
জিবন টা প্রচুর বেদনা।
বীরপুরুষ তো সেই যে কিনা নিজের
GF এর বিয়া খাইতে গিয়া বলে
ভাই আরেক টুকরা মাংস দেন।
কমার্সের ছাত্ররা যেমন
কোটি টাকার হিসাব করে
তেমনি তাদের মনটাও
কোটি টাকার চেয়ে বড়।
শত শত বাবুসোনা তামা লোহা দস্তার
ভিড়ে আমি এক অসহায় প্লাস্টিক।
ভালোভাবে কথা বলতে বলতে হঠাৎ করেই
রেগে যাওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মানো আমি।
মেয়েদের মধ্যে সত্যিকারী বন্ধুত্ব হচ্ছে
তুই ছেলে হলে আমি তোকেই বিয়ে করতাম।
মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুললে,
নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।
আমার চিন্তা বন্ধ করুন,
মানশিক ভাবে সুস্থ থাকুন।
আমি কোন দিন হারি না,
জিতি নয়তো শিখি।
বড় আর হইলাম কই।
নানির মাইয়া এখনো
মানুষের সামনে কেলায়!
হ্যাঁ টানা 24 বছর ধরে বউয়ের
মুখ দেখি না শুধু বিয়ে করিনি বলে।
Dear Crush তুমি ডেকে
ছিলে এক বৃষ্টির দিনে।
আমি ঠাডার ভয়ে যাইনি দেখা করতে।
Dear আব্বু আম্মু তোমাদের কি
নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা হয় না?
আরও মজার কিছু ফেসবুক স্ট্যাটাস
অনেক টেনশনে আছি কারো কাছে
একটা আবুল বিড়ি হবে কি?
মন is not সরকারী…
it is very দরকারী…
যাকে তাকে do not দান…
হারিও না your মানসম্মান…
মনটা দিবে just তাকে
love করবে যে only তোমাকে।
জীবনে প্রথম প্রেমটা Real হয়
আর পরের গুলা বারো
ভাতারির সাথেই হয়।
হ্যা হ্যা বিছানায় হিসু করা
মেয়ে গুলো মারান্তক কিউট হয়।
মুখে রুচি নাই বলে আজও
কারো উপর Crush খাইতে না পারা আমি।
হ্যাঁ আমি খুবই অভদ্র।
কিন্তু আপনি ভদ্র হয়ে
জীবনে কি বালডা ছিড়ছেন।
গরম গরম জিলাপি খাওয়ার স্বাদ
যেমন প্রেমিকার কাছ থেকে
বকা খাওয়ার স্বাদটাও তেমন।
শুকুনের চোখ আর প্রেমিকার চোখ
সমতুল্য দুটিই সাঙ্ঘাতিক তীক্ষ্ণ।
ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা
এই পর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি।
যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে
থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি।
মন মাঝে মধ্যে কিছু অদ্ভুত কান্ড ঘটায়।
তার মধ্যে একটি হলো বলানেই কওয়া
নেই হুট করেই প্রেমে পড়ে যায়।
আরও পড়ুনঃ
ফানি ফেসবুক স্ট্যাটাস
ছোট বেলায় গাল টেনে টেনে চুমু দেওয়ার
সেই আপু গুলা কই
আমি কারো ঋণ রাখতে চাই না।
অবহেলা করিস নাহ!
যেদিন তোর ছোট বোন নিয়া
ভাইগা জামু সেদিন বুঝবি।
I wish আমার হবু বউটা জেনো
Brazil Support হয়
তাহলে প্রতিদিন Argentina vs Brazil
ভাল জমবে!
ডিসিশন ফাইনাল বিয়ে করলে
কালো মেয়েকেই করমু!
যাতে সবাই বলতে পারে ওই দেখ
মেয়েটার কত সুন্দর একটা জামাই পাইছে!
আমি চাইলে অনেক গুলো প্রেম করতে
পারতাম কিন্তু চেহারাডা খারাপ।
চোখ বলে ঘুমাও আর মন বলে
#মোবাইল গুতাও।
প্রেম করমু কেমনে
যার সাথে কথা বলি
তার সাথেই ঝগড়া লেগে যায়।
আমার কোল বালিশ এর নাম রাখছি সুমাইয়া
এখন আমি ওরে নিয়া থাকবো ঘুমাইয়া।
Someone: তুমি এত ফেসবুকে থাকো কেন?
Me: ফেসবুক আমারে তাবিজ করছে।
লুইচ্চা! প্রচুর লুইচ্ছা!!
মারাত্বক লুইচ্ছা!!!
আপনার চ্যাট লিস্টের
প্রথম ব্যক্তি!!!!
মাঝে মাঝে ভাবি তোমার
মনটা চুরি করমু।
কিন্তু, ভয় লাগে তুমি যদি
থানায় কেস করে দাও।
মাঝে মাঝে মনে চায় বাংলা
ছবির মত গাছের সাথে ধাক্কা খেয়ে
গালফেন্ড কে ভুলে যাই।
এই তুমি কি রাজি ?
করবো বিয়ে ডাকো কাজী !
জীবনেও কোনদিন বিড়ি খাই নাই
তবে সিগারেট খাইছিলাম!
পরিবারের সবার কাছে আমি অসুন্দর
আর ফেসবুকে সবার কাছে আমি Beautiful!
আমি মোটেই চুপচাপ না।
If you think ami onek chupchap.
It means tmk ami patta dei na.
মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়
যখন কেউ তাকে বলে।
তুমি তো তোমার বাবার মতোই হয়েছো
ওরে বাপটার!
ওরে টিচার!
ওরে আবুইল্লা
বানান ঠিক কইরা পড়।
মেয়েদের ফুচকা খাওয়া দেখলে মনে হয়
১৫ দিন উপস থাকা
একটি হাতি কলাগাছ খাচ্ছে।
Someone: তুমি কখন গোসল কর।
Me: ঐটা ডিপেন্ড করে
আমার আম্মুর চিল্লানোর উপর।
আপনি কি জানেন?
আপনার চ্যাট লিস্টের প্রথম
মানুষটি একজন আদর্শ লুইচ্চা!
আব্বু-আম্মু যত সুন্দর নাম ই
রাখুক না কেনো বন্ধু বান্ধবীরা
তবুও একটা অদ্ভুত
বিদঘুটে নামেই ডাকবে।
যারা hsc তে মাগনা পাশ করছ
তাদের লাগি দারোয়ানের
ও চাকরি জুটবেনা না।
আরও পড়ুনঃ
আমার কোল বালিশ এর নাম রাখছি সুমাইয়া
এখন আমি ওরে নিয়া থাকবো ঘুমাইয়া।
মুখে রুচি নাই বলে আজও
কারো উপর Crush খাইতে না পারা আমি।
এমন আরও পোস্ট পেতে মজার ফেসবুক স্ট্যাটাস ভিজিট করুন।
মাঝে মাঝে মনে চায় বাংলা
ছবির মত গাছের সাথে ধাক্কা খেয়ে
গালফেন্ড কে ভুলে যাই।
হ্যা হ্যা বিছানায় হিসু করা
মেয়ে গুলো মারান্তক কিউট হয়।
এমন আরও পোস্ট পেতে মজার ফেসবুক স্ট্যাটাস ভিজিট করুন।
মজার ফেসবুক স্ট্যাটাস এই পোস্টে লেখা সকল স্ট্যাটাস কপি করে আপনি আপনার ফেশবুকে পোস্ট অথবা আপনি চাইলে স্ক্রিনসট দিয়ে সামান্য ইডিট করে শেয়ার করতে পারবেন
বীরপুরুষ তো সেই যে কিনা নিজের
GF এর বিয়া খাইতে গিয়া বলে
ভাই আরেক টুকরা মাংস দেন।
এমন আরও পোস্ট পেতে মজার ফেসবুক স্ট্যাটাস ভিজিট করুন।
আমাদের কথা
এই পোস্টে আমরা বিভিন্ন ফানি মজাদার ফেশবুকে শেয়ার করা মত স্ট্যাটাস শেয়ার করেছি আমা করি সবা ভালো লেগেছে এমন আরও পোস্ট পেতে আমাদের উক্তি স্ট্যাটাস বিভাগটি ভিজিট করুন।
1 thought on “মজার ফেসবুক স্ট্যাটাস”