উক্তি স্ট্যাটাস

উক্তি কি

যে বাক্যে বক্তা মনোভাব প্রকাশ করেন তাকে উক্তি বলে। অর্থাৎ একজন বক্তার স্পিচ অ্যাক্ট বা আমরা যে কথাগুলো বলি তার নাম উক্তি।

উক্তি প্রকারভেদ

উক্তি দুই প্রকার হয়। যথা:-

১. প্রত্যক্ষ উক্তি
২. পরোক্ষ উক্তি

১. প্রত্যক্ষ: যে বাক্য সরাসরি বক্তাকে উক্তি করে তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
২. পরোক্ষ: যে বাক্যে বক্তার বক্তব্য অন্যের বক্তৃতায় প্রকাশ করা হয় তাকে পরোক্ষ বক্তব্য বলে।

বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আমাদের এই পেজের সকল পোস্ট সাজানো হয়। লেখক, ঋষি বা বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি থেকে বোঝা যায় কত পরিশ্রম ও আত্মত্যাগে তারা তাদের স্বপ্ন পূরণ করেন। তাদের বানী বা উক্তি গুলি আমাদেরকে কাজের প্রতি আত্মবিশ্বাসী এবং আরও অনুপ্রাণিত হতে সহায়তা করে।

অনেক সময় ছোটখাটো ব্যর্থতার কারণে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কিন্তু ঋষিদের বাণী দেখে বোঝা যায় যে আমাদের স্বপ্নকে জয় করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।

যেহেতু আমাদের এই পেজে আমরা পৃথিবীর বড় বড় মনীষী ও লেখকদের করে যাওয়া বানী উক্তি শেয়ার করা হয় সেহেতু এখান থেকে অনেক শিক্ষনীয় পোস্ট পাবেন। তাহলে চনুন পোস্ট গুলো দেখে নেই।

বিখ্যাত উক্তি শিক্ষনীয় পোস্ট