নববর্ষের আগের সন্ধ্যা নববর্ষের শুভেচ্ছা

নববর্ষের আগের দিন। অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানানোর কথা ভাবছেন কিন্তু লিখবেন ঠিক করতে পারনে না। তাহলে উক্তি স্টাটাস বিভাগের এই পোস্টটি আপনার জন্যই আমাদের দেশে কোনো অনুষ্ঠান বা উৎসব হলে আগের দিনের সন্ধ্যা থেকেই শুরু হয় সেটার মূল ছাপ। একইভাবে পহেলা বৈশাখের প্রাক্কালে অনেকেই নববর্ষের আগাম শুভেচ্ছা বা নববর্ষের প্রাক্কালে শুভেচ্ছা পাঠান।

আমরা এখানে কিছু অগ্রিম শুভেচ্ছা বার্তা বা কবিতাও উপস্থাপন করেছি। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আপনার পছন্দের পহেলা বৈশাখের শুভেচ্ছা। এখান থেকে আপনি সহজেই ফেসবুকে যেকোনো দুটি লাইন বা ছবি শেয়ার করতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাতে পারবেন।

শুভ নববর্ষ
শুভ নববর্ষ

নববর্ষের আগের সন্ধ্যায় নববর্ষের শুভেচ্ছা জানাবেন যে ভাবে দেখন-

আগাম শুভ নববর্ষ শুভেচ্ছা

আপনারা যারা আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে চান তাদের জন্য কিছু বিশেষ শুভেচ্ছা বার্তা, কবিতা, এসএমএস এখানে শেয়ার করেছি। আমি আশা করি এই শুভেচ্ছা বার্তা, কবিতা, এসএমএস গুলো পছন্দ করবেন। আমরা আপনাকে অগ্রিম নববর্ষের সেরা কিছু শুভেচ্ছা বার্তা উপস্থাপন করার চেষ্টা করেছি। দেরি না করে সবাইকে জানিয়ে দিন আপনার পছন্দের মানুষকে অগ্রিম শুভেচ্ছা।

০১

সন্দেশের মিষ্টতা এবং নতুন
আমের সতেজতার সাথে,
নতুন বছর আপনার জীবনে
নতুন স্বাদে ভরিয়ে তুলুক
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা ১৪….।

০২

নতুন বছরটি যত্ন করে রেখো।
স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো।
নববর্ষের শুভেচ্ছা

০৩

দিন চলে যাক ঐ দিগন্তের শেষে,
রাত চলে যাক সেই
অসীম তাঁরার দেশে,
তবুও আমি শুধু থাকবো তোমার পাশে।
শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। “

০৪

কাটুক করোনার কালো বিষাদের মেঘ,
শীতল বারিধারার মতো তোমার
জীবনে নেমে আসুক হর্ষ।
শুভ হোক তোমার এই নববর্ষ।
বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা।

০৫

মিস্টি হাসি, দুষ্টু চোখ
সবার সপ্ন সত্যি হোক
জানাই সবাই কে আরেক বার
– শুভ নববর্ষ।

আও পড়ুনঃ

০৬

ভালবাসা হল যখন অন্য ব্যক্তির সুখ
আপনার নিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ
– শুভ নববর্ষ।

০৭

নতুন সূর্যটা হাসে, তোমায় ভালবাসে।
তাই তোমাকে জানাই
নতুন বছরের শুভেচ্ছা।
– শুভ নববর্ষ।

০৮

বসন্তের আগমনে কোকিলের সুর,
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর,
বর্ষার আগমনে সাদা কাশফুল,
তাই তোমায় উইশ করতে
মন হল ব্যাকুল!
– শুভ নববর্ষ।

০৯

উদিত রবির প্রথম আলো
দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দধারায়
সবাই হবে বাঁধনহারা।
এবছর হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে।
– শুভ নববর্ষ।

১০

বাউল গানের ছন্দে তালে,
নতুন বছর আসছে ঘুরে,
উদাসী হওয়ার সুরে সুরে,
রাঙা মাটির পথটি জুড়ে।
– শুভ নববর্ষ।

১১

চৈত্রের রাত্রি শেষে,
সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো,
মুছে দিক তোমার জীবনের
সকল কালো…
– শুভ নববর্ষ।

১২

নতুন বছরের নতুন দিন,
অল্প কিছু শুভেচ্ছা নিন,
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্ন গড়ুন,
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।
– শুভ নববর্ষ।

১৩

দিনগুলি যেমনই হোক,
ঠিকই যায় কেটে।
তবুও বলো কি লাভ,
পুরনো স্মৃতি ঘেটে।
এ বছর পূর্ন হোক,
তোমার সকল আশা।
নববর্ষের এটাই আমার প্রত্যাশা।
– শুভ নববর্ষ।

১৪

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত,
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ
হোক অফুরন্ত!
– শুভ নববর্ষ।

১৫

গরম হাওয়া, তপ্ত আবহাওয়া
আকাশে মেঘের সারি,
মন খারাপ আর কষ্টের সাথে
নতুন বছরে আড়ি,
খুশীর লগ্নে তেপান্তরে
দিল যে মন পাড়ি,
নতুন বছর এসেছে ঘুরে
মেতে ওঠো তাড়াতাড়ি।
– শুভ নববর্ষ।

১৬

ইচ্ছে গুলো উড়ে বেরাক
পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে
এমনি হেসে খেলে।
অপূর্ন না থাকে যেন
তোর কোন সখ,
এই কামনার সাথে জানাই
– শুভ নববর্ষ।

১৭

নতুন সূর্য, নতুন প্রাণ,
নতুন সুর, নতুন গান,
নতুন ঊষা, নতুন আলো,
নতুন বছর কাটুক ভালো,
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।
– শুভ নববর্ষ।

১৮

নতুন জামা জুতোয় পরিবারের সাথে
মেতে ওঠো পয়লা বৈশাখের আনন্দে…
সবার মনে আসুক খুশির জোয়ার…
নিদারুন এক হর্ষ
পয়লা বৈশাখ এসেছে আবার…
এসেছে নববর্ষ।

১৯

পুরনো বছরের সব না পাওয়া স্মৃতি গুলোকে
ভুলে গিয়ে নতুন বছরের প্রতিটি দিনকে কাজে লাগান।
যাতে আগের বছরে দেখা সব স্বপ্ন গুলো
এই বছরে পূরণ করতে পারেন
– শুভ নববর্ষ।

২০

নতুন একটা খাতে আমরা লিখতে চলেছি…
যার প্রতিটি পৃষ্ঠাই ফাঁকা…
সেই খাতার নাম “সুযোগ”।
আর সেই খাতার প্রথম পাতাটি
হল নবর্ষের প্রথম দিন…
নববর্ষের আগাম শুভেচ্ছা…
– শুভ নববর্ষ।

২১

নতুন বছর নতুন আশা নিয়ে এসে গেল,
সেজে ওঠো সবাই নতুন জামা কাপড়ে,
আনন্দে প্লাবিত হোক চারিদিক…
– শুভ নববর্ষ।

২২

নতুন পোশাক নতুন সাজ,
নতুন বছর শুরু আজ,
মিষ্টি মন মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
– শুভ নববর্ষ।

২৩

নতুন আশা, নতুন প্রান।
নতুন সুরে, নতুন গান।
নতুন ঊষার, নতুন আলো।
নতুন বছর কাটুক ভালো।
শুভ নববর্ষ

২৪

আবার আসবে বৈশাখ মাস,
চৈত্রের অবসানে।
নববর্ষের নতুন হাওয়া,
উষ্ণতা দিবে প্রানে।
মনের সকল গ্লানি ভুলে,
জীবন নতুন ভাবে গড়বে,
আবার নতুন স্বপ্ন দেখবে
নববর্ষের টানে। – শুভ নববর্ষ।

২৫

নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কনায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়,
ফাল্গুনের ফুলের মেলায়,
একটা কথা তোমাকে জানাতে চাই
শুভ পয়লা বৈশাখ

২৬

দেখা হয়েছিল শান্তি, খুশী,
ভালোবাসা আর আনন্দের সাথে।
তারা চিরকালীন থাকার জন্যে
একটা ভালো জায়গা খুঁজছিল…
আমি ওদেরকে তোমার
ঠিকানা দিয়ে দিয়েছি…
শুভ নববর্ষ

২৭

আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব লাল দিয়ে,
হৃদয়ের সব অনুভুতি দিয়ে,
অরন্যের সব সবুজ দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে
তোমাকে জানাই…শুভ নববর্ষ!!

২৮

দিন যদি চলে যায় দিগন্তের শেষে,
রাত যদি চলে যায় তারার দেশে,
ভেবোনা বন্ধু আমি থাকবো তোমাদের পাশে,
শুভ নববর্ষ

২৯

তোরাই আমার বন্ধু যে,
তোরাই আমার ডিয়ার,
তাইতো আমি ভালোবেসে
বলছি শুভ নববর্ষ!
গুড বাই বলে শেষ করছি
পুরোনো বছরের আশা,
নতুন বছরের নতুন সাজে
জানাচ্ছি ভালোবাসা!!

৩০

তোমার সব দুশ্চিন্তা দূর
করে মনে আনো হর্ষ,
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
শুভ নববর্ষ…

৩১

তোমার জন্য সকাল দুপুর,
তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ,
সব রজনীগন্ধা,
তোমার জন্য সব সুর,
তোমার জন্য ছন্দ,
নতুন বছর বয়ে আনুক
অনাবিল আনন্দ…
“শুভ নববর্ষ”

৩২

দিনগুলি যেমনই হোক,
যাবে ঠিকই কেটে।
তবে বলো লাভটা কোথায়
পুরনো স্মৃতি ঘেঁটে?
নতুন আশায় এগিয়ে চলো,
বাঁচো নতুন করে।
শুভ নববর্ষ

৩৩

তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল,
আমি দিইনি। কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম।
ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে।
ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি! – শুভ নববর্ষ…

৩৪

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
শুভ নববর্ষ…

৩৫

ঝরে গেল আজ বসন্তের পাতা…
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা…
বৈশাখের সকালে,
লাগুক প্রাণে আনন্দের
এই স্পর্শ মন থেকে
আজ জানাই তোমায়…
শুভ নববর্ষ

৩৬

পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ-আনন্দে মুছে যাক সকল যাতনা।
শুভ পহেলা বৈশাখ

৩৭

ঢাক ঢোল মাদলের তালে,
রং বে-রঙের মনের দেয়ালে,
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক
যুগে যুগে…শুভ নববর্ষ

৩৮

কিছু তারা মিট মিট করে জলছে,
কিছু স্বপ্ন ভেসে চলছে,
একটা চাঁদ আলো ছরাচ্ছে,
একটা রাত নিরব হয়ে গেছে,
একটা বন্ধু তোমাকে মনে করছে,
আর একটা বছর পারিয়ে তোমাকে বলছে

৩৯

এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
শুভ নববর্ষ…

৪০

এসো এসো নববর্ষ
আনো সঙ্গে মৃত বঙ্গে
নব প্রাণ নব হর্ষ।
উৎসব নাহি আর
জীবন গুরুভার
মানবের জীবন বিমর্ষ
এসো এসো নববর্ষ…
শুভ নববর্ষ…

৪১

এই নতুন বছরে তোমার
সব স্বপ্ন যেন হয় সত্যি…
সব সুযোগ যেন ধরা দেয়
তোমার হাতের মুঠোয়…
বৃদ্ধি পায় তোমার
মনের সব আনন্দ ও খুশী…
নববর্ষের আগাম শুভেচ্ছা…

৪২

বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে,
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।
শুভ নববর্ষ

৪৩

এই নতুন বছর
তোমার জীবনে নিয়ে আসুক
অনেক অনেক নতুন সারপ্রাইজ।
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে।
শুভ নববর্ষ…

৪৪

পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরানো সব বেদনা আর মনে রেখ না,
পুরোনের হয়েছে মরন,
নতুন করে কর বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে,
সূর্যটা হাসে, তোমায় ভালবাসে,
তাই তোমাকে আমি জানাই
নতুন বছরের শুভেচছা।

৪৫

ঈশ্বরের আশির্বাদে যা কিছু
খারাপ তা যেন মিলিয়ে যায়…
আর তোমার সামনে
উদ্ভব হোক যা কিছু ভালো…
নববর্ষে তোমাকে
এই শুভেচ্ছা জানাই।

৪৬

ঈশ্বর তোমার জন্যে
নতুন বছরের উপহার
হিসেবে ঠিক করে রেখেছেন
অনেক অনেক নতুন সুযোগ,
খুশি আর মন ভরা আনন্দ।
নববর্ষের আগাম শুভেচ্ছা…

৪৭

নববর্ষ দোরগোড়ায়…
এসো সবাই প্রতিজ্ঞা করি যে
নতুন বছরে আমরা সবাই
নিজেদের সব কর্তব্য পালন করবো…
পরিবারকে সময় দেব এবং হাসি-
খুশি রাখবো সবাইকে।
নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে…

৪৮

ইংরেজীতে অভ্যস্ত আমরা ভুলেই যাই বাংলা তারিখ…
কিন্তু বাংলাকে বিশ্বের দরবারে
সম্মানের অধিকারী করতে হলে
যে নিজেদেরকে আগে ঠিক
করে জানতে হবে…
শুভ নববর্ষ

৪৯

আমার সব ফেসবুক বন্ধুকে
নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা…
সারা জীবন ভরে উঠুক সুখ শান্তি
ও অনাবিল আনন্দে…
শুভ নববর্ষ

৫০

তোমার চোখ,
মন এবং হৃদয় ভরে উঠুক
নতুন বছর শুরুর আনন্দে…
সেই আনন্দে জীবন ভরে উঠুক তোমার।
নববর্ষের আগাম শুভেচ্ছা…

৫১

আগের বছরে আমি তোমাকে
অনেক সমস্যা দিয়েছি,
অনেক ঝামেলায় ফেলেছি,
অনেক বিরক্ত করেছি,
তাই তোমাকে বলতে চাইছিলাম যে,
এই বছরেও আমার একই পরিকল্পনা আছে…
শুভ নববর্ষ…

৫২

আধার ভেদ করে সূর্যকিরণ
প্রতি জীবন দুয়ারে পৌছে যাক।
যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে,
এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর!
শুভ নববর্ষ ১৪২৯

৫৩

সূর্য বিলায় আলো
তোমরা থাক ভালো।
চাঁদ ছড়ায় জোছনা
তোমাদের প্রতি শুভ কামনা।
সবাই হেসে উঠুক আনন্দ নব হর্ষে,
এই শুভ দিন শুভ নববর্ষে।

৫৪

সবাই নতুন বছরকে স্বাগত জানাও শুদ্ধ মনে…
পুরনো সব ভালো স্মৃতি গুলোকে মাথায় রেখে,
খারাপ স্মৃতিগুলোকে ভুলে গিয়ে,
এগিয়ে চলো নতুন বছরে নতুন ভাবে…
নববর্ষের আগাম শুভেচ্ছা…

৫৫

সব খারাপ স্মৃতি গুলোকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে।
শুভ নববর্ষ…

৫৬

সঞ্চারিত হাজার আশা
হে শুভ নববর্ষ,
আশা করি বিশ্বাসে
আসবে শান্তি চিত্তে, আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই
জীবন হয়েছে তিক্ত,
তোমার নব ঝর্ণা ধারায়
করো এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের
যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা
সুর শূভেচ্ছা নিও তুমি।

৫৭

সাফল্য তাদের কাছেই আসে
যারা সাফল্য ধরে রাখতে জানে…
তাই কখনো হাল ছেড়ে দিও না…
নতুন বছরে তোমার জন্যে
এই কামনা রইল আমার।
আগাম নববর্ষের শুভেচ্ছা…

৫৮

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম,
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান,
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট,
নতুন বছরের নতুন যাত্রা হয়
যেনো সুখ আর বিনোদন-ময়!
এই কামনায় তোমাদের জানাই “শুভ_নববর্ষ”

৫৯

মুছে যাক সকল কলুষতা,
শান্তির বার্তা নিল খামে পাঠালাম,
সুদিনের সুবাতাস তোমায় দিলাম,
শুভ নববর্ষ…

আরও পড়ুনঃ

৬০

ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়,
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর,
এই সময় এই ক্ষন
পাবে তুমি কতক্ষন,
আসো তবে হাত মিলাই,
মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ।

৬১

নতুন একটি দিন
নতুন আলো
নতুন একটি বছর
নতুন কিছু ভালো
নতুন কিছু কথা
নতুন কিছু আশা
নতুন করে জীবন নিয়ে
নতুন সপ্ন দেখা।
শুভ নববর্ষ…

৬২

ঘড়ির কাটা ১২ টা,
মন যে আর মানে না।
তুমি বন্ধু ঘুমাও নাকি?
নতুন বছরের নতুন তারা,
দেখ করছে ঝলমল।
দিচ্ছে নতুন এর সাড়া।
তোমার জীবনের বাকি দিন
গুলো হোক সুখ সমৃদ্ধি ময়,
এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ।

৬৩

জাগুক হৃদয়েতে নব আনন্দ,
সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ,
দুর করে দিয়ে সকল দুঃখ,
আস হে নতুন আস।
শুভ নববর্ষ

৬৪

ঢাক ঢোল মাদলের তালে,
রং বেরঙের মনের দেয়ালে,
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক
যুগে যুগে। – শুভ নববর্ষ

৬৫

নতুন আলো নতুন ভোর,
আসলো বছর কাটলো প্রহর,
অতীতের হল মরণ,
নতুন কে কর বরণ,
পুরোনো সব স্মৃতি,
করে ফেল ইতি।
তোমাদের জানাই…
শুভ নববর্ষের শুভেচ্ছা

৬৬

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম,
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান,
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট,
নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ
আর বিনোদনময়!
এই কামনায় তোমাদের জানাই – “শুভ নববর্ষ”

৬৭

বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য,
আসবে নতুন সকাল, নতুন দিন,
নতুন স্বপ্ন, নতুন আশা।
আর নতুন হোক আজকের ভালবাসা। – শুভ নববর্ষ

আরও পড়ুনঃ

Sharing Is Caring:

আমি জিয়ারুল কবির লিটন, একজন বহুমুখী ব্লগার, স্বাস্থ্য, খেলাধুলা, জীবনধারা এবং ইসলামিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির প্রতি অনুরাগী। আমি কঠোর অন্বেষণ, অনুসন্ধান, তত্ত্বানুসন্ধান ও অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমার আকর্ষক লেখার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ২০১৫ সাল থেকে ব্লগের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা এবং ইতিবাচকতা দিক গুলো নির্ভুল ভাবে সবার সাথে ভাগ করে চলার চেষ্ট করছি।

1 thought on “নববর্ষের আগের সন্ধ্যা নববর্ষের শুভেচ্ছা”

Leave a Comment