নিজেকে বা সঙ্গীকে যৌনরুগী বা দুর্বল ভাবেন তাহলে দেখুন।
এযুগে নারী এবং পুরুষ বিশেষ করে যুবক-যুবতীরা বর্তমান হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে ‘নীল ছবি (প’র্নো ফিল্ম) দেখতে পারেন’। আর এসব দেখেই ‘যৌন বিষয়ে হাজারো ভুল ধারনা মনে ধারন’ করে থাকেন। অনেক ভাবেন ভিডিওতে দেখি ‘পুরুষের লি’ঙ্গ অনেক লম্বা’ এবং তারা অনেক সময় ধরে মিলন করতে পারেন আমি সেই তুলনায় অনেক দুর্বল।
>>>কথা হলো- ‘নায়ক তো সাধারন মানুষের মত হবেন না। তার আলাদা কিছু যোগ্যতা আছে বলেই তাকে ফিল্মে সুযোগ দেয়া হয়ে থাকে’।
>>>’ নীল ছবিতে কিছু বিশেষ এ্যাঙ্গেলে ক্যামেরা রেখে ভিডিও করা হয়- দুইটি শব্দ প্রচলিতঃ “এ্যভাব আই ল্যাভেল” “বিলো আই ল্যাভেল” আমারা মোবাইল দিয়ে যদি কোন কোন বস্তু বা ব্যাক্তির ছবি তোলার সময় মাটিতে বসে তার দাড়ানো অবস্থার যাকে বলে ‘এ্যভাব আই ল্যাভেল’ ছবি তোলেন তাহলে ছবিতে ওই ব্যাক্তি বা বস্তুুর আকার বাস্তবের তুলনায় অনেকটা বড় দেখাবে। ঠিক তার বীপরিত – একটি চেয়ারে দাড়িয়ে যদি মাটিতে দাড়ানো কো ব্যক্তির ছবি তোলেন যাকে বলে ‘বিলো আই ল্যাভেল’ তাহলে তাকে অনেক ছোট বা খাটো দেখাবে।’
‘আমরা সাধারনত নিজেদের লিঙ্গ বিলো আই ল্যাভেলে দেখি বাস্তবের তুলনায় ছোট দেখা যায়। এমনকি লিঙ্গের অনেকাংশ পেটের কারনে দেখাই যায়না’!
পুরুষেরা কল্পনা করেন নারীর স্তন একদম গোলাকার টলমলে দেখতে হবে, তেমনি নারীর মনে কল্পনা থাকে পুরুষের লি’ঙ্গ হবে ছবির হিরোদের মত লম্বা বা বড় মোটা কিন্তু যখন সত্যিকারে মিলনে যায় তখন কেউই আকার বিষয়টি খেয়ালই করেন না। তাছাড়া নারীর জি-স্পট তথা যৌ’ন সুড়’সুড়ির স্না’য়ু যৌ’নাঙ্গের মাত্র ৩ ইঞ্চি (লম্বা মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ ইঞ্চি) গভীরে অবস্থিত – তাই লি’ঙ্গ ৩ ইঞ্চি ভিতরে প্রবেশ করলেই যৌ’নসুখ অর্জন করে থাকে।
যারা মিডিয়া কিংবা ফটো সুটের সাথে জড়িত তারা জানেন – ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্র বানাতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যায়
লক্ষ্য করবেন, নিজের একটি পাসফোর্ট সাইজের ফটো তুলতে ষ্টুডিওতে সর্বনিন্ম ৩/৪ টি ফটো নেয়। সেই হিসেবে ২০ মিনিটের ‘একটা পর্নো ছবির শুটিং কত দিনে লাগতে পারে ভাবুন’। যদি ১৫ মিনিটের ছবি ১৫ মিনিটেই শুটিং সম্ভব হত তাহলে প্রতি মাসে ফিল্ম রিলিজ ১০০০ খানেক। আসলে একেকটি ছবি লম্বা সময় + বার বার ভিডিওকে জোড়া লাগিয়ে একটি মিলন পর্ব হিসেবে দর্শকের সামনে উপস্থাপন করা হয়।
পুরুষ জন্যঃ মিলনকালে গড়ে মাত্র শতকরা ১৭ ভাগ নারী পুর্ন তৃপ্তি (উন্নত বিশ্বে একযুগ আগে তা ছিল ২৫%, যা বর্তমানে ৪৫% এ এসে দাড়িয়েঁছে) প্রাপ্ত হন। তাই মিলন-পুর্ব অন্য ভাবে সময় ব্যয় করুন। এ
নারী জন্যঃ ‘আপনার এলোমেলো চিন্তা বাদ দিয়ে বাস্তবতা মেনে চলুন আপনার মুখের একটি কথা সঙ্গীকে বাঘ বানিয়ে দিতে পারে’। তার ‘শরীরে জোয়ার জাগাতে পারে’। তার সুনাম করুন সম্মান করুন তাকে মনোবল দিন বিছানায় এবং পারিবারিক লাভবান হবেন। তাকে ‘হারাতে চেষ্টা করবেন তো নিজেই শুন্যতায় ভুগবেন’।
আরও পড়ুন- ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে পদ্ম/শাপলাফুলের জুরি নেই! জেনে নিন উপকারিতা
আরও পড়ুন- গর্ভাবস্থায় আপনি ৮তম মাসে যে অভিজ্ঞতা ও সমস্য গুলির সম্মুখীন দেখে নিন।