পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। বাংলাদেশে পদ্মা নদীর উপর নির্মিত সেতুর নাম পদ্মা সেতু। এদেশের সকল সেতুর মধ্যে পদ্মা সেতুই সবচেয়ে বড়। এই পদ্মা সেতু নিয়ে আমাদের জল্পনা-কল্পনার শেষ নেই। এই পোস্টে আমি পদ্মা সেতু সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দেব। আশা করি আপনি পদ্ম সেতু সম্পর্কে a to z জানতে পারবেন। তাহলে জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে সব প্রশ্নের উত্তর –

আমাদের সাহায্যবিডি ডট কম ওয়েবসাইটের লেখাপড়া বিভাগ থেকে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ব্লোগে স্বাগত জানিয়ে আজেকে পদ্মা সেতু বিষয়ক লেখা শুরু করতে যাচ্ছি।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই পদ্মা সেতু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আসুন জেনে নেই স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান।

পদ্মা সেতু সম্পর্কে এখানে আমরা সকল প্রশ্ন ও উত্তর তুলে ধরার চেষ্ট করেছি আশা করি আপনি প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন

ক্রঃ নংপদ্মা সেতু সম্পর্কে প্রশ্নউত্তর
প্রশ্ন – পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
প্রশ্ন – পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি মি? উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি মি।
প্রশ্ন – পদ্মা সেতু কত কিলোমিটার? উত্তরঃ পদ্মা সেতু ৬.১৫ কিলো মিটার।
প্রশ্ন – পদ্মা সেতুর পিলার কয়টি? উত্তরঃ পদ্মা সেতুর পিলার 42 টি।
প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার ?উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদী
শাসন হয়েছে  দুই পাড়ে ১২ কিলোমিটার। 
প্রশ্ন – পদ্মা সেতুর স্প্যান কয়টি?  উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান 41 টি। 
প্রশ্ন – পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ  কত কিলোমিটার ? উত্তরঃ  পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫
কিলোমিটার  (২০,২০০ ফুট)
প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)
প্রশ্ন – পদ্মা সেতুর সংযোগ সড়ক  কত কিলোমিটার? উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ
সড়ক  দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
প্রশ্ন – পদ্মা সেতু কোন নদীর অবস্থিত? উত্তরঃ পদ্মা সেতু বাংলাদেশের  পদ্মা
নদীর উপর নির্মিত  একটি বহুমুখী
সড়ক ও রেল সেতু। 
এর মাধ্যমে মুন্সিগঞ্জের
লৌহজংয়ের সাথে  শরীয়তপুর ও
মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।
১০প্রশ্ন – পদ্মা সেতুর পিলার ও  স্প্যান সংখ্যা কয়টি ?উত্তরঃ পদ্মা সেতুর পিলার
সংখ্যা  42 টি স্প্যান সংখ্যা 41 টি। 
১১প্রশ্ন – পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তরঃ পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার
১২প্রশ্ন – পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়? উত্তরঃ  ৭ই ডিসেম্বর ২০১৪ সালে 
পদ্মা সেতুর কাজ শুরু হয়।
১৩প্রশ্ন – পদ্মা সেতু নির্মাণকারী
প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ পদ্মা সেতু নির্মাণকারী
প্রতিষ্ঠানের নাম হচ্ছে 
চায়না মেজর
ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
১৪প্রশ্ন – পদ্মা সেতুর স্প্যান 
কয়টি বসানো হয়েছে ? 
উত্তরঃ পদ্মা সেতুর  41
টি স্প্যান বসানো হয়েছে।
১৫প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু? উত্তরঃ পৃথিবীতে অসংখ্য সেতু রয়েছে।
দৈর্ঘ্যের দিক বিবেচনায় পদ্মা সেতু হচ্ছে
বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু।
সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে
এই জায়গা দখল করে নিয়েছে এই পদ্মা সেতু।
১৬প্রশ্ন – পদ্মা সেতুর দুই প্রান্তের
জেলার নাম গুলো কি কি?
উত্তরঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে
শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।
১৭প্রশ্ন – পদ্মা সেতুর বাজেট কত?উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে
৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
১৮প্রশ্ন – পদ্মা সেতু নির্মাণে বিশ্বের কোন
কোন দেশ অর্থায়ন করেছে ? 
উত্তরঃ পদ্মা সেতু নির্মাণে প্রকল্পটি বাংলাদেশ সরকারের
নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হচ্ছে।
১৯প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয়
৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
২০প্রশ্ন – পদ্মা সেতু ঢাকার সাথে
কয়টি জেলাকে সংযুক্ত করবে ? 
উত্তরঃ পদ্মা সেতুটি মোট তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করবে-
মুন্সীগঞ্জ (মাওয়া পয়েন্ট/উত্তর পাড়),
শরীয়তপুর এবং মাদারীপুর (জঞ্জিরা/দক্ষিণ পাড়)।
২১প্রশ্ন – পদ্মা সেতুর মোট ব্যয় কত? উত্তরঃ পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে
২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
২২প্রশ্ন – পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত? উত্তরঃ পদ্মা সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
২৩প্রশ্ন – পদ্মা সেতুর উচ্চতা কত?উত্তরঃ পানির স্তর থেকে পদ্মা
সেতুর উচ্চতা 60 ফুট।
২৪প্রশ্ন – পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসে? উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা
সেতুর প্রথম স্পান বসে।
২৫প্রশ্ন – পদ্মা সেতুতে রেললাইন
স্থাপন হয়েছে সেতুন কোন অংশে ? 
উত্তরঃ পদ্মা সেতুতে রেললাইন
স্থাপন হয়েছে সেতুর নিচ তলায়। 
২৬প্রশ্ন – পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার ? উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার। 
২৭প্রশ্ন – পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি
২৮প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে কতজন কাজ করেছে? উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে প্রায় ৪ হাজার জন কাজ করেছে। 
২৯প্রশ্ন – পানির স্তর থেকে পদ্মা
সেতুর উচ্চতা কত ?
উত্তর : পানির স্তর থেকে
পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট। 
৩০প্রশ্ন – পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?উত্তর : পদ্মা সেতুর পাইলিং
গভীরতা ৩৮৩ ফুট। 
৩১প্রশ্ন – প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?উত্তর : প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি। 
৩২প্রশ্ন – পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?উত্তর : পদ্মা সেতুর মোট
পাইলিং সংখ্যা ২৬৪টি। 
৩৩প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে
চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
৩৪প্রশ্ন – পদ্মা সেতুর প্রথম স্প্যান
কোথায় বসানো হয়? 
উত্তরঃ‌ পদ্মা সেতুর প্রথম
স্প্যান 37 ও 38 নম্বর খুটির
পিলারের উপর বসানো হয়। 
৩৫প্রশ্ন – পদ্মা সেতুর শেষ 41 নম্বর
স্প্যান কোথায় বসানো হয়? 
উত্তরঃ পদ্মা সেতুর শেষ স্প্যান 12
ও 13 নম্বর খুটির উপর বসানো হয়। 
৩৬প্রশ্নঃ পদ্মা সেতুর 41‌টি স্প্যান
বসাতে কতদিন সময় লাগে? 
উত্তরঃ‌ পদ্মা সেতুর 41 টি স্প্যান বসাতে
মোট তিন বছর ২ মাস ১০ দিন সময় লাগে। 
৩৭প্রশ্নঃ বাংলাদেশের বর্তমানে
দীর্ঘতম সেতুর নাম কি? 
উত্তরঃ বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম
সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু। 
৩৮প্রশ্নঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশে
দীর্ঘতম সেতুর নাম কি ছিলো? 
উত্তরঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের
দীর্ঘতম সেতুর নাম ছিলো যমুনা সেতু। 
৩৯প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি
স্প্যান এর ওজন কত? 
উত্তরঃ পদ্মা সেতুর প্রতিটি
স্প্যান এর ওজন 3200 টন। 
৪০প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান
গুলোর মোট ওজন কত? 
উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর
মোট ওজন ১১৬৩৮৮ টন। 
৪১প্রশ্নঃ পদ্মা সেতুতে ব্যবহৃত
স্টিলের পরিমাণ কত? 
উত্তরঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের
পরিমাণ ১৪৬০০০ মেট্রিক টন। 
৪২প্রশ্নঃ পদ্মা সেতুর
সক্ষমতা কতটুকু? 
উত্তরঃ পদ্মা সেতুর সক্ষমতা
দৈনিক 75 হাজার যানবাহন। 
৪৩প্রশ্নঃ পদ্মা সেতুর আকৃতি কি রকম? উত্তরঃ পদ্মা সেতুর আকৃতি
ইংরেজি S অক্ষরের মতো। 
৪৪প্রশ্নঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত? উত্তরঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা
রিকটার স্কেলে ৮ মাত্রার কম্পন। 
৪৫প্রশ্নঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর? উত্তরঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল 100 বছর। 
৪৬প্রশ্নঃ প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে
পদ্মা সেতুতে উঠেছেন? 
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ
2000 টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন। 
৪৭প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ
হাসিনার পদ্মা সেতুর
টোলের ট্রানজেকশন নাম্বার কতো?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পদ্মা সেতুর টোল এর ট্রানজেকশন
নাম্বার হচ্ছে 0.0001 
৪৮প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ
হাসিনা কত তারিখে
এবং কখন পদ্মা সেতু
প্রথম টোল দেন? 
উত্তরঃ তারিখ ২৫-০৬-২০২২, সময়
দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড। 
৪৯প্রশ্নঃ প্রধানমন্ত্রী কোন
যানবাহনে করে
পদ্মা সেতু অতিক্রম করেন?
উত্তরঃ লেন নং ০৩, শিফট নং ০১।
যানবাহনের ধরন ৬ (মিডিয়াম বাস)। 
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার গুরুত্ব

আপনি যদি একজন ছাত্র/ছাত্রী চাকুরী প্রতাশী হন বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো জানতে হবে। কারণ বর্তমানে বাংলাদেশে পদ্মা সেতু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিসিএসসহ যেকোনো চাকরির পরীক্ষায় এ বিষয়ে প্রশ্ন করা যায়। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পদ্মা সেতুর পিলার কত, পদ্মা সেতু নির্মাণে কত খরচ হবে এবং পদ্মা সেতু সংক্রান্ত অন্যান্য প্রশ্ন বিসিএস, প্রাথমিক বা সরকারি-বেসরকারি পরীক্ষাসহ সব চাকরিতে আসতে পারে।

এ কারণে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। আপনাদের সুবিধার্থে পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান তুলে ধরলাম।

আশা করি আপনি নির্বাচিত সঠিক প্রশ্ন ও উত্তর সহ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো এখানেই পাবেন। এসব প্রশ্নের উত্তর থেকে জানতে পারবেন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান।

আরও পড়ুনঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ

ক্রমিক নংপ্রশ্নউত্তর
পদ্মা সেতুর প্রকল্পের নাম:পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতুর দৈর্ঘ্য:৬.১৫ কিলোমিট।
দ্মা সেতুর প্রস্থ:৭২ ফুট।
পদ্মা সেতুর স্প্যান সংখ্যা:৪১ লেন।
পদ্মা সেতুর রেল
লাইনের অবস্থান:
পদ্মা সেতুর রেল
লাইনের অবস্থান নিচতলায়।
পদ্মা সেতুর ভায়াডাক্ট:৩.১৮ কিলোমিট।
পদ্মা সেতুর সংযোগ সড়ক:দুই প্রান্তে প্রায় ১৪ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প নদী শাসন:দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প ব্যয়:৩০ হাজার ১৯৩
দশমিক ৩৯ কোটি টাকা।
১০পদ্মা সেতুর প্রকল্পের জনবল:প্রায় ৪ হাজার।
১১পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার:মোট ৮১ টি।
১২পানির স্তর থেকে
পদ্মা সেতুর উচ্চতা:
৬০ ফুট।
১৩পদ্মা সেতুর পাইলিং গভীরতা:৩৮৩ ফুট।
১৪পদ্মা সেতুর প্রতিটি
পিলারের জন্য পাইলিং:
৬ টি।
১৫পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা:২৬৪ টি।
১৬পদ্মা সেতুতে যা যা থাকবে:বিদ্যুৎ, গ্যাস এবং
অপটিক্যাল ফাইবার লাইন।
১৭পদ্মা সেতুর ধরন:দ্বিতলা বিশিষ্ট কংক্রিট এবং
স্টিল দ্বারা নির্মিত এই সেতু।
১৮পদ্মা সেতুর পিলার কয়টি:৪২ টি।
১৯পদ্মা সেতুর প্রকল্পের
চুক্তিবদ্ধ কম্পানি:
চায়না রেলওয়ে
গ্রুপ লিমিটেড।
২০পদ্মা সেতুর নকশা:এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং
জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়।
আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা।
২১পদ্মা সেতুর প্যানেলের
সভাপতির নাম:
অধ্যাপক জামিলুর
রেজা চৌধুরী।
২২পদ্মা সেতুর স্প্যান
বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা:
১১ জন।
২৩পদ্মা সেতুর কাজ:মূল সেতু, নদী শাসন,
জাজিরা সংযোগকারী সড়ক,
টোল প্লাজা.
২৪পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি:১৭ই জুন, ২০১৪ইং সালে বাংলাদেশ সরকার
এবং চিনা চায়না মেজর ব্রিজ
কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতুতে কিভাবে টোল আদায় হয়?

পদ্মা সেতুতে টোল আদায় করা হয় আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন টোল আদায়ের দায়িত্বে রয়েছে। তারা সেতুর দুই পাশে মোট ১৪টি বুথ স্থাপন করেছে।

এক্ষেত্রে হাইওয়ে যানবাহনের মালিকদের অবশ্যই একটি ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। রকেট অ্যাকাউন্টটি Nexus-Pay অ্যাপে নিবন্ধিত হলে, এটি ইলেকট্রনিক টোল পেমেন্ট সুবিধা পাবে।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf বা Microsoft Office Word আকারে ডাউনলোড করতে নিচের গুগল ড্রাইফ এ শেয়ার করা ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

পদ্মা সেতু বাঁকা কেন?

আপনি যদি পদ্মসেতুর দিকে তাকান, আপনি দেখতে পাবেন যে এটি লেভেল নয় অর্থাৎ বাঁকা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে “পদ্মা সেতু চাইলেই সমতল বা সোজা সজি করা যেত, তাহলে আঁকাবাঁকা করার কারণ কী?” এই জন্য অনেক কারণ আছে। মূলত চালকদের কথা মাথায় রেখেই এটি করা হয়েছে। সোজা ব্রিজ বা রাস্তা হলে চালকরা সেতুতে বিরক্ত হয়ে যান।

ক্লান্তি এবং জড়তার কারণে গাড়ি চালানো থেকে একাগ্রতা হারানো। অনেক সময় ধরে একইভাবে স্টিয়ারিং হুইল ধরে রাখার কারণে অনেকে ধাক্কা অনুভব করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তবে সেতু বা রাস্তা সামান্য বাঁকা হলে চালকদের সতর্ক থাকতে হয়। এতে তাদের মাথা সচল থাকে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি মাইলফলক। অর্থনৈতিক মুক্তি ছাড়াও এই সেতু বাঙালি জীবনের একটি বড় অর্জন। ১৭ কোটি বাঙালির সুখ-দুঃখ এবং আর্থ-সামাজিক মুক্তির সোপান এই সেতুর সঙ্গে জড়িত।

স্বাধীনতা বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। আর স্বাধীনতার ৫০ বছর পরও তাদের অর্থনৈতিক সক্ষমতা দেখাতে কারও কোনো অসুবিধা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নিজের অর্থায়নে এত বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে অর্থনৈতিক সক্ষমতা দেখানোর দুঃসাধ্য দেখিয়েছেন।

পদ্মা সেতু এখন আর বাঙালির স্বপ্ন নয়। পদ্মসেতু এখন বাঙালির গৌরবময় সোনার গর্বের। এই পদ্মা সেতু আবারও বিশ্বকে জানিয়ে দিল বাঙালির দাবিয়ে রাখা সম্ভব নয়। সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্প। বাঙালির অস্তিত্ব, বেঁচে থাকার সংগ্রাম মিশে গিয়েছিল এই প্রকল্পের সঙ্গে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য

নিঃসন্দেহে বলা যায়, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প, চট্টগ্রামের দোহাজারী থেকে রামু থেকে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প, মেট্রো রেল এবং এই পদ্মাসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক মেগা প্রকল্প শীর্ষে ছিল। বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প। শুধু শীর্ষে নয়, এটি ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্প।

পদ্মা সেতু নির্মাণের গল্প ইতিমধ্যেই ভেসে উঠছে বিভিন্ন মানুষের মজার গল্প। রাজবাড়ীর শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, পদ্মা সেতু নিয়ে জনপদে জনসাধারণের মধ্যে প্রতিনিয়ত যে উপাখ্যান তৈরি হচ্ছে তারই একটি সম্মিলিত রূপ পদ্মা সেতু।

একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম পদ্ম সেতু বাঙালির গর্ব দাবি করে বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। যানজটমুক্ত, ঝামেলামুক্ত সড়ক ও ট্রেন যোগাযোগসহ দক্ষিণবঙ্গ তথা সারা দেশের মানুষের ভালোবাসা ও ভালোবাসার প্রতীক পদ্মা সেতু। পদ্মা সেতুর মাধ্যমে দেশে আমূল পরিবর্তন আসবে। বীরের জাতি বাঙালি তাদের ভাগ্য খুলে দেবে।

আমরা এখাবে বলতে বলতে একটু বেশি বলে ফেলেছি আপনি আপনার ভাষায় এক ১০ বাক্যে প্রকাশ করতে পারবেন আশা করি।

আরও পড়ুনঃ

আমাদের কথা

আমরা মূলত আজেকের পোস্ট পদ্মসেতু সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্ট করেছি। এবং পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করা করেছি। আশা করি আপনি পদ্মসেতু a to z জানতে পেরেছেন।

Sharing Is Caring:

আমি জিয়ারুল কবির লিটন, একজন বহুমুখী ব্লগার, স্বাস্থ্য, খেলাধুলা, জীবনধারা এবং ইসলামিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির প্রতি অনুরাগী। আমি কঠোর অন্বেষণ, অনুসন্ধান, তত্ত্বানুসন্ধান ও অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমার আকর্ষক লেখার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ২০১৫ সাল থেকে ব্লগের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা এবং ইতিবাচকতা দিক গুলো নির্ভুল ভাবে সবার সাথে ভাগ করে চলার চেষ্ট করছি।

1 thought on “পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান”

Leave a Comment