পূর্বে আমাদের দেশে শুধু শিশুদের জন্মদিন পালন করা হতো। কিন্তু আজকাল শিশু থেকে বৃদ্ধ সবাই তাদের জন্মদিন পালন করছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় জন্মদিন উদযাপন কতটা বাড়ছে। যার জন্মদিন জীবনে পালিত হয় না এখন তাদের জন্মদিনও পালন করা হচ্ছে। যাই হোক আজকে আমরা উক্তি স্ট্যাটাস বিভাগের আরেকটি নতুন পোস্টে শেয়ার করতে যাচ্ছি আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিবেন।
![বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস](https://i0.wp.com/sahajjobd.com/wp-content/uploads/2023/03/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B8.jpg?resize=800%2C500&ssl=1)
প্রিয় বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
যার মতো ভালো বন্ধু ও ভালো মানুষ
আমি জীবনে কমই পেয়েছি।
শুভ জন্মদিন !
ভুল যেমনি মানুষকে শেখায়।
তেমনি ভলোবাসা মানুষকে কাঁদায়।
জীবনে প্রথম একজন আমাকে খুব ভালবেসে ফেলেছে!!!
সে নাকি আমাকে ছেড়ে যাবে না!!!
আমি ছাড়া সে নাকি মূল্যহীন!!!
আমাকে ছাড়া সে অর্থহীন!!!
আর সে হল “কষ্ট”।
আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজ ও আছি
তোমার জন্মদিনের সাথী !
হ্যাপি বার্থডে !
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে,
আগামীর স্বপ্ন গুলো সত্যি
করার পথে এগিয়ে চলো!!
শুভ জন্মদিন..
A ফর আমি
B ফর বলতে
C ফর চাই
D ফর দারুণ
E ফর একটা
F ফর ফাটাফাটি
G ফর গোপন কথা : : :
H ফর হ্যাপি বার্থডে !
ছেলে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
তুই আমার জীবনের অন্ধকার পথের আলোর দিশা।
তুই ছাড়া আমার জীবন সত্যিই অসম্পূর্ণ।
ভালোবাসি অনেক তোকে।
আজকের দিন তর জীবনে শতবার ফিরে আসুক।
শুভ জন্মদিন দোস্ত।
আজকের দিনট আমার
জীবনের অনেক গুরুত্বপূর্ণ কারণ,
এই দিনে আমার সবচেয়ে প্রিয় মানুষ
প্রিয় বন্ধু এই জগতে এসেছে।
ভালো থাকিস সবসময়। শুভ জন্মদিন।
আরও পড়ুনঃ
- স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
- জীবন নিয়ে উক্তি – জীবন নিয়ে কিছু কথা
- মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
- মাকে নিয়ে সেরা উক্তি
তুই আমার সেই বন্ধু যে মুখ
দেখেই বলতে পারিস মনের খবর।
আসলেই তোকে ছাড়া আমার জীবন অচল।
সারাজীবন এভাবেই পাশে থাকিস।
শুভ জন্মদিন।
আজকের এই সুন্দর দিনে তোরএই পৃথিবীরতে আগমন।
দোআ করি এই দিন যেনো তর জীবনে বার বার ফিরে আসে।
শুভ জন্মদিন ইয়ার।
আজকের এই শুভ দিনে এই কামনা করি
তুই সর্বদা সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী হহ।
শুভ জন্মদিন ইয়ার।
একটি আনন্দময় সুন্দর
এবংউপভোগময় জন্মদিনপালন কর।
শুভ জন্মদিন বন্ধু।
একজন প্রতিভাবান
এবংমজাদার ব্যক্তির জন্মদিন আজ
যাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।
শুভ জন্মদিন বন্ধু।
তুই যেখানে থাক যেভাবেই থাক।
আমার বন্ধু হয়ে সারা জীবন থাকবি।
তর জন্ম দিনের আনন্দ আমি ভাগ করে নিতে চাই।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
যখন আমরা ছোট ছিলাম
তুই সর্বদা আমার জন্য ছিলি।
এখনো আমরা প্রতি মুহুর্ত
একজন অন্য জনের জন্য।
সারা জীবন এভাবেই আমরা থাকবো।
শুভ জন্মদিন বন্ধু।
রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই থাকে একটা সুদিনের আশায়,
আমি থাকি তোমার জন্মদিনের আশায়।
ট্রিট দাও, শুভেচ্ছা নাও!
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস funny
তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম ।
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে।
শুভ জন্মদিন!
আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে
নিজেকে ভাগ্যবান মনে করছি !
শুভ জন্মদিন
আনন্দ উচ্ছাসে কাটে যেন তোমার প্রতিটি দিন,
আবারও শভেচ্ছা জানাই তোমায়,
শুভ জন্মদিন!
আজ তোমার একুশতম জন্মদিন।
প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে যেও না আজ,
বহু বছরের প্রাপ্তি অর্থহীন মনে হতে পারে
প্রিয় মানুষের হারিয়ে যাওয়ায়,
বহু বছরের অপ্রাপ্তি ভুলিয়ে দিতে পারে
প্রিয়মুখের এক চিলতে হাসি।
শুভ জন্মদিন
রাতের ঐ আকাশ দিয়ে।
আকাশের এক তারা দিয়,
চাদের ঐ জোৎস্না দিয়ে
তোমাকে জানাই
শুভ জন্মদিন
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি
তোমায় আমি ঘিরে।
হ্যাপি বার্থডে!
এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল,
নেশার দ্রব্য কিছুই নেই ..
আছে শুধু অনেকটা মিষ্টি ,
এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..
জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
ঈশ্বর করুন প্রতিটি বছর
তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন
আনন্দের উপহার নিয়ে আসুক,
পরীক্ষা জাতি আসুক তোমার জীবনে,
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক…
শুভ জন্মদিন….
আসুক ফিরে এমন দিন
হোক না তোমার সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।
শত শতবার ফিরে আসুক
এই দিনটি তোমার জীবনে এই দোআ করি।
জন্মদিন তোমার সুন্দর সুস্থ ও ভাল কাটুক।
অনেক অনেক শুভেচ্ছাও শুভকামনা রইল বন্ধু।
এভাবেই চিরকাল আনন্দ ও শুভক্ষণে ভরপুর থাকুক তোমার জীবন।
শুভ জন্মদিন বন্ধু।
তোমার মত একজন গুনী মানুষের জন্ম হয়েছে আজকের দিনে।
অনেক অনেক দোয়া তুই বচে থাক শত কোটি বছর।
তোমার মত একজন গুনী মানুষের অনেক দরকার এই পৃথিবীতে।
জন্মদিন অনেক আনন্দ ও উৎসবময় হোক তোমার।
শুভ জন্মদিন বন্ধু।
শত কোটি বার এই জন্মদিন ফিরে আসুক তোমার জীবনে।
প্রতি বছর সবাইকে নিয়ে উৎযাপন এই শুভ দিনটি।
জন্মদিন অনেক সুন্দর হোক।
আজ তোমাকে জনাই শত গোলাপের শুভেচ্ছা।
অনেক আনন্দ ও খুশি সঙ্গে নিয়ে
বারে বারে ফিরে আসুক তোমার শুভ জন্মদিন।
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বাংলা
এই দিনটির জন্য আমি অপেক্ষা করি
শুধু সবার আগে আমি
তোকে উইশ করবো বলে।
জীবনে অনেক সুখী হ।
শুভ জন্মদিন বন্ধু।
স্কুল লাইফ থেকে তুই আর
আমি একসাথে আছি।
আজ এক মুহুর্ত তুই ছাড়া
জীবন কল্পনা করতে পারি না
আর কোনোদিন পারবো ও না।
বন্ধুত্ব বেচে থাক সারাজীবন।
শুভ জন্মদিন দোস্ত।
এই দিনে তোকে উপহার দিলাম
অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
ভালো থাকিস সবসময়।
শুভ জন্মদিন দোস্ত।
একটি একটি করে দিন কাটছে,
শেষ হচ্ছে জীবনের পথ চলা।
তবুও আজও আছো তুমি সেই আগের
মতোই আমার বন্ধু হয়ে।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
আমাদের বয়স যতই বেড়ে চলছে
ততোই যেনো আমাদের বন্ধুত্বের
বন্ধন আরো দৃঢ় হচ্ছে।
অনেক অনেক সুন্দর
হোক তোর জন্মদিন দোস্ত।
আজ তোমার জীবনে আরেকটি
নতুন বছর শুরু হলো।
আশা করি এটি তোমার জীবনে নতুন
অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে আসবে।
শুভ জন্মদিন বন্ধু।
আজকের দিনে একটাই কামনা
তোর জীবনের সকল সুখ,
সমৃদ্ধি এবং সাফল্য গুলো দ্বিগুণ হোক।
খুব ভালো থাকিস।
শুভ জন্মদিন দোস্ত।
আজকের দিন তোর কাছে অনেক অনেক
আকর্ষণীয় ও অবিস্মরণীয় হয়ে উঠুক।
হ্যাপি বার্থডে প্রিয় বন্ধু
তোমাকে একটি উষ্ণ
জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন দোস্ত
তুমি যেমন সৌন্দর্যময় দিন কল্পনা করো।
তেমনি একটি সুন্দর
জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
ভেরি হ্যাপি বার্তডে।
শত কষ্টের মাঝে মন ভালো হওয়ার
একটি মাধ্যম হলি তুই।
শুভ জন্মদিন বন্ধু।
তুই আমার এমনি আপন তোকে ছাড়া
আজ জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারিনা।
আমার ভালো মন্দে সবসময় পাশে ছিলি
সারাজীবন থাকিস।
শুভ জন্মদিন বন্ধু।
আজ মনে হয় যার
জীবনে ভালো বন্ধু নাই
তার জীবন কতটা কষ্টের।
সত্যিই আমি লাকি তর মতো বন্ধু পেয়ে।
হাজার বছর বেচে থাক।
শুভ জন্মদিন।
আজকের মতো সারাজীবন পাশে থাকিস।
তোকে ছাড়া জীবন আমার অপূর্ণ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ডিয়ার।
শুভ জন্মদিন।
আজকের দিনে তোমাকে বিশেষ শুভেচ্ছা।
আশা করি আগামী বছর যেনো তোমার জন্য
দুর্দান্ত একটি বছর হয়।
শুভ জন্মদিন।
তোমার জন্মদিন অনেক অনেক প্রেমময় হোক।
সবাই ভালোবাসা দিয়ে পূর্ণ করুক তোমাকে।
শুভ জন্মদিন।
তোমার জন্মদিন রোধ ও
রংধনুর মতো উজ্জ্বল হোক।
তোমার এই বিশেষ দিনে আমার বিশেষ
শুভেচ্ছা নিও বন্ধু।
তর মনে আছে আমাদের প্রথম দেখার কথা?
সেদিন ভাবিনি তুই আমার
জীবনের সবটুকু দখল করে নিবি।
তোকে জীবন এখন কল্পনা করতে পারি না।
শুভ জন্মদিন বন্ধু আমার।
তুই জানিস আজ তুই সবার থেকে
উজ্জ্বল সবার থেকে সেরা।
কারণ আজ তোর জন্মদিন।
আজকের দিন অন্য সব দিন থেকে
দুর্দান্ত ও উপভোগ্য হোক তর জীবন।
জীবনের প্রতিটি কাজে সফল হো।
অনেক অনেক শুভ কামনা প্রিয় বন্ধু।
পৃথিবীর সবার কাছেও যদি
কখনো অপ্রয়োজনীয় হয়ে যাই।
জানি তর কাছে সবসময়ই আমি সেরা।
তেমনি বন্ধু তুই আমার জীবনের
সবচেয়ে মুল্যবান কিছু।
কখনো হারিয়ে যাস না। শুভ জন্মদিন বন্ধু।
আমার বন্ধুত্বের সবটুকু ভালোবাসা
দিয়ে আজ তকে উইশ করতে চাই।
আমার মনের সব রং দিয়ে
আজ তোকে রাঙিয়ে দিলাম।
তোর জন্মদিন অনেক অনেক সুখময় হোক।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
মন খারাপের প্রথম সঙ্গী তুই।
সকল কষ্টে প্রথম সুখের জায়গা তুই।
শুভ জন্মদিন দোস্ত।
মানুষের জীবন পরিপূর্ণ হয় তখনই
যখন তর মতো বন্ধু পাশে থাকে।
ধন্যবাদ দোস্ত আমার জীবন পূর্ণ করার জন্য।
আজকের দিন অনেক ভালো কাটুক তর।
শুভ জন্মদিন।
আজ জীবনের কোনো সিদ্ধান্ত
নিতে পারিনা তোকে ছাড়া।
কি আশ্চর্য না? প্লিজ আমাকে ভুলে যাস না।
আজকের শুভদিনে এই চাওয়াটাই তোর কাছে আমার।
শুভ জন্মদিন বন্ধু।
তোকে আমার বন্ধু করে পেয়ে জীবনের
অনেক কিছু পাওয়া হয়ে গেছে।
আজকের মতো আরো অনেক অনেক
জন্মদিন তোর সাথেই থাকতে চাই।
দীর্ঘজীবী হ বন্ধু।
শুভ জন্মদিন।
তুমি আমার জীবনে যেমন বিশেষ একজন তেমনি
তোমার জন্মদিন তোমার কাছে খুবই স্পেশাল হোক।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
আজকে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন।
আজকের দিনে তোমাকে পৃথিবীর সমস্ত ভালোবাসা
ও সুখের শুভেচ্ছা জানাতে
চাই যা শুধুমাত্র তোমারই প্রাপ্য।
হ্যাপি বার্থডে দোস্ত।
আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার
জীবনের একটি অংশ হয়ে আছো তাই।
তোমার ভালো মন্দ সবকিছুতেই
পাশে থাকবো এই কথা দিলাম আজ।
শুভ জন্মদিন বন্ধু।
আজকের এই অসাধারণ দিনে একটি বড় কেক,
অনেক আলিঙ্গন, অনেক ভালোবাসা,অনেক প্রেম
এবং অনেক সুখ তোমার প্রাপ্য।
ভালো থেকো সবসময় বন্ধু।
শুভ জন্মদিন।
বন্ধু আমাদের জীবনে অনেক বড় আপনজন।
অন্য আপনজনদের সাথে বন্ধুদের পার্থক্য হলো
বন্ধুদের সাথে মন খোলে মজা করা যায়
অর্থাৎ বন্ধুদের সাথে যেমন ভালোবাসার বন্ধন
তেমনি মজার বা ফানের সম্পর্ক।যা আমাদের
এই বর্তমান যান্ত্রিক জীবনকে
কিছুটা হলেও নির্মল করে।
বিধাতা আজ তোকে পাঠিয়েছেন কি
শুধু আমাকে জ্বালানোর জন্য?
অনেক বড় হইছিস একটুু মানুষ হহ।
সারাজীবন এভাবেই পাশে থাকিস।
শুভ জন্মদিন।
আমি জানি আমার মতো বন্ধু পেয়ে
তুই নিজেকে অনেক ভাগ্যবান মনে করিস।
আমি ও তোকে পেয়ে একটু একটু
ভাগ্যবান মনে করি তবে বেশি না।
তবে চিন্তা করিস না
তোকে ছেড়ে যাবো না।
শুভ জন্মদিন দোস্ত।
জানিস আজকে তর জন্য গিফট
কিনতে গিয়ে ভালো কোনো গিফট পেলাম না।
তবে চিন্তা করিস না তকে
দোআ করে দিলাম যাতে
ভালো একটা মোটাসোটা বর পাস।
শুভ জন্মদিন দোস্তি।
আজ তর জন্মদিনের পার্টি আমি এরেঞ্জ করেছি
তর প্রিয় রেস্টুরেন্টে।
আমি জানি আজ বিল
আমাকে দিতে দিবি না।
কি আর করা আমি আবার তর
কথা ফেলতে পারি না।তাড়াতাড়ি আয়।
আরে উইশই তো করিনি
শুভ জন্মদিন দোস্তি।
আহা কি মজা আকাশে
বাতাশে আজ তর জন্মদিন।
গত এক বছর ধরে এই
দিনের অপেক্ষা আছি আমি।
তাড়াতাড়ি চলে আয় ভালোমন্দ
কিছু পেটে দেই টাকা কিন্তু তর।
শুভ জন্মদিন বন্ধু।
সরি বন্ধু আজ তর জন্মদিনের
কোনো গিফট পেলাম না।
আসলে এখানকার দোকানগুলিতে
তর যোগ্য কোনো গিফটই নেই।
আগামীবার অবশ্যই দেবো।
শুভ জন্মদিন দোস্ত।
আজকের দিনে ধরণীতে এসে
তুই সবাইকে ধন্য করেছিস।
এখন বড় একটা পার্টি
দিয়ে তার প্রমাণ দেয়।
শুভ জন্মদিন দোস্ত
আজকের দিন আমার কাছে খুবই স্পেশাল
কারণ আজকের দিনে আমার
প্রিয় বন্ধু পৃথিবীতে এসেছে।
শুভ জন্মদিন বন্ধু।
এই দিনে ভালো কানাপিনা না
হলে তর মর্যাদাই থাকবে না।
আমি মেনু রেডি করে রেখেছি।
সবই আমি করবো শুধু বিলটা তুই দিবি,কেমন?
ফানি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
আজ তর জন্মদিন বলে কত কষ্ট
করে রাত বারোটা পর্যন্ত জেগে আছি
তোকে উইশ করবো বলে।
বিনিময়ে কিছুই লাগবে শুধু বড় করে
একটা খাওয়া দাওয়ার পার্টি দে।
শুভ জন্মদিন বন্ধু।
শুভ জন্মদিন বন্ধু।
আজ এই বিশেষ দিন উপলক্ষে
তোমার পকেট ফাকা করবো আমরা।
পালিয়ে লাভ নেই।
গর্তে ঢুকলেও খুজে বের করবো।
আজকের এই দিনের অপেক্ষা
আমি প্রতি বছর করি।
শুধু তোর থেকে শোধ নেওয়ার জন্য।
আজ তোমার পালা মেনু রেডি আছে।
শুভ জন্মদিন বন্ধু।
আজ এই শুভ দিনে চাই তুমি
হাজার বছর বেচে থাকো।
আর লাল মরিচের মতো একটা বউ পাও।
শুভ জন্মদিন বন্ধু।
ফেসবুকের নোটিফিকেশন দেখে
মনে হলো আজতো তোর জন্মদিন।
তাই ভাবলাম উইশটা করে নেই।
শুভ জন্ম ডে বন্ধু।
দুখের দিনের বন্ধু তুই আলাদা সবার থেকে
তাই তো জীবনের সব খানেই শুধু তরই ছবি রাখি এঁকে
জীবনের প্রতিটি দিন থাকিস ভালো
কেটে যাক জীবনের সব কালো
শুভ জন্মদিন দোস্ত….
আজকের এই শুভ দিনে তোর
আগমনেধরণী সেজে আছে অপরুপ সাজে
বিধাতা কে অনেক ধন্যবাদ জানাই
তর মতো বন্ধু পেয়েছি তাই
ভালো থাকিস বিধাতার কাছে এটাই চাই জন্মদিনের
অনেক অনেক শুভেচ্ছা জানাই….
আজ এই মিষ্টি বাতাসে
প্রকৃতিতে আনন্দের মেলা বসেছে
তোর আগমনে সবকিছু আজ নতুন সাজে সেজেছে
জন্মদিন অনেক অনেক শুভ হোকআগামীর পথ চলা
আরো রঙিন হয়ে উঠুকভালোবাসা অবিরাম
শুভ জন্মদিন…..
তোকে কতটা ভালোবাসি তা
প্রকাশ করা অনেক কঠিন
ভালোবাসার ঋনের আজ বাধা আছে ঋন
আজ এই শুভ দিনে তাই মনে গভীর
থেকে জানাই অনেক অনেক শুভকামনা।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
সুখে কাটুক বন্ধু তোমার আজকের দিন
জানাচ্ছি আজ বন্ধু তোমায় শুভ জন্মদিন
শুভ জন্মদিন বন্ধু, আশা করি দিনটি
তোমার জীবনে বয়ে নিয়ে আসবে সুখের বন্যা।
শুভ জন্মদিন। সকল দুশ্চিন্তা মুছে ফেলে
সামনে এগিয়ে যাও মুক্ত বাতাসের খোঁজে।
স্বার্থক হোক তোমার নতুন দিন গুলি।
নতুন করে সফলতার সাথে
পুনঃরচিত হোক তোমার জীবন।
শুভ জন্মদিন।
সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে
এগিয়ে যাও শান্তির পথে।
আরও পড়ুনঃ
শুভ জন্মদিন। শান্তিপূর্ণ হোক তোমার প্রতিটি মুহূর্ত।
কেটে যাক সকল হতাশা ও দুঃখ।
নতুন উদ্যমে শুরু হোক তোমার জীবন।
শুভ হোক বাকিটুকু যাত্রা ।
.শুভ জন্মদিন।
আজ থেকে নতুন একটি পাতায়
শুরু হোক তোমার জীবনের গল্প।
শুভ জন্মদিন।স্বার্থক হোক তোমার বেঁচে থাকা।
আজ থেকে শুরু হলো নতুন একটি অধ্যায়।
জন্মদিনের শুভকামনা রইল।
তোমার সকল সৎ উদ্দেশ্য পূরণ হোক।
পুরোনো স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আরো
উত্তম ভাবে শুরু করো বাকি দিনগুলি।
শুভ জন্মদিন। শান্তিপূর্ণ হোক তোমার জীবন।
নতুন আশা এবং নতুন উদ্যমে
শুরু হোক তোমার দিনগুলো।
ভালো থেকো। শুভ জন্মদিন।
আলোকিত হোক তোমার জীবন।
পুরণ হোক তোমার প্রতিটি সৎ উদ্দেশ্য।
জন্মদিনের শুভেচ্ছা রইল।
কেটে গেল আরেকটি বছর।
সামনের বছরগুলো আশা করি
আগের থেকে আরো ভালো হবে।
শুভ জন্মদিন।
আলোকিত হোক তোমার বাকিটুকু জীবন।
শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল।
অতীতের দুঃখ ভুলে সামনে
এগিয়ে যাও সততার সাথে।
মুছে যাক দুঃখ,
ধুয়ে যাক কষ্ট
আজকের এই জন্মদিনে
হয়ে যাক তোমার সব খারাপ নষ্ট।
শান্তির পথে যাও এগিয়ে
আজকের এই জন্মদিন
থেকেই শুরু করো তোমার নতুন পথ চলা।
স্রষ্টা তোমার সহায় হোন।
আলোকিত হোক ভবিষ্যৎ,
প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে,
সুখ দিয়ে পরিপূর্ণ হোক তোমার জীবন
এই রইল কামনা।
শুভ জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা।
তোর জন্য ভালোবাসা লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভীড়ে আমার
মনে থাকবি তুই।
শুভ জন্মদিন।
প্রার্থনা রইল হাসি
খুশি, সুখ ও আনন্দ
এগুলোই যেন হয়
তোমার জীবনের নতুন বছরের সঙ্গী
জন্মদিনের অভিনন্দন।
মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া,
পেয়েছে তারা তোমার শুভ জন্মদিনের ছোয়া।
শুভ জন্মদিন।
সূর্যের মত উজ্জ্বল হও,
হও সাগরের মত চঞ্চল;
আকাশের মত উদার হও,
হও ঢেউয়ের মত উচ্ছল।
শুভ জন্মদিন।
জন্মদিন তো প্রতিব ছরই আসে,
কিন্তু তোমার মতো বন্ধু জীবনে একবারই আসে।
তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি ধন্য।
আশা করি তোমার জন্মদিনটি ঠিক
তোমার মতোই বিশেষ হবে এবং
তুমি তা উপভোগ করবে।
যেহেতু তুমিই আমার অধিকাংশ খুশির কারণ হয়েছ
তাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন
তোমার জন্মদিনে তোমাকে অফুরন্ত খুশি এনে দেন।
শুভ জন্মদিন।
জন্মদিন মানে তোমার জীবনের নতুন একটি বছর।
নতুন বছরে থাকবে নতুন নতুন সমস্যা
এবং আশাকরি আগের মতোই তোমাকে
সেগুলো সমাধানে সাহায্য করব।
আশা করি আল্লাহ তোমার জন্মদিনে
তোমার সকল ইচ্ছা পূরণ করবেন
তোমার জীবন হয়ে উঠবে আনন্দময়।
আশা করি তোমার জীবনের বাকি
যে দিন গুলো রয়েছে তাও যেন
এই জন্মদিনের মতোই রঙিন হয়ে ওঠে।
জন্মদিনের অঢেল শুভেচ্ছা।
ধন্যবাদ আমার পাশে থেকে
আমার জীবনকে এত সুন্দর করার জন্য।
আশা করি তোমার জন্মদিন
কে তুমি উপভোগ করবে
এবং পুরনো বেদনাকে ভুলে
নতুন জীবনের পথে পা দিবে।
জীবনের সবথেকে ভালো একটি উপহার হলো
একটি ভালো বন্ধু পাওয়া যা সবাই পায়না।
তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ,
শুভ জন্মদিন বন্ধু।
জন্মদিন হলো কিছু না ভোলা মুহূর্ত
তৈরি করার সবথেকে ভালো সময়,
তাই তোমার জন্মদিন যেন
হয় সূর্যের মতো আলোকিত,
শুভ জন্মদিন আমার প্রাণ প্রিয় বন্ধু।
তোমাকে জানায় তোমার
জন্মদিনের অবিরাম শুভেচ্ছা
সাথে একটি সুন্দর এবং
সফল বছর পার করার শুভেচ্ছা।
ধন্যবাদ এত ভালো একজন বন্ধু হওয়ার জন্য।
যেহেতু তুমি আমার সবথেকে ভালো একজন বন্ধু
তাই আমি দোয়া করি তোমার জীবনের
সবকিছুই যেন অত্যন্ত ভালো হয়
এবং সামনের জীবনে উপভোগ করতে পারো।
শুভ জন্মদিন বন্ধু।
তুমি সত্যিই একজন অসাধারণ বন্ধু,
আশা করি তোমার জন্মদিনও
তোমার বন্ধুত্বের মতোই অসাধারণ হবে।
তোমার মতো বন্ধু কোটি টাকায়ও কেনা সম্ভব নয়,
তাই আশা করছি তোমার জন্মদিনের খুশি
এবং মুহূর্ত গুলোও তোমার কাছে অমূল্য হবে।
তোমার বন্ধুত্বে আমি মুগ্ধ,
আশা করি যেমন আছো ঠিক
তেমনি থাকবে সারাজীবন,
আমার বন্ধু হয়ে,
জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা তোমায়।
শুভ জন্মদিন বন্ধু।
বছরে ৩৬৫ দিন তার মধ্যে
আজ তোমার জন্মদিন,
বিশেষ নয় কি এ দিন?
আশা করি আমার জীবন
তুমি যেমন সুন্দর করেছ
তোমার জন্মদিন তার থেকেও সুন্দর হবে।
জীবনে অনেকের অনেক প্রিয়
এবং বিশেষ দিন রয়েছে,
আমার কাছে বিশেষ দিন হলো
তোমার জন্মদিন, শুভ জন্মদিন বন্ধু।
জন্মদিন তোমার থেকে নিয়েছে একটি বছর,
আবার দিয়েছে নতুন একটি বছর,
আশা করি আমি এ বছর তোমার
জীবনকে বন্ধুত্বপূর্ণ করতে সক্ষম হবো,
শুভ জন্মদিন আমার হৃদয়ের বন্ধু।
আজ তোমার জন্মদিন,
আর এই বিশেষ দিনে তোমায় জানাই
আমার হৃদয়ের অন্তস্থল থেকে শুভেছা
এবং আশা করছি আরও এমন শত শত
তোমার জন্মদিন কাটাতে পারবো তোমার সাথে।
তুমি আমার জীবনে যেমন আশীর্বাদ হয়ে এসেছ,
ঠিক তেমনি আশীর্বাদ যেন
আমি তোমার জীবনেও হয়ে উঠতে পারি,
তোমার বন্ধুত্বের কৃতজ্ঞতা জানিয়ে
তোমার জন্য রইল শুভ জন্মদিনের
অনেক অনেক শুভেচ্ছা।
মানুষের দেহ যেমন আত্মা ছাড়া অর্থহীন,
ঠিক তেমনি আমার জীবনে
তোমার বন্ধুত্ব ছাড়া নিথর, অপরিপূর্ণ।
আমার জীবনে পরিপূর্ণ করার জন্য
অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমায়
জানাই শুভ জন্মদিনের অসীম শুভেচ্ছা।
পূর্বে আমাদের দেশে শুধু শিশুদের জন্মদিন পালন করা হতো। কিন্তু আজকাল শিশু থেকে বৃদ্ধ সবাই তাদের জন্মদিন পালন করছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় জন্মদিন উদযাপন কতটা বাড়ছে। যার জন্মদিন জীবনে পালিত হয় না এখন তাদের জন্মদিনও পালন করা হচ্ছে। এই বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্টে আমরা ২০০টি মত
জীবনে অনেকের অনেক প্রিয়
এবং বিশেষ দিন রয়েছে,
আমার কাছে বিশেষ দিন হলো
তোমার জন্মদিন, শুভ জন্মদিন বন্ধু।
এই বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্টে আমরা ২০০টি মত
শিশু থেকে বৃদ্ধ সবাই তাদের জন্মদিন পালন করছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় জন্মদিন উদযাপন কতটা বাড়ছে। যার জন্মদিন জীবনে পালিত হয় না এখন তাদের জন্মদিনও পালন করা হচ্ছেআলোকিত হোক তোমার জীবন।
পুরণ হোক তোমার প্রতিটি সৎ উদ্দেশ্য।
জন্মদিনের শুভেচ্ছা রইল।
আপনি এমন স্ট্যাটাস পেতে এই বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্টি দেখুন আমরা ২০০টি মত
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
যার মতো ভালো বন্ধু ও ভালো মানুষ
আমি জীবনে কমই পেয়েছি।
শুভ জন্মদিন !
আপনি এমন স্ট্যাটাস পেতে এই বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্টি দেখুন আমরা ২০০টি মত
আমাদের কথা
আজকের পোস্টে আমার সব ধরনের জন্ম দিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আপনার পছন্দ হয় এমন স্ট্যাটাস আশা করি এখানে শেয়ার করা জন্মদিনের সকল শুভেচ্ছা স্ট্যাটাস এর মধ্যে পেয়ে গেছেন।