ইসলামিক

ইসলাম বিশ্বের ২য় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ২ বিলিয়ন এবং তা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ২৪.৪% ভাগ। ইসলাম ধর্মাবলম্বীরা ৫০ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য প্রভু।

আমরা আমাদের ইসলামিক পেজে ইসলাম বিষয়ে বিভিন্ন ইসলামিক পোস্ট শেয়ার করে থাকে আশা করি আমাদের পোস্ট থেকে সবাই উপকৃত হবেন।

ইসলামিক পোস্ট সমুহ

ইসলাম শব্দের অর্থ কি ?

ইসলাম হলো মুসলিম জাতির ধর্মের নাম। আরবি হলো আল-ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা অর্থাৎ এক সৃষ্টিকর্তার নিকট নিজেকে সমর্পণ করা। যার মূল শিক্ষা হল, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, রব, মাবুদ বা সৃষ্টিকর্তা নেই এবং মুহাম্মদ (সাঃ) হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসূল।

মুসলিম শব্দের অর্থ কি ?

মুসলিম বা মুসলমান (আরবি:مسلم-) যার অর্থ স্ব ইচ্ছায় আত্মসমর্পণকারী, অনুগত। এখানে সেই ব্যক্তিকে বুঝানো হয়েছে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, রব, মাবুদ বা সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করে ( অর্থাৎ ইসলাম ধর্ম পালনকারীদের বুঝানো হয়েছে) তাদেরকে মুসলমান বা মুসলিম বলা হয়।

মুসলমান কোন ভাষার শব্দ ?

মূলত মুসলিম আরবি শব্দ যার বাংলা অর্থ আত্মসমর্পণকারী, অনুগত । আর মুসলিম শব্দের বাংলা পরিভাষা হিসেবে মুসলিম ও মুসলমান দুটি শব্দই সমান ভাবে ব্যবহার হতে দেখা যায়।