ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে। তন্মধ্যে নামাজ একটি ফরজ ও অপরিহার্য ইবাদত। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন।
নামাজ খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে নামাজের তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলিম নর-নারীকে নিয়মিত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে।
দিনে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন মুসলমানের ঈমান পরিপূর্ণ হয়, যা তার জন্য জান্নাতে প্রবেশের দরজা খুলে দেয়। রাসুল (সাঃ) বলেছেন, “তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হল একমাত্র নামাজ। যে এটা পরিত্যাগ করবে সে কাফির।” (তিরমিযী, নাসাঈ) এ হাদীসের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়।
এশার নামাজের ওয়াক্ত
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এশার নামাজ পঞ্চম ও শেষ নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজের মাধ্যমে শুরু হয় এবং এশার নামাজের মাধ্যমে শেষ হয়। এশার নামাজ রাতে পড়তে হবে। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর এশার নামাজের সময় শুরু হয় এবং রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত স্থায়ী হয়। তবে সুবহে সাদিকের আদায় করা মাকরুহ বা অনুত্তম বলে গণ্য। তাই যথাসম্ভব সঠিক সময়ে এই সালাত আদায় করা উত্তম।
এশার সালাত আদায় করার ব্যাপারে বিভিন্ন হাদীস রয়েছে। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করল, সে যেন রাতের অর্ধেক রাত্রি পর্যন্ত (নফল) সালাত আদায় করল। (সহীহ মুসলিমঃ ১৩৭৭)
এশার নামায অন্যান্য নামাযের সাথে জামাতে আদায় করা খুবই উত্তম। ফলস্বরূপ, পুরস্কার ২৭ বেশি সওয়াব । যা উপরোক্ত হাদীস থেকে স্পষ্ট।
এশার নামাজ মোট কত রাকাত ও কি কি
চার রাকাত সুন্নত (সুন্নাতে জায়দা)
চার রাকাত ফরজ
দুই রাকাত সুন্নাত (সুন্নাতে মুয়াক্কাদা)
দুই রাকাত নফল ( নফল নামাজ আপনি চাইলে বেশিও আদায় করতে পারেন)
তিন রাকাত বিতির, তবে বিতির নামাজ তিন অথবা পাচঁ অথবা সাত রাকাতও আদায় যায়
এর পর দুই রাকাত নফল মানাজ আদায় করা যায়,
এশার ফরজ, সুন্নাহ, নফল ও বিতর সহ মোট ১৭ রাকাত যদিও এশার নামাযের সাথে বিতর নামাজের কোন সম্পৃক্ততা নেই।
বিস্তারিত পড়ুন এই পোস্টেঃ এশার নামাজ কয় রাকাত নিয়ত সূরা
এশার নামাজ ১৭ রাকাত কি কি
এশার নামাজ ১৭ রাকাত: ১। চার রাকাত সুন্নত (সুন্নাতে জায়দা) ২। চার রাকাত ফরজ ৩। দুই রাকাত সুন্নাত (সুন্নাতে মুয়াক্কাদা), ৪। দুই রাকাত নফল ( নফল নামাজ আপনি চাইলে বেশিও আদায় করতে পারেন), ৫। তিন রাকাত বিতির, তবে বিতির নামাজ তিন অথবা পাচঁ অথবা সাত রাকাতও আদায় যায়। ৬। এর পর দুই রাকাত নফল মানাজ আদায় করা যায়,
এশার নামাজের সময় শুরু ও শেষ
মাগরিবের নামাজ শেষ হওয়ার পর এশার নামাজের সময় শুরু হয় এবং রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত স্থায়ী হয়। তবে সুবহে সাদিকের আদায় করা মাকরুহ বা অনুত্তম বলে গণ্য। তাই যথাসম্ভব সঠিক সময়ে এই সালাত আদায় করা উত্তম।
আরও পড়ুনঃ
FAQs
এশার নামাজ ১৭ রাকাত, তবে এশার নামাজ ফরজ নামাজ ৪ রাকাত।
শুরুতে ১। চার রাকাত সুন্নত (সুন্নাতে জায়দা) ২। চার রাকাত ফরজ ৩। দুই রাকাত সুন্নাত (সুন্নাতে মুয়াক্কাদা), ৪। দুই রাকাত নফল ( নফল নামাজ আপনি চাইলে বেশিও আদায় করতে পারেন), ৫। তিন রাকাত বিতির, তবে বিতির নামাজ তিন অথবা পাচঁ অথবা সাত রাকাতও আদায় যায়। ৬। এর পর দুই রাকাত নফল মানাজ আদায় করা যায়,
নফল বাদে সর্ব মোট ৩২ রাকাত,
সমগ্র মুসলিম উম্মাহর জন্য ফজরের ৪ রাকাত; জোহর ১০ রাকাত; আসরের ৪ রাকাত, মাগরিবের ৫ রাকাত এবং এশার ৯ রাকাত নামায যথাযথভাবে পড়তে হবে।
এশার নামাজ ১৭ রাকাত: ১। চার রাকাত সুন্নত (সুন্নাতে জায়দা) ২। চার রাকাত ফরজ ৩। দুই রাকাত সুন্নাত (সুন্নাতে মুয়াক্কাদা), ৪। দুই রাকাত নফল ( নফল নামাজ আপনি চাইলে বেশিও আদায় করতে পারেন), ৫। তিন রাকাত বিতির, তবে বিতির নামাজ তিন অথবা পাচঁ অথবা সাত রাকাতও আদায় যায়। ৬। এর পর দুই রাকাত নফল মানাজ আদায় করা যায়,
1 thought on “এশার নামাজ মোট কত রাকাত ও কি কি”