ভাই বোনের কষ্টের স্ট্যাটাস

নিঃস্বার্থ ভালোবাসায় অনন্য ভাই-বোনের সম্পর্ক – ভাই বোনের সম্পর্কটা সৃষ্টিকর্তার দেওয়া এক অপরুপ সৃষ্টি। স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসার ছোট বোনের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে স্নেহময়ী নারীর মুখ, আনন্দ-স্নেহ-ভালোবাসার স্পন্দনের প্রতিচ্ছবি। অস্থিরতা আর মিষ্টি দুষ্টুমিতে সারা ঘর মাতাল করে রেখেছিল সে।

পোস্ট ক্যাটাগরিলেখাপড়া
বিষয়বস্তুবোনের সম্পর্ক

ভাই বোনের সম্পর্ক নিয়ে স্ট্যাটাস

বোনের জন্য ভাইয়ের আত্মত্যাগ বা ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা বলে অনেকেই জানেন। একটা কথা আছে ভাইয়ের জন্য বোনের মন সারাক্ষণ কাঁদে, ভাইয়ের মনে শুধু স্নেহের স্পন্দন জাগে। এবং তাদের জন্মদিনে, ছোটরা তাদের বড় ভাইবোনদের কাছ থেকে উপহার পেয়ে আনন্দিত হয়।

ভাই বোনের কষ্টের স্ট্যাটাস
ভাই বোনের কষ্টের স্ট্যাটাস

ভাই বোনের কষ্টের সম্পর্ক

ভাই-বোনের আদি ও অকৃত্রিম সম্পর্কের শুরু জন্মের পর মুহূর্ত থেকেই, তাই তারা সেরা বন্ধু হয়ে উঠে। আপনার মনের ভেতরের খবর, আপনার ভাই-বোনেরা ভালো জানেন।

দিনভর ছোট দুই ভাইবোনের মধ্যে মারামারি, পরস্পরের সঙ্গে সম্পর্ক ভাঙা, শখের পুতুল ভাঙা বা ঘরের জানালা দিয়ে বল ছুড়ে দেওয়া, মায়ের কাছে অভিযোগ করা, অসম্মতি জানালেই চিৎকার করা, খারাপ কিছু ঘটলেই কান্না।

কিন্তু খাওয়ার সময়, একসাথে বসা, বেডরুমে একসাথে ঘুমানো, টিভিতে একসাথে সিনেমা দেখা, ভূতের গল্প শুনে ভয়ে একে অপরকে জড়িয়ে ধরা, যেকোনো বিপদে সবার আগে আসা।

আরও পড়ুনঃ উপকারীর অপকার করে যে

ভাই বোনের সম্পর্ক নিয়ে কিছু কথা

কোমলতা এবং কঠোরতার সংমিশ্রণ যাই হোক না কেন, ভাইবোনের সম্পর্ক কোমলতা এবং কঠোরতার এক অপূর্ব সংমিশ্রণ, গর্বে ঠোঁট ফুলে যায়, তীব্র রাগের মুহুর্তে ম্যাগি নুডুলস রান্না করে অবাক করে দেযওয়া বা যখন সে আইসক্রিম কিনে মধুর চেয়েও মিষ্টি স্বরে ছোটদের হাতে তুলে দেয়।

ভাই-বোনের স্নেহ-ভালোবাসার মধুর বন্ধন চিরকাল অটুট রাখুন। ভাইবোনরা রেহমির খুব কাছের আত্মীয়, অর্থাৎ একই মায়ের কোলে জন্ম নেওয়া এক মায়ের সন্তান। একটি খেলনা পুতুল ভাঙা, জানালা দিয়ে একটি বল ছুড়ে দেওয়াার পর তাদের সম্পর্কটি ভেঙে যায় না । নিঃশর্ত ভালবাসা চিরকাল স্থায়ী হোক, সর্বত্র।

মহান স্নেহ, মহান শ্রদ্ধা

ক্লাস থেকে ফেরার পথে চকলেট-আইসক্রিম আনতে হবে, পকেটে না পৌঁছলে রক্ষা নেই, ছোট ভাইকে সামলানো খুব কঠিন। হুমকিতে ভীত হয়ে আবারও লাজুক কিছু বললেন। অন্যদিকে সংসার করতে পারবে কি না, সাত-পাঁচ না ভেবেই ছোট বোনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে হতবাক! পুতুলের বিয়ে ভেঙ্গে গেলে যে মেয়েটি একা কান্না করে, খায় না, সেই মেয়ে কনের ছদ্মবেশে শ্বশুরবাড়ি যায়!

ভাই বোনের মধুর সম্পর্ক
ভাই বোনের মধুর সম্পর্ক

ভাই বোনের মধুর সম্পর্ক

আমাকে লেখাপড়া করতে না দিয়ে বিরক্ত করা বোনটি শ্বশুরবাড়ি থেকে যা বলল- আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর পারছি না, আমি অনেক কষ্টে আছি, তোমার কেউ নেই এখানে আমার কিছুই ভালো লাগে না!

ভাই কিছু করতে পারে না, কোনো কাজেও তার মন থাকে না, যখনই সে তার বোনের কথা মনে করে তখনই তার বুকে ব্যথা বা চিবুকের দিকে মোচড় দেয়। প্রজাপতির মতো চঞ্চল মেয়েটির কষ্টের কথা ভাবলেই ভাইয়ের মনটা দুঃখে ভরে যায়।

নিজের মানুষ, কাছের মানুষ

দেখেছি জীবন-যাপনের ধরন- বড় ভাই-বোনের আচার-আচরণ, কথা ছোটদের আকৃষ্ট ও প্রভাবিত করে। জীবনের দুঃসময়ে তারা এগিয়ে আসে; অর্থ-প্রজ্ঞা এবং উপদেশ। অনেক ছোট ভাইবোনের কাছে, বড় ভাইবোনরা আদর্শ মানুষ, সবচেয়ে কাছের মানুষ।

ভাইবোনের মধ্যে কেউ যদি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে ভালো না, সুস্থ না হয়; স্নেহের কারণে আরেকজন কষ্ট পায়। প্রবাদ আছে, ‘ভাই, বড় সম্পদ রক্তের বন্ধন।’

আরও পড়ুনঃ মধুমতি কোন নদীর শাখা নদী

ছোট বোনকে নিয়ে উক্তি

১ সেই আমার বোন, আমার দুনিয়ার সেরা বন্ধু, আমার আত্মার আত্মিয় ও সঙ্গী এবং আল্লাহর দেওয়া সেরা উপহার ।

২ একজন বোন হাজার বন্ধুর চেয়ে বেশি মূল্যবান।

৩ বোন এবং বন্ধু, দুটি ভিন্ন শব্দ হলেও আপনি তাদের অর্থ একই ধরে নিতে পারেন।

৪ ভাই-বোনেরা হাত ও পায়ের মতোই কাছের ।

৫ ভাইয়ের দুঃখ কষ্ট গুলো বোনরো কখনোই সহ্য করতে পারে না।

৬ একজন বোন সৃষ্টিকর্তার এক মহান উপহার।

৭ কিভাবে তার ছোট ভাইবোনদের রক্ষা করতে হয় তাএকজন বোনই্ খুব ভালো করে জানে ।

৮ একজন বোনের ভালবাসা দুনিয়ার সমস্ত মূল্যবান সম্পদের চেয়ে দামি ও পবিত্র।

৯ একজন বোনের চেয়ে ভাল বন্ধু হয়ে দুনিয়ার আর কেউ সমস্যার সমাধান করতে পারে না।

১০ বোনদের সাথে দুষ্টুমির স্মৃতিই সেরা স্মৃতি।

১১ তোমার বোন তোমার কষ্টের সেরাটা দিতে পারবে।

১২ যদি অন্য কেউ তোমার মূল্য বুঝতে না পারে, তবুও তোমার বোন বুঝবে।

১৩ আপনার বোনের সাথে আপনার দুঃখ ভাগ করুন, কারণ সে সর্বদা আপনার মঙ্গল কামনা করে।

১৪ একটি বোন থাকা মানে একটি সেরা বন্ধু থাকা যা আপনি অতীত করতে পারবেন না। – অ্যামি লি

১৫ বোন হল সেই পরী যারা আমাদের ডানা উড়তে ভুলে গেলে আমাদের তুলে নেয়। – সংগৃহীত

১৬ বোন হলো তোমার আয়না আবার তোমার বিপরীত। — এলিজাবেথ ফিশেল

১৭ বোন হলো ছোট বেলার একটি অংশ যা কখনো হারিয়ে যায় না। — ম্যারিয়ন সি গ্যারেটি

বোনকে নিয়ে ক্যাপশন

১ বোন একই বাগানের দুটি ভিন্ন ফুল। — সংগৃহীত

২ পুরো জগতকে বাচ্চা বানাতে পারলেও নিজের বোনকে পারবে না। — চ্যারোলেটি গ্রে

৩ একমাত্র বোনেরাই পারে খারাপ সময়কে ভালো বানাতে এবং ভালো সময়কে স্মরণীয় বানাতে। — সংগৃহীত

৪ বোন হলো সেই বন্ধু যারা সারাজীবন ব্যাপী আমাদের সাথে থাকে। — ক্যাথেরিন পুলসিফার

৫ দুঃখের ঋতুতে বোনের স্বরই হলো মিষ্টি হাওয়া। — বেঞ্জামিন ডিস্রেইল

৬ বোনে দের মাঝে কখনো গোপন বলে কিছু থাকতে নেই। — এরিন ফোর্বস

৭ বোনের চেয়ে ভালো কোনো বন্ধু হতে পারে না। — সংগৃহীত

৮ বোন হলো আমাদের প্রথম বন্ধু এবং দ্বিতীয় মা। — সানি গুপ্তা

৯ বোন হল সেই অস্তি যে আমার মত হতে পাবে বা আমার বিপরীত হতে পারে। — টনি মরিসন

১০ একজন বড় বোন হলো একজন বন্ধু, ভালো শ্রোতা এবং বিপদ আপদের সাথী। — পাম ব্রাউন

১১ দুনিয়ার কেউ না জানলেও বোনেরা জানে কখন ভাইদের সাথে কেমন ব্যবহার করতে হয়। — সংগৃহীত

১২ বোনরা ভাইয়ের হাসি ভাগ করে নেয়ার এবং চোখের জল মুছে দিয়ে সান্তনা দেওয়ার জন্য সবার চেয়ে সেরা। — সংগৃহীত

ভাই বোনের সম্পর্ক নিয়ে কবিতা

ভাই বোনের সম্পর্ক নিয়ে কবিতা
ভাই বোনের সম্পর্ক নিয়ে কবিতা

১ ভাই বোনের সম্পর্ক

চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন
সম্পর্ক না ছিন্ন হবে, তারা অতি আপনজন।

চিন্তাধারা যতই ভিন্ন হোক, হোক না ঝগড়াঝাটি
তবু তাদের মদ্ধে পাবেন সত্যিকারের খুনসুটি।

দূরত্বটা যতই থাকুক, অভিন্ন তাদের আত্না
ভাই বোনের মাঝেই পাওয়া সকল পূর্নতা।

সুসময়ে ছায়ার মতো যেমনি থাকে পাশে,
বিপদেতে সবার আগে তারাই আবার আসে।

বায়না থাকে হরেক রকম, আবদারের পসরা
মিললে ভালো, না মিললেও নেই কোন ঝামেলা।

গ্রহণ লাগে চন্দ্রে সূর্যে ভাই বোনের মধ্যে না
রক্ত তাদের বলে কথা, একই তাদের মা।

সম্পর্কটা অটুট থাকে অটুট বন্ধন
সুভাষ ছড়ায় ভাইয়ে বোনে যেন চন্দন।

পবিত্রতার মানে কি লোকে শিক্ষা নিক তাদের থেকে
সম্পর্কের গভীরতা মাপুক সারা বিশ্বলোকে।

ভাইয়ের সম্পর্ক নিয়ে কবিতা

২ আমার দাদাভাই

দাদা সবার থাক যত আপন, আমার আছো তুমি
বিপদে তুমি থাকবে পাশে, সে তো ভালোই জানি।

মনে পড়ে ছেলেবেলার মারপিটের সেই দিন,
ঝাপসা চোখে স্মৃতি দেখি, ব্যাথা লাগে চিনচিন।

সন্ধ্যাবেলা চারু বলে, সেই যে মায়ের হাঁক
আমার হয়ে বলতে তুমি আরেকটু মা থাক।

সেই যে আমার জলে ডোবার মিথ্যে খবরখানি,
আত্মাছাড়া- ছন্নছাড়া- পাগল হলে তুমি

ঘরের দোরে পা রাখিতেই প্রানে পাইছ পানি
ভূল হয়েছে, কান ধরেছি- মাফ চেয়েছি আমি!

ভুলে কেন যাও ভাইয়া, বোনটি আমি তোমার
তুমি থাকতে এ সংসারে ক্ষতি কিভাবে আমার!

চাওয়ার আগেই সব দিয়েছো তুমি আমার ভাই
বিপদেতে তোমার কাছেই সবার আগে যাই।

আজকে আমি ছন্দ গাথি বুঝলে দাদাভাই
ভালোবাসি খুব যে তোমায়, বলা হয় নি তোমায় তাই।

আরও পড়ুনঃ আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম

ভাই বোনের মধুর সম্পর্ক

আদর্শ মানুষ, কাছের মানুষ

দেখেছি জীবন-যাপনের ধরন- বড় ভাই-বোনের আচার-আচরণ, কথা ছোটদের আকৃষ্ট ও প্রভাবিত করে। জীবনের দুঃসময়ে তারা এগিয়ে আসে; অর্থ-প্রজ্ঞা এবং উপদেশ দেয়।

অনেক ছোট ভাইবোনের কাছে বড় ভাইবোনরা আদর্শ মানুষ, সবচেয়ে কাছের মানুষ। ভাইবোনের মধ্যে কেউ যদি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে ভালো না থাকে, সুস্থ না হয়; স্নেহের কারণে আরেকজন কষ্ট পায়। প্রবাদ আছে, ‘ভাই, বড় ধন রক্তের বন্ধন।’

ভাই বোনের স্বপ্ন দেখা, ইচ্ছা পূরণ

পরম স্নেহ – মমতায় লালন-পালন, নিরলস সেবা প্রদান, বিনা ক্লান্তি ও অক্লান্ত পরিচর্যা মানবতাকে উন্নীত করা। পরস্পরের প্রতি ভাইয়ের সহানুভূতি, মানবিক মর্যাদা, সম্মান, ব্যক্তিগত লাভ-ক্ষতির কারণে পরিবারকে এত সুন্দর রাখা।

কখনো আইসক্রিম আনার ঝামেলা, কখনো তুমুল তর্ক-বিতর্ক, কান্নাকাটি; আবার অল্প সময়েই অনুভূতি হয়ে যায়!

প্রাপ্তবয়স্করা ছোট ভাইবোনদের নিয়ে অনেক স্বপ্ন দেখে, ছোট ভাইবোনদের সাথে তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। ভাই-বোনের ভালোবাসার এই সম্পর্ক মহান সৃষ্টিকর্তার হৃদয়ের গভীরে প্রোথিত এই পবিত্র ভালোবাসা গুলো দীর্ঘজীবী হোক!

ভাই বোনের সম্পর্ক নিয়ে হাদিস

পৃথিবীতে বাবা-মায়ের পর সবচেয়ে কাছের সম্পর্ক ভাই-বোনের। একসাথে থাকা, স্কুল-মক্তবে আসা-যাওয়া, আড্ডা দেওয়া, হাঁটা-চলা করাসহ পরিবারের সব সময় সুখ-দুঃখের সঙ্গী এই ভাই-বোনরা। পিতামাতার যত্ন এবং শাসনে গড়ে ওঠা এই মধুর এবং টক সম্পর্ক এক সময় ম্লান হয়ে যায়।

আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং পরিবারের বিকাশ করি। ফলে ছোটখাটো ঘটনার জের ধরে অনেক সময় ভাই-বোনের মাঝে দূরত্ব তৈরি হয়। শৈশবের সুখস্মৃতি অস্বস্তি ও তিক্ততায় রূপান্তরিত হয় পরিণত বয়সে। কিন্তু ইসলাম এই দূরত্ব ও তিক্ততা সমর্থন করে না; বরং শৈশব থেকে আমৃত্যু একে অপরের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্বারোপ করে।

আরও পড়ুনঃ টাকা নিয়ে উক্তি বাংলা ও ইংরেজি

ইসলামে ভাই বোনের সম্পর্ক

এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন। আর যে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করবেন। (মুসলিম, হাদিস : ৬৪১৩)

আর রক্তসম্পর্কীয় আত্মীয়দের মাঝে ভাই-বোনের সম্পর্ক সবচেয়ে বেশি। তাই যে ব্যক্তি বোনদের প্রতি যত্নশীল হবে তাদের ফজিলতের কথা তুলে ধরে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যার ৩টি মেয়ে অথবা ৩টি বোন আছে অথবা ২টি মেয়ে অথবা ২টি বোন আছে, সে তাদের প্রতি ভালো ব্যবহার করলে এবং তাদের (অধিকার) সম্পর্কে আল্লাহ তা-আলাকে ভয় করলে তার জন্য বেহেস্ত নির্ধারিত আছে। ’ (তিরমিজি, হাদিস : ১৯১৬)

Sharing Is Caring:

আমি জিয়ারুল কবির লিটন, একজন বহুমুখী ব্লগার, স্বাস্থ্য, খেলাধুলা, জীবনধারা এবং ইসলামিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির প্রতি অনুরাগী। আমি কঠোর অন্বেষণ, অনুসন্ধান, তত্ত্বানুসন্ধান ও অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমার আকর্ষক লেখার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ২০১৫ সাল থেকে ব্লগের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা এবং ইতিবাচকতা দিক গুলো নির্ভুল ভাবে সবার সাথে ভাগ করে চলার চেষ্ট করছি।

2 thoughts on “ভাই বোনের কষ্টের স্ট্যাটাস”

Leave a Comment