প্রেমীদের জন্য রোমান্টিক টক মিষ্টি পোস্টে আপনাকে স্বাগতম। সবার জন্য ভালোবাসার সুন্দর সুন্দর প্রেমের বার্তা নিয়ে এসেছি। আশা করি এটা আপনার ভালো লাগবে এই সুন্দর পোস্টটি। আপনার প্রিয় ও মনের মানুষের জন্যই আজকে উক্তি স্টাটাস বিভাগের লেখা পোস্টি।
আমি আজ এখানে আপনাদের সাথে ভালবাসার কিছু না বলা কথা শেয়ার করব। ভালবাসা একটি পবিত্র জিনিস। প্রেম আজকের পৃথিবীতে এত সুন্দর কিছু তৈরি করেছে। আসলে ভালোবাসার আজকের রূপ তা আগের মতো নেই। যদিও আজকের ভালবাসা নষ্টামী ছাড়া কিছুন না।
আগের প্রেম এখনো আছে কিন্তু কিছু অসৎ প্রেমিকের কারণে ভালোবাসার মিষ্টি সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছে। তবে সত্যিকারের ভালোবাসা কখনো নোংরা হতে পারে না। আর প্রেমিকের মুখের রোমান্টিক কথা বললে ভালোবাসা কখনো পূর্ণ হতে পারে না বলে আমি মনে করি। সেই মনে করা থেকেই আজকে খুদ্র প্রচেষ্টা অঅপনাদের জন্য।
চরম রোমান্টিক কথা
আমরাই সবাই মনের সব আবেগ ভালোবাসা মিশিয়ে মনের মানুষটিকে বলতে চাই। কিন্তু অনেক সময় কি বলব বুঝতে পারি না। তাই আমি এই পোস্টটি শুধু আপনার জন্য লিখলাম। আমার লেখা ভালো লাগলে অবশ্যই মনের মানুষকে মেসেজ দিবেন।
আপনার হৃদয়ের স্পন্ধন মনের মানুষটিকে একটি মিষ্টি প্রেমের বার্তা পাঠানো আপনার ভালবাসা প্রকাশ করার একটি দুর্দান্ত উপায়। তার কাছে নিজের গুরুত্ব বাড়াতে একটি মিষ্টি এবং মনোরম প্রচেষ্টা হলো তাকে এসএমএস করা।
ভালবাসার বার্তা প্রেরণের সময় আপনাকে অবশ্যই সর্বদা সত্যবাদী এবং আন্তরিক হতে হবে। তাহলে আপনার মনের মানুষ মধুর হয়ে উঠবে। চলুন অঅজকে বার্তা গুলো একে একে পড়া যাক। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কেমন লাগল আজকের পোস্টি।
প্রেমিক প্রেমিকার রোমান্টিক কথা
আজও তোমার পথের পানে চেয়ে চেয়ে আমার দিন কেটে যায়,,
কখন, কবে কোথায় তুুমি আসবে ওগো প্রিয়/প্রিয়া বলো না আমায়…!!
বিয়ের পর তোমায় নিয়ে যাবো হানিমুনে,,
সেখানেতে মনের কথা বলল মোরা মনে প্রাণে…!!
তোমার সাথে দেখা হলো বহুদিনের পরে,,
কেমন ছিল এতদিন তুমি আমায় একা ফেলে…!!
সত্যি করে বলো সোনা একটা কথা মোরে,,
বিয়ের পর মারবে নাতো আমায় বাবে বারে…!!
তোমায় আমি ভালোবাসি বলতে লাগে লাজ,,
মনে বহু সাহস চিঠি লিখতে বসলাম আজ…!!
এবার তুমি রাগ করো না প্রিয়া/প্রিয়
করো নাকো ভঙ্গি,
আজ তোমি ছাড়া আছে
কে গো আমার মনের মত সঙ্গী…!!
মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই,,
ঘুরবো পথে লয়ে তারে তোমারে জানাই…!!
গোলাপ যায় শুকিয়ে, চাঁদ যায় লুকিয়ে,
দিন যায় ফুরিয়ে, পাখিরা যায় উড়িয়ে,
আজ কথা দিলাম বন্ধু আমি তোমায় দেবো না হারাতে,,
যদি রাখো তোমার হৃদয়ে, থাকবো আমি তোমার হয়ে…!!
গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি,
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি,,
ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে,
তেমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে…!!
প্রপোজ করার রোমান্টিক কথা
হাঁসাতে সবাই পারে,
তেমনি কাঁদাতেও পারে সবাই,,
কাঁদিয়ে যে মানাতে পারে, তারই হয় জয়,,
আর কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে,
তার মনে থাকে ভালোবাসা হারানোর ভয়…!!
রাতে শুয়ে ঘুম আসে না,
ভেবে তোমার কথা,,
কবে তুমি আসবে বলো,
আমার সাথে হেথা…!!
হাতে তোমার হাতটি দিলে হৃদয় খুশি হয়,
প্রেমের পরশ সোনার পরশ একই মনে হয়…!!
তুমি আমার প্রেমের রাণী,
আমি প্রেমের রাজা,,
প্রেমের স্বর্গে মোরা,
রই যে একা একা…!!
আজকে চলো মোরা যাই সীমার বাঁধন ছাড়িয়ে,,
যেথা মোদের মন চায়, সেথা যাই হারিয়ে,,
যতই বাধা আসুক মোদের,
কোনো কিছু মানবো না,,
যত কথাই বলুক লোকে
কোনো কথা শুনবো না…!!
আকাশ ভরা লক্ষ তারা মিটিমিটি হাসে,,
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে…!!
চাঁদ সুন্দর, ফুল সুন্দর,
আরও সু্ন্দর তুমি,,
পৃথিবীতে দুটি প্রাণ,
তুমি আর আমি…!!
ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন,
কখনো মনে হবে না সে দূরে আছে,
যদি সে অনুভবে মিশে থাকে…!!
আমার ডানা নেই, তাই উড়তে ইচ্ছে করে,,
পাখির হাত নেই, লিখতে ইচ্ছে করে,,
তোমার মন নেই,
তাই আমায় অবহেলা করতে ইচ্ছে করে…!!
একদম নিখুঁত মানুষ খুঁজতে যেওনা,
বিধাতা মানুষের ভিতর কিছু খুঁত মিশিয়ে দিয়েছেন,,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো মানুষই খুঁজে পাবে না…!!
তুমি আমার সেই প্রিয়জন,
যাকে আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে দিয়েছি…!!
তোমার জন্য স্বপ্ন দেখি, তুমি আসবে বলে,,
তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি ভালোবাসবে বলে…!!
আরও পড়ুনঃ ভালো কিছু উপদেশ ও বানী
রোমান্টিক কথাবার্তা
হৃদয়ের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজও ভালোবাসি তারে,,
ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি,
কি করে বোঝাবো তারে আমি কতটা ভালোবাসি…!!
ভালোবাসার তালে তালে
চলবো দুজন এক সাথে,,
কাছে এসে বসে পাশে ,
মন রাখো আমার মনে,,
স্বপ্ন দেখবো দুজন মিলে,
ঘর করছি এক সাথে,
আর কি লাগে পৃথিবীতে??
বউ আনব ভালোবেসে…!!
আজকে তোমায় শপথ করে বলতে হবে আগে,,
আমাদের এই ভালোবাসা চিরদিন কি রবে…!!
তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি,,
তাই রোজ বারে বারে আমি তোমার কাছে আসি…!!
আমার উপর রাগ করলে,
আমি যাবো কোথায়?
তুমিই আমার সব কিছু গো,
করো ক্ষমা আমায়…!!
তুলসী তলায় সাঁঝের বেলায়,
প্রদীপ যখন জ্বালো,,
দূর থেকে আমি চেয়ে দেখি
তোমার রূপের আলো…!!
প্রেমে তোমার জড়িয়েছি,
কেমনে বোঝাই বলো,
একবার শুধু কাছে
এসে ভালোবাসি বলো…!!
প্রাণের চেয়েও তোমায় আমি ভালোবেসেছি,
তাইতো এ প্রাণ উজাড় করে,
তোমায় দিয়েছি…!!
পিছু পিছু ঘুরলে কি
আর প্রেম হয়ে যায়,
কাছে এসে বসলে ভালো,
মন পাওয়া যায়…!!
প্রেমিকের জন্য রোমান্টিক কথা
প্রেমিকার জন্য রোমান্টিক কথা — প্রত্যেকেই তার প্রেমিকাকে নিয়ে একটি রোমান্টিক বার্তা লিখতে চায়। সবাই চায় তার প্রেমিকা তার রোমান্টিক কথা শুনে তার কাছে আসুক এবং তাকে আরও বেশি ভালবাসুক। আজকের নিবন্ধে আমি সেই প্রেমিকের জন্য রোমান্টিক কিছ কয়েকটি কথা লিতে বসেছি। আজকের আর্টিকেলে লিখবো সব রোমান্টিক বিষয় নিয়ে।
১। তোমাকে যত দেখি, তার চেয়েও অনেক বেশি দেখি যখন তুমি আমার থেকে দুরে থাক।
২। তুমি আমার সেই একজন যাকে এ জনমে ভালোবেসে ভরবে না এ মনও প্রান।
৩। যে বেশি রাগান্বিত থাকে, সে জানে কিভাবে বেশি নীরবে ভালোবাসতে হয়, যে বেশি নিরবে ভালোবাসতে জানে, তার ভালোবাসার গভীরতা বিশাল, যার ভালোবাসার গভীরতা বিশাল তার কষ্ট বিশাল।
৪। তুমি ছাড়া এই আমি সুখে নেই, তবে তুমি ফিরে আসো, এখনো আগের মতো তোমাকেই ভালবাসি! অঅমার পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল রংঙ্গে রাঙ্গিয়ে দিও।
৫। পাখির ঠোঁটে দিলাম চিঠি খুলে তুমি পড়, স্বপ্ন দেখে ভয় পেলে তুমি আমার হাত চেপে ধর, রাত জাগা পাখির মতো আজো জেগে আছি আমি, সারাক্ষন জানতে ইচ্ছে করে আমার কেমন আছো তুমি?
৬। হারিয়ে যেতে ইচ্ছে করে আমার অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে আমি চাই সাড়া জনম যতই থাকুক ভীর।
৭। অভিমান কেউ যদি করে তোমার সাথে কথা না বলে, বুঝে নিতে সে আড়ালে অনেক বেশি মিস করে। আর কেউ যদি তোমাকে না দেখতে পেয়ে কান্না করে, বুজতে হবে সে তোমায় ভীষণ ভাবে ভালোবাসে।
৮। সূখের জন্য স্বপ্ন দেখা, সূখে থাকলে হাঁসি, দিনের জন্য সুর্যে আলো, চাঁদের জন্য নিশি, মনে আছে পাওয়ার আশা, সেই আশায় তোমার জন্য তুলে রাখলাম আমার অন্তরের ভালোবাসা।
আরও পড়ুনঃ বাংলা নাটক ডাউনলোড
রোমান্টিক কিছু কথা
৯। মুখ দিয়ে গো প্রিয়া নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলতে চাই! নৈঃশব্দের কোলাহলে শব্দ নিয়ে তোমার সাথে খেলতে চাই!
১০। মিথ্যেই শুধু inbox খুঁজি। তখন কী রাগ হয় জানো? আকাশকে বলি তুমি বাজ হানো। কলমের কি তার শুকিয়েছে কালি? নাকি ভাষার ভাড়ার ঘর খালি? তাহলে লেখ না কেন শুনি? জানো না কী করে দিন গুনি।♥
১১। ভালোবাসা জিনিষটাই আবেগ দিয়ে নিয়ন্ত্রিত এটা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যা কেবল একজন ভালোবাসার মানুষের সামনে সেই ভাষায় প্রকাশ করতে হয়।
১২। একটু ভালোবাসা দিবে। যেথায় থাকবে না কোনো দুঃখ, থাকবে না, না পাওয়ার যন্ত্রনা, থাকবে না মায়া কান্না। থাকবে শুধু অনুভূতি, যা দিয়ে কাটিয়ে দিবো সারা জীবন।
১৩। ভালোবাসো তাকে যে আপন করে নেয় তোমাকে, বন্ধু করে নেয়া তাকে যে তোমাকে চিনে। আপন করো তাকে যে তোমাকে ভাবে, মনে রাখো তাকে যে তোমাকে কখনো ভুলেনা। জীবন সাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারাজীবন।
১৪। যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে দিয়ে তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি, সব গোলাপ শেষ হয়ে যাবে,তবু আমার ভালোবাসা শেষ হবে না। আজও আমার ভালোবাসার গভীরতা বুজলে না।
১৫। যখন কেউ কারো জন্য কাঁদবে সেটা হলো আবেগ, সেটা হচ্ছে আবেগ। আর যখন কাউকে কাদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাদিয়ে, নিজেও কাঁদতে থাকে, সেটা হলো ভালোবাসা।
১৬। যার কাছে সবকিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায় যাকে আপন বলে ভাবা যায় যার কাছে বিশ্বাস টুকু জমা রাখা যায়, তাকেই তো আপনমনে ভালোবাসা যায়।
প্রেমীদের জন্য রোমান্টিক টক মিষ্টি রোমান্টিক কথা
১৭। তুমি আমার সব, তুমি ছাড়া এই জীবন আগাতে পারবেনা। এই জীবনে যতটুকু সুন্দর সব তুমি।
১৮। তোমার চোখে, আমি শুধু আমার স্বপ্ন এবং আসার চিত্র দেখি।
১৯। আমার স্বপ্ন জলধারায় তুমি, রিমঝিম সুরে ঝরা বৃষ্টি আমার হৃদয় canvus জুড়ে, তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি।
২০। আমি নিজেকে অনেক ভাগ্যমান মনে করি, তোমাকে পেয়ে। তুমি সব সময়, আমার মুহূর্তগুলো সুন্দর করো।
২১। যদি বলো তোমাকে মনে পরে কতবার? আমি উত্তরে বলবো চোখের পাতা আমার নড়ে যতবার। যদি বলো তোমায় আমি ভালোবাসি কত? বলবো ঔ আকাশে তারা আছে যত।
২২। যেখানে তাকাই সেখানে শুধু তুমিময়, তুমি মোর হৃদয়ে,তুমি মোর প্রাণ।
২৩। এভাবেই পাশে থেকো আজীবন বন্ধুর মতো, আগলে রেখো আমায়।
২৪। তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়, এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!! তোমার বুকে নীলের আভা তুমিই মেঘবতী। ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি♥ ♥ Sms করা ভুলে গেছ বুঝি?
২৫। রাতের ঔ আকাশে তো অনেক তারা, বড় একলা লাগে তােমাকে ছাড়া, সারাক্ষন শুধু ভাবি আমি তােমার কথা, কেমন আছাে তুমি জান আমাকে ছাড়া?
২৬। আকাশটা তোমারি থাক,পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক,শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক,পারলে একটু জায়গা দিও। ♥ ♥ ♥
২৭। তুমি বৃষ্টিভেজা পায়ে, সামনে এলে মনে হয় যেন আকাশের বুকে যেন জলছবি এঁকে যায়। তুমি হাসলে বুঝি মনে হয়, স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।
২৮। মাঝে মাঝে মনে হয়, তুমি আমার সব। তোমাকে না দেখলে কষ্ট অনুভব হয়। স্বপ্ন বুনি রাশি রাশি,তোমায় নিয়ে দিবানিশি, তুমি ছাড়া জীবন আমার অসম্ভব।
২৯। তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতে রাজি। ভুলতে হয়তো কোনোদিন ও পারবো না, কিন্তু ভুলে থাকার অভিনয় করতে পারবো।
৩০। আমি তো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি তোমার ভালোবাসা নিবো বলে। দাও তুমি কত ভালোবাসা দিবে আমাকে। বিনিময়ে একটা হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।
প্রেমিক প্রেমিকার রোমান্টিক কথা
৩১। দিন ফুরাবে রাত ফুরাবে, ফুরাবে ফুলের প্রান, সমায় ফুরাবে, জীবন ফুরাবে, ফুরিয়ে যাবে জান, But তোমার জন্য ফুরাবে না, আমার ভালোবাসার টান। I LOVE YOU❤
৩২। তোমার ভালবাসা মন খোঁজে সারাক্ষণ, মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন, শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা, তার মধ্যে অন্যতম তোমার ভালবাসা।
৩৩। পাখির ঠোঁটে চিঠি দিলাম, তুমি খুলে পড়ো। স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো, রাত জাগা পাখির মত জেগে আছি আমি, মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি?
৩৪। SMS হয়ে আছো তুমি আমার হৃদয় জুড়ে, রিংটোন হয়ে বাজছো তুমি মিষ্টি মধুর সুরে, কখনাে ভাবি না আমি তুমি আমার থেকে দুরে, বন্ধু হয়ে আছি আমি তােমার ঔ দু-নয়ন জুড়ে।
৩৫। মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা।
৩৬। আজ ছন্দ মহলে মিলে গেছে এই দুটি মন, মনে মনে বলবে কথা ওরা সারাক্ষন, কথার মাঝে থাকবে যেনো গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের আকুল বেকুলতা।
৩৭। ভালবাসা সপ্ন নীল আকাশের মত সত্য, শিশির ভেজা ফুলের মত পবিত্র!! কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত।
আরও পড়ুরঃ কিভাবে মেয়ে পটাতে হয়
ভালোবাসার রোমান্টিক কথা
৩৮। নীল আকাশে তারার মেলা। মধ্য রাতে চাঁদের খেলা। স্নিগ্ধ সকাল শিশির ভেজা। শুধু দেখো, আমার প্রেমে কত মজা!!
৩৯। প্রিয়া তুমি পাশে আছো তাই, আমি লিখার ভাষা খুঁজে পাই, দূরে থাকলেও আমি চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাই, তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই।
৪০। তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে। তুমি যদি পর ভাবাে আপন ভাববে কে। তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে। তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে!
৪১। স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার Name।
৪২। সাগরেও জানে তার বুকে কত ঢেউ, হিসাব করে ভালোবাসিন আমার ভালোবাস মাফতে পারবেনা কেউ।
৪৩। তোমার চোখে, আমি শুধু আমার স্বপ্ন এবং আসার চিত্র দেখি।
৪৪। তুমি আমার ভূবনের রঙিন স্বপ্ন, আমার চাঁদ তারার আলো, তুমি আমার মনের নদীর একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার গোলাব ও শিউলি বকুল ফুল।
৪৫। জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর। বন্ধু হলো সাগরের ঢেউ। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?♥ ♥
৪৬। হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো,যাবো তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা।
৪৭। যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার! আমি বলব তোমার চোখের পাতা নড়াচড়া যতবার, যদি জিঞ্জাসা কর তোমায় ভালবাসি কত! আমি বলব ঔ আকাশে তারা আছে যত।
আরও পড়ুনঃ মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
৪৮। মন খুজে সারাক্ষণ মনের মতো মন মনের আশা পুর করতে তোমার প্রয়োজন।
৪৯। এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে, মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।
৫০। বন্ধু/বান্ধবীকে ভালবাসার ব্যক্তির জায়গায় কখনও বসানো যায়। কিন্তু ভালবাসার মানুষকে কখনও বন্ধু আবার কখনো ভালোবাসার মানুষ হিসেবে মেনে নেয়া যায়।
৫১। মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো। মিটি মিটি তারার মেলা দেখবো তোমায় সারাবেলা, নিশিরাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারাজীবন।
৫২। কদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না।
৫৩। আমি তো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি তোমার ভালোবাসা নিবো বলে, দাও তুমি কত ভালোবাসা দিবে আমাকে। বিনিময়ে একটা হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।
৫৪। ভালোবাসি একথাটি সবাই বলতে পারে, সত্যিকারের ভালো বাসা কজন দিতে পারে।
৫৫। আমি তোমার মেঘের মতো কালো চুলে হারিয়ে যেতে চাই। তুমি আমার সুখী জান্নাত জানো? আমি তোমাকে অনেক ভালোবাসি. “
৫৬। তোমাকে দেখলেই তোমার আঙুল আমার আঙুলের সাথে ইসারায় কথা বলে। তোমার চেয়ে সুন্দর আমার দেখা এই পৃথিবীতে আর কিছু নেই। তোমার কথা ভুলে থাকা অসম্ভব।
৫৭। আকাশের দিকে তাকিয়ে দেখি নির্মলতা ঠিক তোমার চোখের মত। তাই তোমার দিকে তাকিয়ে আমি হারিয়ে যাই নীল আকাশে।
৫৮। তুমি কাছে থাকলে সময় কিভাবে দ্রুত চলে যায় জানি না। আমি তোমাকে চিরকাল আমার বুকে রাখব, প্রিয়তম/প্রিয়তমা।
৫৯। আমি হারিয়ে যাব নীল দিগন্তে তোমার হাত ধরে। সারাজীবন তোমার ভালোবাসায় থাকতে চাই ডুবে ।
৬০। আমার মন সমুদ্রের মত উত্তাল হয়ে যায় যখন আমি তোমাকে কাছে না পাই।তাই আমি তোমাকে সব সময় আমার পাশে চাই। যাতে সব সময় আমার মতো শান্ত থাকতে পারে।
৬১। আমি তোমাকে ভালবাসার চাদরে জড়িয়ে দেব প্রিয়তম। সাদা ফুলের সুবাসে মুড়িয়ে দেবো। তুমি জানো না তোমার স্পর্শ আমাকে কতটা আচ্ছন্ন করেছে। তাই তো মন তোমাকে কাছে পেতে চায় সারাক্ষণ।
প্রেমিকার জন্য রোমান্টিক কবিতা
কতো সুন্দর তুমি
প্রেমে পড়েছি আমি
সুন্দর তোমার মন
ভালোবেসে হারাব দুজন
মায়াবী তোমার আখি
দিওনা আমায় ফাঁকি
সুন্দর তোমার হাসি
আমি তোমায় ভালোবাসি!!!
প্রেমিকার জন্য রোমান্টিক কবিতা -ভালোবাসার পূর্ণতা
ভালোবাসা বয়স কি মানে?
না কি মানে প্রতিবন্ধকতা?
ভালোবাসা ভালোবাসতে জানে;
নেই তো কোন জড়তা?
সময়ের গড়ালে বাড়লে বয়স,
কমবে প্রেম কে একথা বলেছে?
বৃদ্ধ বেলায় বাড়বে কথা সরস;
আদিখ্যেতা কে জেনেছে?
এতো দেখি তবু প্রিয়
সাধ কেন মেটে না
সব বাধা ঠেলে দিয়ে
কাছে কেন এসো না!!!!!
আরও পড়ুনঃ জীবন নিয়ে উক্তি-জীবন নিয়ে কিছু কথা
স্বপ্নে দেখা রাজকন্যা আমার কোথায় তুমি থাকো
প্রেম সাগরে ডুবিয়ে দিতে কেনইবা তুমি আমায় ডাকো!!!!!
রিক্ত আমি! নিঃস্ব আমি,
আমার দেওয়ার কিছু নাই,
আছে শুধু মোর ভালোবাসা,
দেবো তোমায় জতনে রেখেছি তাই!!!!
ফুল কেন ফুটেছিল ঝরেই যদি যাবে
ভালো কেন বেসেছিলে যাবেই যদি দূরে !!!!!
মনের মতো সঙ্গী যদি ঘোরার সময় পাই
লয়ে তারে ঘুরবো অনেক দুর তোমারে জানাই!!!!
কলমের কালি নয়
রক্ত দিয়ে লিখছি চিঠি
সত্যি যদি ভালোবাসো
উত্তর দেবে ঠিকই,!!!!!
নাই বা দিলে তুমি আমার ভালোবাসার দাম,
প্রেমের জ্বালা বুঝবে একদিন আগই জানতাম!!!
রোমান্টিক প্রপোজ মেসেজ
গোলাপ যায় শুকিয়ে
চাঁদ যায় লুকিয়ে
দিন যায় ফুরিয়ে
পাখিরা যায় উড়িয়ে
কথা দিলাম বন্ধু তোমায়
যাইবো না আমি হারিয়ে
যদি রাখো তোমার হৃদয়ে
থাকবো আমি তোমার সারা জীবন ধরে!!!!
তোমার কাছে এসেছি নিয়ে বড় আশা
যদি পাই একটু তোমার হৃদয়ের ভালোবাসা!!!!!
প্রেম করতে গিয়ে আমার একি হলো দায়
ঘরের বাইরে নানা লোকে নানা কথা কয়!!!!
সত্যি করে বলো না আমায়
তুমি ভালোবাসো কতো
ভাবো না তো অন্য
কিছু বোকা মেয়েদের মতো!!!!
রূপের তুলনা নাইগো তোমার,
তুমি যে অপরুপা,
কিছুতেই তো যায়না ভোলা,
ক্ষনিকের সেই দেখা!!!!
আরও পড়ুনঃ মাকে নিয়ে সেরা উক্তি
ভালোবাসার সুতো দিয়ে আমি বুনেছি যে জাল
সেই জালেতে তোমায় বেঁধে রাখবো চিরকাল!!!!!
পূরন করবো আছে তোর ইচ্ছে যত,
সুখের ভুবনে প্রেম বাড়াবো হাজার শত শত।
দূঃখে থেকে তোকে রাখবো দূরে,
আনন্দতে তু্মই থাকবি মুড়ে।