রোজা ফারসি শব্দ আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে হলো সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সওম বা রোজা হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিকের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নামেই রোজা।
রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও ফজিলতের মাস। এ মাসে মুসলমানরা পুরো মাস রোজা রাখে। সারা বিশ্বের ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষা করে। রমজান মাস আসার আগেই একে অপরকে রমজানের শুভেচ্ছা বার্তা দিয়ে আগাম শুভেচ্ছা জানায়।
আজকে উক্তি স্ট্যাটাস আমরা তাদের উদ্দেশ্যে এই পোস্টে শেয়ার করতে যাচ্ছি যারা ফেশবুকে পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস দিতে চাচ্ছেন কিন্তু কি লিখবেন ভেবে পাচ্ছেন না। এখানে ইসলামিক পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস গুলো সুন্দর ভাবে সাজিয়ে রেখেছি। যা আপনি করি করে আপনার ফেশবুক অয়ালে শেয়ার বা পোস্ট করতে পারবেন।
মাহে রমজানের ফেসবুক স্ট্যাটাস
জান্নাতের নেটওয়ার্ক হলোঃ “আল ইসলাম”
সিম কার্ড হলোঃ “ঈমান”
বোনাস হলোঃ “রমযান”
রিচার্জ হলোঃ “নামাজ”
আর আমাদের হেল্পলাইন হলঃ “আল কোরআন”
যদি রাখো রোজ,,,
মন হবে তাজা।
যদি পড় নামাজ,,,
শক্ত হবে সমাজ।
যদি পড় কোরআন,
শক্ত হবে ঈমান।
এলো রে এলো, ওই মাহে রমজান,
মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান।
সওয়াব এর সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান।
পাপ গুলো সব যাবে ঝোড়ে, ঈমান করবে শাণ,
রহমতেরই নিয়ে আসছে মোদের মাহে রমজান।
শপথ নিলাম আজকে সবাই,
রাখবো সকল রোজা।
মিথ্যে কথা বলবো না আর,
কমবো পাপের বোঝা।
হে আল্লাহ,,,!
রমজান মাসে আমাদের বেশি বেশি
ইবাদত করার তৌফিক দান করুন।
সবাইকে রমজানের শুভেচ্ছা।
সামনে আসছে রোজা,
হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ।
এসো নিয়ত করি, আজ থেকে
সবাই ৫ ওয়াক্ত নামাজ পরি,,,,,।
বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা,
পাপ পূণ্যের হিসেব করে,
চলবো সঠিক সোজা।
সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।
রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,,
কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
হে রাব্বুল আলামি,,,
রমজান পর্যন্ত আমাদের সকলের
হায়াতকে সুদীর্ঘ করে দিন।।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
হে, রাব্বুল আলামিন
আমাদের সকলকে ৩০ টা রোজা
সঠিক ভাবে রাখার তৌফিক দান করুন।
আমিন।
বছর ঘুরে আবার এলো মাহে রমজান,
মুসলমানদের ইবাদতে বুক হবে শাণ
শুভ রমজান।
আসলো আবার রোজা,,
তাইতো আমার নতুন করে,,,
সোজা পথটি খোঁজা।
সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।
হাজার মাসের সেরা মাহে রমজান,
এ মাসে আল্লাহর দয়া অফুরান।
রমজানুল মোবারক
নতুন চাঁদের পবিত্র মাস,,,
Wellcome to রমাজন মাস
রোজা রাখবেন 30 দিন
ভালো কাজে মন দিন খারাব
কাজ ছেড়ে দিন,,,
নামাজ পড়ুন প্রতিদিন
শুভ রমজান
আরও পড়ুনঃ
বিধান মেনে পালন করুন,,
পবিত্র মাহে রমজান,,,,!
গুনাহ থেকে মুক্তি পাবেন,
পাবেন আখিরাতে সম্মান।
হ্যাপি রমজানুর মোবারক।
সাওম বান্দা ও আল্লাহর
মাঝে নিতান্ত গোপন ইবাদত,
তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার
মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।।
🕋 প্রবিত্র রমজানের শুভেচ্ছা 🕋
আসুন আমরা সকলে মিলে
মহান আল্লাহর কাছে নিজেদের কে সমর্পন করি
এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
রমজান মাস এলে আল্লাহর আদেশে
বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,,
দোযখের দরজা বন্ধ হয়ে যায়
এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
এসে গেল রোজা….
হালকা হবে মোদের গোনাহের বোঝা…
মোরা যদি করি ফেলি
অনেক বেশি পাপ চেয়ে নেব মাফ….
এসো বন্ধু নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি….
মাহে রমজানের স্ট্যাটাস বাংলা
এক এক করে যাচ্ছে
চলে মাহে রমজান
কি করে দিবো
আমি তার প্রতিদান,
ক্ষমার আশায় আজও
আমি তুলি দুই হাত
কবুল করো আল্লাহ
তুমি আমার মোনাজাত ।
দেখো ওই পূর্ব গগনে উঠেছে চাঁদ
শুরু হলো রমাজান মাস ।
রমাজনের আগমনে
রহমতের দুয়ার খুলেছে ।
সবাই মিলে শপত
করি রোজা রাখবো ৩০ টি ।
” রমজান উল মোবারাক ”
এসেছি আজ তোমার ঘরে
একটি বছর ঘুরে
আমায় যদি তুমি রাখো
৩০ দিন বুকে ধরে
নামাজ কোরআন পড়ো
যদি তুমি তার সাথে
নিশ্চয়ই তোমায় ছাড়া আমি
আর যাবো না ওই জান্নাতের ঘরে ।
” রমাজন মোবারাক ”
এক দুই তিন…
এসেছে রোজার দিন
চার, পাঁচ ছয়…
রোজা রাখতে কিসের ভয়
সাত আট নয়…
খারাফ কাজ আর নয়
দশ, এগারো, বারো…
৫ ওয়াক্ত নামাজ পড়
পবিত্র রমাজন মাসের শুভেচ্ছা
রমজানুল মোবারাক ।
নতুন চাঁদের পবিত্র মাস
ওয়েলকাম টু রমাজন মাস
রোজা রাখবেন ৩০ দিন
ভালো কাজে মন দিন
খারাফ কাজ ছেড়ে দিন
নামাজ পড়ুন প্রতি দিন
” হ্যাপি রমাজান ”
“মুসলমান হতে হবে সব সময়ের জন্য,
শুধু রমাজন মাসের জন্য নয় ।
শুভ রমজান ।”
আরও পড়ুনঃ
- বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- স্টাইলিশ ফেসবুক আইডির নাম
- ভালোবাসার ছন্দ ফেসবুক স্ট্যাটাস
- স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
“আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক
পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে
সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন ।
শুভ রমজান ।”
“রমজান হলো ইমান কে
তাজা করার মহা সুযোগ ।
শুভ রমজান ।”
“কম ঘুমান ।
বেশী পার্থনা করুন ।
হ্যাপি রমাদান ।”
“রমজান হল ধৈর্যের মাস,
আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত ।
শু্ভ রমজান ।”
“হে আল্লাহ, আমাদের এই রমজান মাসে
আমদের সকলের রোজা কবুল করুন ।
শুভ রমজান ।”
“আলহামদুলিল্লাহ্,
আবারো রমজান এলো,
আল্লাহর ক্ষমা ও নিয়ামত
কামনা করার সময় ।
রমজানুল মোবারাক ।”
“এই রমজানে মহান “আল্লাহ”
আপনার জীবনে সুখ,
শান্তি সহ আপনার ইচ্ছা
এবং স্বপ্ন পূরণ করুন ।
শুভ রমাজান ।”
পবিত্র মাহে রমজান স্ট্যাটাস ২০২৩
“রমজানের এই চেতনা
আমাদের সবার হৃদয়ে থাকুক
এবং আমাদের আত্মাকে
ভিতর থেকে আলোকিত করুক ।
সবাইকে জানাই
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
“রমজান কেবল রোজা রাখার জন্যই নয়,
ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা,
জিহ্বাকে নিয়ন্ত্রন করা,
অন্যকে নিয়ে সমালোচনা না করা ।
এটাই রমজানের চেতনা।
শুভ রমজান
“রমজান মাস শুরু হলে
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,
জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়
এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
রমজান মুবারক
আবারও এসেছে রমজান, তাই রমজান কে কাজে লাগিয়ে জীবনের সকল গুনাহ মাফ চেয়ে ইবাদত শুরু করি, আল্লাহ সবাইকে সঠিক ভাবে ইবাদত করার তৌফিক দান করুন (আমীন) – সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা।
রমজান শুধু না উপস থাকার জন্য নয়, রমজান মানে আমাদের সকল পাপ কাজ থেকে বিরত থাকা এবং সকল পাপ ক্ষমা চাওয়ার উত্তম মাস।
সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা।
অনেকেই আছে যারা গত বছর রমজান মাস পায়নি। আল্লাহ তায়ালা আমাদের হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে বলেই এ বছর পবিত্র মাহে রমজানের শুবাস পেয়েছি। তাই আমরা চেষ্টা করব যাতে রমজান কে কাজে লাগিয়ে আমরা আমাদের আত্ম শুদ্ধি করতে পারি। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা
আরও পড়ুনঃ
- জীবন নিয়ে উক্তি – জীবন নিয়ে কিছু কথা
- মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
- মাকে নিয়ে সেরা উক্তি
- বন্ধু নিয়ে স্ট্যাটাস
রমজানের হাদিস
আমরা যেন ৩০ টি রোজা সঠিকভাবে পালন করতে পারি ও এ রোযার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেন জান্নাত লাভ করতে পারি। এই দোয়াই করি আল্লাহর কাছে। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা।
বছর ঘুরে চলে এলো রমজান মাস, মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাস। যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।
রমজান গুনাহ মোচনের অন্যতম একমাত্র মাধ্যম** আল হাদিস।
মানুষ সবসময় মৃত্যু থেকে বাচাঁর চেষ্টা করে
কিন্তু জাহান্নাম থেকে নয়।
অথচ, মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে।
কিন্তু, মৃত্যু থেকে নয়।
দুনিয়াতে সব চাইতে কঠিন
কাজ হলো নিজেকে সংশোধন করা,
আর সব চাইতে সহজ কাজ হলো
অন্য কারও সমলোচনা করা……
(হযরত আলী রাঃ)
জগতে সেই সব চাইতে কৃপন,
যে মুসলমান অন্য একজন মুসলমানকে
সালাম দিতে কৃপনতা করে। -বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)।
যে নারী তার অভিভাবকের সম্মতি
ছাড়াই নিজে নিজে বিবাহ করে,
তার বিবাহ বাতিল, বাতিল, বতিল। – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে,
একবারও দেখি নাই তারে,
জানিনা আমার ভালোবাসায় আছে কি ছুল,
একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)
কারো কাছ থেকে কিছু পেতে হলে
যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়।
ঠিক তেমনি আল্লহর কাছ
থেকে কিছু পেতে হলে,
আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।
দুনিয়ার সবচাইতে জটিল অংকের নাম হলো জীবন।
যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন,
ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
পবিত্র মাহে রমজানের হাদিস
বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের উপহার নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সাধনার মাস ইবাদতের মাস। মাহে রমজান মাস আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের একমাত্র সেরা সময়।
পবিত্র মাহে রমজান মাসের ফজিলত অনেক বেশি, আর এই ফজিলত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফে উল্লেখ রয়েছে। সাহায্যবিডি পাঠকদের জন্য এই ফজিলতের কিছু বাণী তুলে ধরা হলো।
‘হে ঈমানদারগণ, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর । তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেমন ফরজ করা হয়েছিলো । যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার’: আল কুরআন।
’আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত’: আল হাদিস
‘ফেরেশতারা দোয়া করেন ইফতার পর্যন্ত রোজাদারের জন্য’: আল হাদিস।
‘প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় রোজাদারের জন্য’: আল হাদিস।
‘সকল উম্মতকে মাফ করা হয় রমজানের শেষ রাতে’: আল হাদিস।
‘জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল রমজান’: আল হাদিস।
‘মাহে রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশে করার সুযোগ রয়েছে’: আল হাদিস।
‘গুনাহ মোচনের অন্যতম মাধ্যম রমজান’: আল হাদিস।
‘কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য রোজা শুপারিশকারী হবে’: আল হাদিস
‘আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজার পুরষ্কার’: আল হাদিস।
‘আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় রোজার মাধ্যমে’: আল হাদিস।
‘মানুষকে আখেরাত মুখী করে রোজা’: আল হাদিস।
‘সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে রমজান’: আল হাদিস।
‘আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত হলো মাহে রমজান তাই রমজান এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়’: আল হাদিস।
‘আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ মাহে রমজান’: আল হাদিস।
কিওয়ার্ড
- মাহে রমজানের স্ট্যাটাস,
- মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস,
- পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস,
- রমজানের স্টাটাস,
- মাহে রমজানের স্টাটাস,
- রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস,
- রমজান মাসের স্ট্যাটাস,
- রমজানের ফেসবুক স্ট্যাটাস,
- রমজান মাসের ফেসবুক স্ট্যাটাস,
এসেছি আজ তোমার ঘরে
একটি বছর ঘুরে
আমায় যদি তুমি রাখো
৩০ দিন বুকে ধরে
নামাজ কোরআন পড়ো
যদি তুমি তার সাথে
নিশ্চয়ই তোমায় ছাড়া আমি
আর যাবো না ওই জান্নাতের ঘরে ।
” রমাজন মোবারাক ”
আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস
যদি রাখো রোজ,,,
মন হবে তাজা।
যদি পড় নামাজ,,,
শক্ত হবে সমাজ।
যদি পড় কোরআন,
শক্ত হবে ঈমান।
আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস
শপথ নিলাম আজকে সবাই,
রাখবো সকল রোজা।
মিথ্যে কথা বলবো না আর,
কমবো পাপের বোঝা।
আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস