ধূমপান প্রাকৃতিক উপায়ে কী ছাড়তে চান ?
ধূমপান স্বাস্থ্যে পক্ষে বেশ ক্ষতিকর এবং ক্যান্সারের কারণ৷একথা সর্বজনবিদিত৷ তবু, সবাই সিগারেটে সুখটান দেন৷ প্যাকেটে লেখা সতর্কবানীকে উপেক্ষা করে নিজের বিপদ ডেকে আনেন ধূমপায়ীরা৷ বিপদ শিয়রে এলে সিগারেচ-বিড়ি ত্যাগ করা সংকল্প (!) করেও থাকে কেউ কেউ৷ কিন্তু, নিজেকে এর থেকে দুরে রাখতে পারে না কেউই৷ চেষ্টা করেও এই নেশা রোধ করতে পারি না৷ দু’চারদিন পর …