বাংলাদেশের সকল সরকারি ব্যাংকের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাংক সোনালী ব্যাংক। দেশের নাগরিকরা সোনালী ব্যাংকের মাধ্যমে যেকোনো দেশ বা দেশের মধ্যে আর্থিক লেনদেন করতে পারেন। কিন্তু বাংলাদেশের অনেকেই আছেন যারা সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সঠিক জানেন না বাব প্রয়োজন না হওয়ায় জানার চেষ্টাও করেন নি। ফলে নানা সমস্যায় পড়তে হয়। যাই হোক আজ আমরা সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সরকারি কর্মচারীদের ট্রেজারি বিল পেতে সোনালী ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। গভঃ বিল এমাউন্ট ট্রান্সফারের জন্য সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। পেনশন বা অন্যান্য উদ্দেশ্যে যদি সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই চলে তবে আপনি সোনালী ব্যাংক থেকে একটি ভাল ডিপিএস রেট এবং এফডিআর পেতে পারেন।
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত
সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম 2023
বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি হলো সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক অব বাংলাদেশ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এবং সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে। তবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এর শাখা রয়েছে। আর আপনি যদি সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। উদাহরণ স্বরূপ:
- আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য বা অনলাইন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আপনাকে আপনার পরিচয়পত্র/জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় NID কার্ড জমা দিতে হবে।
- আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি তুলতে হবে এবং স্বাক্ষর করতে হবে।
- নমিনির পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর দিতে হবে। এই ক্ষেত্রে, মনোনীত ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক না হন তবে তার ন্ম নিবন্ধন কার্ড সরবরাহ করতে হবে।
- একটি রেফারেন্স প্রয়োজন পরবে যার ৩ থেকে ৬ মাস পূর্বে সোনালী ব্যাংকে একাউন্ট আছে।
- যদি আপনার অ্যাকাউন্ট একটি সঞ্চয়ী হিসাব হয় তবে আপনাকে প্রথমে ১০০০-১৫০০৳ টাকা জমা দিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে।
- এছাড়াও আপনাকে অবশ্যই ব্যাংক কর্মকর্তার নির্দেশ মত সব কিছুই প্রদান করতে হবে এটি আপনার অর্থের নিরাপত্তা জোরদার করবে।
সোনালী ব্যাংক লিমিটেড ব্যক্তিক হিসাব খোলার ফরম
সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে হবে। ব্যাঙ্কের যেকোন একটি হিসাব বা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই আবেদন ফরম সংগ্রহ করতে এবং পূরণ করতে হবে।
সোনালী ব্যাংক লিমিটেড একটি ব্যক্তিক হিসাব খোলার জন্য আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। এবার আমরা ফরমটি পিডিএফ ফাইল ডাউনলোড ও কিভাবে পূরণ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব।
সোনালী ব্যাংক ব্যক্তিক হিসাব খোলার ফরম যেভাবে পূরন করবেন
এপর্যায়ে আমরা ফরমটি পূরণ করার নিয়ম গুলো ধাপে ধাপে দেখে নিব। এই ফরমে তিন টি অংশ রয়েছে। সেগুলো কিভাবে পূরণ করতে হবে এক এক দেখে নিব।
উপরের ছবির মত ফরমের উপরের ধাপে আপনাকে তারিখ এর জায়গায় তারিখ লিখতে হবে এবং শাখার সামনে আপনি যেই শাখায় হিসাব বা অ্যাকাউন্ট খুলতে চান সেই শাখার নাম লিখে হবে। যেমন আপনি যদি ডোমার উপজেলা শাখায় খুলতে চান তাহলে লিখবেন- ডোমার উপজেলা। হিসাব নং, ইউনিক গ্রাহক আইডি কোড এই দুই অপশনে আপনাকে লিখতে হবে না। এটি শুধু মাত্র ব্যাংকের ব্যবহারের জন্য।
সোনালী ব্যাংক ব্যক্তিক হিসাব ফরম পূণে ১ম অংশ হিসাব সংক্রান্ত তথ্যাদি
সোনালী ব্যাংক লিমিটেড ব্যক্তিক হিসাব খোলার ফরমের প্রথম অংশে হিসাব বা একাউন্ট সংক্রান্ত তথ্যাদি যেভাবে পূরণ করবেন।
১। হিসাবের শিরোনাম: (বাংলায়). এখানে আপনার আইটি কার্ড অনুয়ায়ী রাংলায় লিখুন। যেমন আমি লিখেছি- (গোলাম রাব্বানী)
In English (Block Letter). এই অংশে আপনাকে আপনার নাম ব্লোগ লেটারে লিখতে হবে। উপরের ছবিতে আমি যেভাবে লিখেছি।
২। হিসাবের প্রকৃতি (টিক দিন): এখানে আপনি এই অপশন গুলো দেখতে পাবেন (সঞ্চয়ী, চলতি, এসএনডি, এফসি, আরএফসিডি, এনএফডিসি, অন্যান্য..) আপনার একাউন্টের ধরন অনুযায়ী টিক চিহৃ দিন। যেমন আমার একাউন্ট হলো সঞ্চয়ী তাই আমি সঞ্চয়ী আপশনে টিক দিয়েছি।
৩। মুদ্রা (টিক দিন): এই অপশনে আপনাকে মুদ্রা নির্বাচন করতে হবে এখানে আপনি (টাকা ডলার, ইউরো, পাউন্ড, অন্যান্য) দেখতে পাবেন যেহেতু আমার একাউন্টটি শুধু মাত্র বাংলাদেশে জন্য ব্যাবহার করা হবে তাই আমি টাকা অপশনে টিক দিয়েছি। আপনি আপনার প্রয়োজন মত নির্বাচন করুন।
৪ । হিসাব পরিচালনার পদ্ধতি: এই পর্যায়ে আপনি এই চারটি অপশন দেখতে পাবেন (একক ভাবে, যৌথভাবে, যে কোন একজন, অন্যান্য) এখানে আমার যেহেতু একক একাউন্ট তাই আপনি ‘একক ভাবে’ আপশনটি নির্বাচন করেছি। আপনি আপনার প্রয়োজন মত নির্বাচন করুন।
৫। প্রাথমিক জমার পরিমাণ (অংকে ). ফটোতে আমি প্রাথমিক জমার পরিমাণ লিখতে ভূলে গেছি। যাইহোক সোনালী ব্যাংক ব্যক্তিক হিসাব খুলতে যেহেতু ১০০০৳ থেকে ১৫০০৳ জমা করতে হবে সেহেতু । ১০০০ বা ১৫০০ যেই পরিমান টা জমা করতে চান সেটা লিখুন। যেমন- ১০০০৳ টাকা হলে অংকে লিখুন ১০০০/- এবং কথায় লিখুন এক হাজার টাকা মাত্র।
সোনালী ব্যাংক ব্যক্তিক হিসাব ফরম পূণে ২য় অংশ ব্যাক্তি সংক্রান্ত তথ্যাদি
এই অংশে আপনাকে আপনার বিস্তারিত তথ্য আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নিচের ছবির মত করে পূরন করতে হবে।
১। হিসাবধারীর নাম (বাংলায়) – এখানে আপনার পুরো নাম আইডি কার্ড অনুযায়ী বাংলায় লিখুন।
In English (Block Letter)………. এই অংশে ইংরেজি বড় অক্ষরে নাম লিখুন।
২। জন্ম তারিখ- ছবির মত করে এইখানে আপনার জন্ম তারিখ লিখুন।
৩। পিতার নাম- আপনার পিতার নাম লিখুন।
৪ । মাতার নাম লিখুন।
৫। স্বামী/স্ত্রীর নাম লিখুন এখানে।
৬। জাতীয়তা বাংলাদেশী লিখুন।
৭। লিঙ্গ: নারী / পুরুষ লিখুন।
(হিসাবধারী বিদেশি নাগরিক হলে ভিসাসহ পাসপোর্টের কপি আবশ্যিকভাবে প্রদান করতে হবে)
৮। রেসিডেন্ট স্ট্যাটাস (টিক দিন): রেসিডেন্ট
৯। পেশা (বিস্তারিত) :…. আপনার পেশা সম্পর্কে বিস্তারিত ভাবে লিখুন।
১০। মাসিক আয়: – আপনার সকল ক্ষাত থেকে মাসে কত টাকা আয় হয় তা লিখুন।
১১। অর্থের উৎস ( বিস্তারিত) : কোন কোন ক্ষাত থেকে মাসে কত টাকা আয় হয় তা বিস্তারিত লিখুন।
১২। ট্যাক্স আইডি নম্বর (TIN) (যদি থাকে) প্রযোজ্য ক্ষেত্রে লিখুন।
১৩। বর্তমান ঠিকানা: সড়ক/ গ্রাম:… থানা:…… ফোন/মোবাইল নম্বর: ……….. পোস্ট… .জেলা:.
(খ) স্থায়ী ঠিকানা: সড়ক/গ্রাম: .. থানাঃ ……. ফোন/মোবাইল নম্বর:.. ………পোস্ট… .জেলা:. বিস্তারিত লিখুন।
বি:দ্র: হিসাবধারী একাধিক হলে প্রত্যেকের এবং হিসাবধারী নাবালক হলে হিসাবধারীর অভিভাবক (বাবা অথবা মা অথবা অন্য কোনো আইনগত অভিভাবক) এর ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পৃথকভাবে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অংশের সংলগ্নী হিসেবে যুক্ত করতে হবে।
১৪। পরিচিতি পত্র:
(ক) জাতীয় পরিচয়পত্র নম্বর..
অথবা,
(খ) পাসপোর্ট নম্বর/জন্ম নিবন্ধন নম্বর/অন্যান্য’ (নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে):
(গ) পরিচয়দানকারীর তথ্য (জাতীয় পরিচয়পত্র ব্যতীত অন্যান্য পরিচিতিপত্র প্রদানের ক্ষেত্রে):
নাম:…
হিসাব/জাতীয় পরিচয়পত্র নম্বর (জন্ম তারিখসহ):
স্বাক্ষর (তারিখসহ) :.
তৃতীয় অংশ: নমিনি সংক্রান্ত তথ্যাদিত
১। নমিনি সংক্রান্ত তথ্যাবলি :
হিসাব নম্বর :…… (ব্যাংকের ব্যবহারের জন্য)
আমি/আমরা এ হিসাবের অর্থ আমার/আমাদের মৃত্যুর পর নিম্নে বর্ণিত ব্যক্তি/ব্যক্তিগণকে প্রদানের জন্য মনোনীত করলাম। আমি/আমরা উল্লিখিত মনোনয়ন যে কোন সময় বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি। আমি/আমরা এ মর্মে আরো সম্মতি জ্ঞাপন করছি যে, আমার/আমাদের এ নির্দেশনা মোতাবেক ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত যাবতীয় দায় পরিশোধ হয়েছে বলে গণ্য হবে।
ক) নমিনির নাম ও জন্ম তারিখ :
খ) ঠিকানা :
হিসাবধারী কর্তৃক সত্যায়িত নমিনির
ছবি
গ) শতকরা হার : (একের অধিক নমিনি হলে শতকরা কত হারে ভাগ করে দেওয়া হয়ে তা অল্লেক্ষ্য করুন।)
ঘ) হিসাবধারীর সাথে সম্পর্ক : সম্পর্ক লিখুন
ঙ) জাতীয় পরিচয়পত্র নম্বর/পাসপোর্ট নম্বর/ জন্ম নিবন্ধন নম্বর/ অন্যান্য (নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে..:………
২। নমিনি নাবালক হলে তার/তাদের নাবালক থাকা অবস্থায় হিসাবধারী/হিসাবধারীগণের মৃত্যুর ক্ষেত্রে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ১০৩(২) ধারা অনুযায়ী নমিনির পক্ষে আমানতের অর্থ গ্রহণকারীর তথ্য:
ক) নাম :
খ) স্থায়ী ঠিকানা :
গ) জাতীয় পরিচয়পত্র নম্বর/পাসপোর্ট নম্বর/জন্ম নিবন্ধন নম্বর/অন্যান্য (নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে)ঃ
ঘ) নমিনির সাথে সম্পর্ক :
[ ঘোষণা ও স্বাক্ষর ]
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত ভিডিও
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?
সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট বা হিসার খুলতে প্রয়োজনীয় তথ্য বা নথিগুলো দেখে নিন।
- ওই ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্ট আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় এনআইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের নামে অ্যাকাউন্ট খোলা হবে।
- যার নামে অ্যাকাউন্ট খুলতে হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- মনোনীত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট।
- মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি।
- আপনি যে বাড়িতে থাকেন তার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিলের ফটোকপি। (এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে বাড়িতে অবস্থান করছেন তার শেষ তিন মাসের যে কোনো এক মাসের বিলের কাগজ জমা দিতে হবে)।
- একজন রেফারেন্স ব্যক্তির স্বাক্ষর এবং 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য ১০০০-১৫০০ টাকা।
- এখানে একটি বিষয় লক্ষণীয় যে আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকায় সোনালী ব্যাংক শাখায় হিসাব খোলা উত্তম।
সোনালী ব্যাংক হিসাব খোলার ফরম
কিন্তু বর্তমানে আপনি আপনার নিকটস্থ সোনালী ব্যাংক লিমিটেড অফিস থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে পারেন। অথবা আপনি অনলাইনে এই ধরনের ফর্ম সংগ্রহ এবং ডাউনলোড করতে পারেন। ফর্মটি ডাউনলোড করে পিডিএফ ফাইল ডাউনলোড করার পরে, আপনাকে আবার এটি পূরণ করতে হবে এবং পিডিএফ ফাইলে রূপান্তর করে জমা দিতে হবে।
সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে হবে। ব্যাঙ্কের যেকোন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে এবং পূরণ করতে হবে।
ফরম সংগ্রহ করার পর, ব্যাংক কর্মকর্তারা আপনাকে আপনার ফরম কোথায় এবং কোন তথ্য দিতে হবে তা বলে দেবেন। ব্যাঙ্ক অফিসার দ্বারা সেই অনুযায়ী ফাঁকা জায়গায় তথ্য পূণে করে জমা দিতে হবে।
ফরম ডাউনলোড করুন এখানে ক্লিক করে
FAQs সোনালী ব্যাংকে একাউন্ট
আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য বা অনলাইন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আপনাকে আপনার পরিচয়পত্র/জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় NID কার্ড জমা দিতে হবে।
আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি তুলতে হবে এবং স্বাক্ষর করতে হবে।
নমিনির পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর দিতে হবে। এই ক্ষেত্রে, মনোনীত ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক না হন তবে তার ন্ম নিবন্ধন কার্ড সরবরাহ করতে হবে।
একটি রেফারেন্স প্রয়োজন পরবে যার ৩ থেকে ৬ মাস পূর্বে সোনালী ব্যাংকে একাউন্ট আছে।
যদি আপনার অ্যাকাউন্ট একটি সঞ্চয়ী হিসাব হয় তবে আপনাকে প্রথমে ১০০০-১৫০০৳ টাকা জমা দিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে।
এছাড়াও আপনাকে অবশ্যই ব্যাংক কর্মকর্তার নির্দেশ মত সব কিছুই প্রদান করতে হবে এটি আপনার অর্থের নিরাপত্তা জোরদার করবে।
যদি আপনার অ্যাকাউন্ট একটি সঞ্চয়ী হিসাব হয় তবে আপনাকে প্রথমে ১০০০-১৫০০৳ টাকা জমা দিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে।
সোনালী ব্যাংক একাউন্ট বা হিসাব ৪ প্রকার ১। ব্যক্তিক হিসাব, ২। স্থায়ী আমানত/সঞ্চয়ী স্কিম/বিশেষ স্কিম হিসাব, ৩। প্রাতিষ্ঠানিক হিসাব, ৪। সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত হিসাব, এই ৪ ধরনের হিসাব সোনালী ব্যাংকে খোলা যায়।
হ্যাঁ সোনালী ব্যাংক একটি সরকারী। বাংলাদেশের সকল সরকারি ব্যাংকের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাংক সোনালী ব্যাংক