গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

গার্মেন্টস চাকুরী হতে অব্যাহতির জন্য কীভাবে আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়, কোন কোন বিষয় উল্লেক্ষ করতে হবে। বিস্তারিত শিখুন এখানেই।

ভূমিকা:

গার্মেন্টসে বা পোশাক শিল্পে কাজ করা একটি চ্যালেঞ্জিং এবং বেশ শারীরিক পরিশ্রমের কাজ। এই কাজের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং পুনরাবৃত্তিমূলক গতির প্রয়োজন হয়। যাইহোক, এমন পরিস্থিতি রয়েছে যেখানে একজন কর্মচারীকে এই ধরনের কর্মসংস্থান থেকে অব্যাহতি নিতে হয়।

এছাড়াও চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিভিন্ন কারণ থাকতে পারেন যেমন- সরকারি চাকরি পেয়েছে, আর কোন কোম্পানিতে চাকরি করবে না, কেউ নিজের ব্যবসা করতে চান বা বিদেশে যেতে চান এমন আরও বিভিন্ন কারণে চাকরি থেকে অব্যাহতি নিতে হতে পারে।

গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র
গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

আরও পড়ুনঃ

গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত

গার্মেন্টস চাকুরী থেকে অব্যাহতির আবেদনপত্র সম্পর্কে লেখা এই পোস্টে আমরা বিস্তারীত আলোচনার মাধ্যমে আপনার সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন।

আমাদের মধ্যে অনেকেই এই অব্যাহিত আবেদন পত্র লিখতে পারেন না। তাই আজকের এই পোস্টটি তাদের জন্য যারা অ্যাপ্লিকেশন লিখতে পারেন না বা কীভাবে লিখবেন তা ভাবছেন। আশা করি আজকের পর থেকে আপনাকে আর কোন দরখাস্ত লিখতে সমস্য হবে না। তাহলে চলুন দেখে নেই।

চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র কি?

যদি আপনি কোন কোম্পানিতে অথবা গার্মেন্টসে চাকরিরত অবস্থায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে চাকরি ছাড়ার জন্য একটি লিখিত দরখাস্তর মাধ্যমে অব্যাহতির আবেদন করতে হবে। চাকরি ছাড়ার জন্য বা অব্যাহতি নেওয়ার জন্য যে দরখাস্তটি আবেদন পত্রটি লিখবেন সেটিই হচ্ছে মূলত চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র।

এই দরখাস্ত আপনি চাইলে বাংলা অথবা ইংলিশে দুই ভাষায় দিতে পারেন আপনার জন্য যেটা সহজ সেই ভাষাতে অব্যাহতির আবেদন করতে পারেন। সাধারনত অন্য দরখাস্ত যেই নিয়মে লেখেন এটির ক্ষেত্রে একই নিয়ম মেনেই দরখাস্তটি লিখতে হবে।

গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

যে কোন আবেদন পত্র লিখার নিয়ম একই অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম একই আমরা নিচে এই অব্যাহতি দরখাস্তটি ৭ ভাগে ভাগ করে আপনাদের মাঝে সহজ ভাষায় তুলে ধরব যাবে এরপর থেকে আপনাকে আর কোন দরখাস্ত লিখতে সমস্য না হয়।

আবেদনপত্রের ছয়টি অংশ থাকেঃ

১। তারিখ

২। ঠিকানা

৩। মাধ্যম

৪। বিষয়

৫। সম্বোধন

৬। লেখার ধরণ

৭। সমাপ্তি

চলুন এই ৭টি অংশ নিয়ে স্ক্রিনসট সহ বিস্তারিত আলোচনা করি।

১। আবেদন পত্রে তারিখ লেখার নিয়ম

প্রথমত, শুরুতে আপনার যেই তারিখে আপনার অবেদন পত্রটি জমা করবেন সেই তারিখ লিতে হবে।

আবেদন পত্রের তারিখ লেখার নিয়ম
১। আবেদন পত্রের তারিখ লেখার নিয়ম

তবে মতে রাখতে হবে চাকরি থেকে পদত্যাগপত্র লেখার সময়, আপনি যে তারিখ থেকে এটি কার্যকর করতে চান তা আবেদনের মূল অংশে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। আর এ ক্ষেত্রে মালিককে অন্তত এক মাস সময় দেওয়া যেতে পারে। যাতে মালিক আপনার জায়গায় অন্য কাউকে নিয়োগ দিতে পারে।

আর যদি এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে সরকারি চাকরিতে যোগদানের বাধ্যবাধকতা থাকে, তাহলে নিয়োগকর্তার সঙ্গে পরামর্শ করে স্বল্প সময়ের মধ্যে আবেদন করা যাবে।

২। আবেদন পত্রে ঠিকানা লেখার নিয়ম

তারিখের পরবর্তী ধাপে, ঠিকানা লেখার বিষয়টি আসে। আবেদন লেখার সময়, আপনাকে একটি নির্দিষ্ট স্টাইল বজায় রেখে ডান পাশে লেখা শুরু করতে হবে।

আবেদন পত্রে ঠিকানা লেখার নিয়ম
আবেদন পত্রে ঠিকানা লেখার নিয়ম

এখানে আমাদের স্ক্রিনসট এর মত করে ঠিকানা সঠিকভাবে লিখুন। এখানে ডেমো একটি ঠিকানা দিয়েছি আপনি আপনার সঠিক ঠিকানা লিখবেন। সঠিকভাবে না লিখলে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়।

৩। আবেদন পত্রে মাধ্যম লেখার নিয়ম

মাধ্যম এই অংশে আপনি যে কোন আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ লিখতে পারেন।

৪। আবেদন পত্রে বিষয় লেখার নিয়ম

বিষয় সহজ এবং সংক্ষিপ্ত ও এক কথায় হওয়া উচিৎ। এখানে এমন শব্দের ব্যবহার করা যাবে না। যা দেখতে দৃষ্টিকটু দেখায়। এর ফলে একধরনের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।

আবেদন পত্রের তারিখ লেখার নিয়ম
১। আবেদন পত্রের তারিখ লেখার নিয়ম

এই স্ক্রিনসট দেখুন আমরা একথায় সুন্দর ভাবে লিখেছি

৫। আবেদন পত্রে সম্বোধন লেখার নিয়ম

সম্বোধন সুস্পষ্ট হওয়া প্রয়োজন যেমন জনাব, বা জনাবা মনে রাখবেন এখামে সম্মান দিতে কমতি যে না হয়।

৬। আবেদন পত্র লেখার ধরণ

সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি সংক্ষিপ্ত এবং সংগঠিত করুন। এটি অ্যাপ্লিকেশনটিকে আকর্ষণীয় করে তুলবে। আর এমন ভাষায় লেখা উচিৎ যাতে যে কেউ পড়ার পর একধরনের ইতিবাচক ধারণা তৈরি হয়। অযথা একই বাক্য পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকুন। আর শুরুর বাক্যটি আকর্ষণীয় রাখার চেষ্টা করুন। নিচের স্ক্রিনসট টি দেখুন।

আবেদন পত্র  লেখার ধরণ
আবেদন পত্র লেখার ধরণ

এমন ভাবে লিখুন যাতে পাঠক পুরো আবেদনটি পড়ার জন্য একধরনের আগ্রহ পায়। সুস্পষ্ট কারণগুলি সঠিকভাবে ব্যাখ্যা করুন। কারণ সঠিক কারণ দেখাতে ব্যর্থ হলে আবেদনের যথাযথ মূল্য বজায় থাকবে না।

৭। আবেদন পত্রের সমাপ্তি

শুরুর মত করে শেষেরটাও সাজানো গুছানো ভাবে লিখবেন। বারবার চেক করুন যাতে কোনো ভুল-ত্রুটি না থাকে। নিচের স্ক্রিনসট টি দেখুন।

অব্যাহতির জন্য আবেদন পত্রের ক্ষেত্রে আপনার তিনটি নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে যাবে কর্তৃপক্ষ আপনাকে ভেরিফাই করতে পারেন।

আবেদন পত্রের সমাপ্তি
আবেদন পত্রের সমাপ্তি

আরও পড়ুনঃ

গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্রের সম্পুর্ন নমুনাটি দেখেুন

তারিখ: ২২/০2/২০২৪

বরাবর,
ম্যানাজার,
স্কয়ার ফ্যাশনস লিমিটেড
উত্তরা, ঢাকা – ১২০২,

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন প্রসঙ্গে।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ আজাদ হোসেন, পিতা- নুরুল হক, মাতা- কমলা বেগম, উত্তরা বাংলাদেশ, ও ঠিকানা দিতে হবে। এখানে আপনি যে পদে বর্তমানে আছেন তার নাম । আমি গত ২২/০৩/২০২১ খ্রি: তারিখে আপনার স্কয়ার ফ্যাশনস লিমিটেড, কম্পানীতে, সুপার ভাইজর পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ২২/০৩/২০২৪ খ্রি: তারিখ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ২২/০৩/২০২৪ খ্রি: তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক
এখানে স্বাক্ষর দিন
(মোঃ আজাদ হোসেন,)
সুপার ভাইজর
স্কয়ার ফ্যাশনস লিমিটেড।
উত্তরা বাংলাদেশ।

নমুনা স্বাক্ষর:
১। …………………………..
২। ………………………….
৩। ……………………………

চাকরি হতে অব্যাহতি আবেদন পত্রের নমুনাটি PDF Download

এখানে ক্লিক করে গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্রের সম্পুর্ন নমুনাটি ডাউনলোড করুন।

সচরাচর জিজ্ঞাস্য

গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতি পেতে কতক্ষণ লাগে?

গার্মেন্টস চাকুরি শুধু নয় যে কোন চাকুরী থেকে অব্যাহতি পেতে ১ মাস পর্যন্ত সময় লাগতে পারে। কারন আপনার পদে অন্য কাউকে নিয়োগ করতে হলে সময় তো লাগবেই।

চাকরি হতে অব্যাহতি আবেদন পত্রের নমুনাটি PDF Download করব কিভাবে

চাকরি হতে অব্যাহতি আবেদন পত্রের নমুনাটি PDF Download করতে চান তাহলে আমাদের এই পোস্ট থেকে ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

গার্মেন্টস রিজাইন লেটার ছবি

গার্মেন্টস রিজাইন লেটার ছবি পেতে আমাদের এই পোস্টে গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র ক্লিক করে ছবি ও PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।

আমাদের কথা

আশা করি আজকে থেকে গার্মেন্টস বা যে কোন চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্রের লিখতে আর কোন সমস্যা হবে না। এখন চাইলে আপনি যে কোন চাকুরী থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র লিখতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।

Sharing Is Caring:

আমি জিয়ারুল কবির লিটন, একজন বহুমুখী ব্লগার, স্বাস্থ্য, খেলাধুলা, জীবনধারা এবং ইসলামিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির প্রতি অনুরাগী। আমি কঠোর অন্বেষণ, অনুসন্ধান, তত্ত্বানুসন্ধান ও অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমার আকর্ষক লেখার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ২০১৫ সাল থেকে ব্লগের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা এবং ইতিবাচকতা দিক গুলো নির্ভুল ভাবে সবার সাথে ভাগ করে চলার চেষ্ট করছি।

Leave a Comment